এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ প্রশ্ন উত্তর
পিডিএফ ডাউনলোড
১.সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রের নিয়মতান্ত্রিক প্রধান কে
উত্তরঃ (খ)রাষ্ট্রপতি
২.তথ্য অধিকার আইনের দ্বারা
উত্তরঃ (খ)i,iii
৩.কোন দেশে শীতকাল ডিসেম্বরে হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হয়
উত্তরঃ (গ)ভারত
৪.X রাষ্ট্রের সংস্থাটির নাম কি
উত্তরঃ (খ)নির্বাচন কমিশন
৫. উক্ত সংস্থার কাজ
উত্তরঃ (গ)ii,iii
৬.2001 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল
উত্তরঃ (গ)১২.৯৩ কোটি
৭.বাংলাদেশের বিচার বিভাগ কেমন ভাবে কাজ করে
উত্তরঃ (ক)স্বাধীন
৮. বঙ্গোপসাগরের তলদেশে অধিকমাত্রায় পাওয়ার সম্ভাবনা রয়েছে
উত্তরঃ (গ)ii,iii
৯.বিরোধী দল কিভাবে গণতন্ত্রকে কার্যকরী করে
উত্তরঃ (গ)সরকারের গঠনমূলক সমালোচনা করে
১০.কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়
উত্তরঃ (গ)১৯৩৯
১১.20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য কত
উত্তরঃ (ক)৮০মিনিট
১২. X কে কোন খাদ বোঝানো হয়েছে
উত্তরঃ (গ)কৃষি ও বনজ
১৩.X এর তুলনায় Y এর অবদান বেশি হওয়ার কারণ
উত্তরঃ (ক)i,ii
১৪.সম্পত্তি কত শ্রেণীতে বিন্যস্ত করা যায়
উত্তরঃ (গ)৫
১৫.সামাজিক অঙ্গতির সৃষ্টি হয় কেন
উত্তরঃ (গ)মূল্যবোধের অবক্ষয়ের কারণে
১৬.কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ নামক সংগঠন গড়ে ওঠে
উত্তরঃ (ক)অধ্যাপক আবুল কাশেম
১৭.গণতন্ত্রের অগ্রযাত্রা নূর হোসেনকে আদর্শ মনে করবো কেন
উত্তরঃ (খ)আত্মত্যাগ
১৮.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন
উত্তরঃ (ক)১৯৭২ সালের 11 জানুয়ারি
১৯.চিত্রে A চিহ্নিত অঞ্চলে কোন ধরনের বনাঞ্চল দেখা যায়
উত্তরঃ (খ)চিরহরিৎ
২০.উপরোক্ত তথ্য কোন দুর্ঘটনা দেখা যায়
উত্তরঃ (খ)সড়ক
২১. উক্ত সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রান পেতে পারি
উত্তরঃ (ঘ)i,ii,iii
২২.কত সালে বিশ্বের প্রথম এইচআইভি সংক্রমিত ব্যক্তি সনাক্ত হয়
উত্তরঃ (ক)১৯৮১
২৩.বাংলাদেশের সরকারের ব্যয়ের খাত হলো
উত্তরঃ (ক)i,ii
২৪.আদেশ ও কার্যাবলী ভিত্তিতে ব্যাংকসমূহকে প্রধানত কত শ্রেনীতে ভাগ করা হয়েছে
উত্তরঃ (খ)৩
২৫.আকারের ভিত্তিতে পরিবার কত ধরনের হয়ে থাকে
উত্তরঃ (ক)৩
২৬. নিরক্ষরেখা থেকে প্রত্যক্ষ মেরুর কোণিক দূরত্ব কত
উত্তরঃ (ঘ)৯০ডিগ্রী
২৭.বাংলাদেশে অনেক নদী শুকিয়ে যাওয়ার ফলে দেখা দিচ্ছে
উত্তরঃ (ঘ)i,ii,iii
২৮.তোমার সচেতন ও তার পিছনে সমাজ পরিবর্তনের কোন উপাদান কাজ করছে
উত্তরঃ (ঘ)শিক্ষা
২৯.উদ্দীপকে বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ এ
উত্তরঃ (ক)i,ii
৩০.মোট জাতীয় উৎপাদন কে কয়টি দিক থেকে বিবেচনা করে পরিমাপ করা যায়
উত্তরঃ (ক)২
৩১ । ৪ থ বিশ্ব নারী সম্বেলন কত সালে ও কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ঘ বেইজিংয়ে ১৯৯৫
৩২ । বিশ্বে প্রথম এইচআইভি রোগী ধরা পড়ে কত সালে ?
উত্তরঃ গ ১৯৮১
৩৩। নগরায়ণ হচ্ছে—
উত্তরঃ গ শিল্পয়নের ফলে গ্রামীন পরিবারের বিস্তার
৩৪ । নিম্নের কোন বিষয়গুলো যুক্তফ্রন্টের ২১ দফা দাবির অন্তর্ভুক্ত ছিল ?
উত্তরঃ ঘ
৩৫ । শফিউরের পিতাকে দিয়ে প্রথম শহীদ মিনার উদ্বোধন করা হয় কত তারিখে ?
উত্তরঃ গ ২২ ফেব্রয়ারি
৩৬ । ৮ বছর বয়সী ফিরোজকে দিয়ে চায়ের দোকানে কাজ করাচ্ছেন দোকান মালিক রহমান মিয়া । তিনি কোনটি পরিপন্থি কাজ করছেন ?
উত্তরঃ ক বাংলাদেশের শ্রম আইন ২০০৬
৩৭ । মাথিনদের পরিবারে মা-ই সব ক্ষমতার অধীকারী । উক্ত পরিবারটি কোন ধরনের পরিবান ?
উত্তরঃ খ মাতৃতান্তিক
৩৮ । শনির উপগ্রহগুলো হলো—
উত্তরঃ গ
৩৯ । রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ কোনটি ?
উত্তরঃ ঘ দক্ষ জনসমাজ
৪০ । উদ্দীপকে সরকার গঠিত হয় ?
উত্তরঃ খ
৪১ । উক্ত সরকারের প্রধান উদ্দেশ্য ছিল –
উত্তরঃ গ মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বিশ্বজনমত সৃষ্টি করা ।
৪২ । মায়নমার থেকে কিছু শরণার্থী আশ্রয় প্রার্থানা করলে সরকার তাদের আশ্রয় দান করেন । এটা সরকারের কোন ধরেণের কাজ?
উত্তরঃ খ ঐচ্ছিক কাজ
৪৩ । সমাজে কখন নৈরাজ্য দেখা দেয় ?
উত্তরঃ ঘ যখন রাষ্ট্রেযন্ত ব্যক্তি বা গোষ্টীর আচরণ নিয়ন্তণে ব্যথ হয় ।
৪৪ । গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কী ?
উত্তরঃ ক পরিবার
৪৫ । নেপচুনের গড় ব্যাস হলো—
উত্তরঃ খ ৪৮,৪০০ কি.মি
৪৬ । এক মাসে কয়বার মরাকাটাল হয় ?
উত্তরঃ ক দুইবার
৪৭ । মিতা চক্রবতী তার পরিবারের আপত্তি সত্বেও বিয়ে করে তারই সহপাঠি কমল সরকারকে । এদের বিবাহের ভিত্তিতে কোন ধরনের পরিবার গঠিত হয় ?
উত্তরঃ গ প্রকিলোম বিবাহ ভিত্তিক পরিবার
৪৮ । বাংলাদেশের ইতিহাসে ১৯৯০ সালে তাৎপযপূণ । কারণ –
উত্তরঃ ঘ
৪৯ । রাষ্ট্রের চরম ও চুড়ান্ত ক্ষমতা হচ্ছে—
উত্তরঃ গ সাবভৌমত্ব
৫০ । আদালত কর্তৃক প্রদত্ত দন্ডকে মওকুফ করতে পারেন ?
উত্তরঃ (ক) রাষ্ট্রপতি
৫১ । পৃথিবীর কেন্দ্রে কোণের পরিমাণ কত ডিগ্রী?
উত্তরঃ ক ৩৬০ ডিগ্রী
রিভু দশম শ্রেণির ছাত্র অন্যন্ত বিনয়ী সে নিয়মিত স্কুলে যায় । তার প্রিতা মাতাও তাদরে দেখাশোনা করেন এবং যত্নশীল রিভু খুবই সামাজিক ।
৫২ । উদ্দীপকে কোন প্রক্রিয়ার ইঙ্গিত রয়েছে ?
উত্তরঃ গ সামাজিকীরণ
৫৩ । নিচের কোন প্রতিষ্টান রিভুকে সামজিক করে তুলছে ?
উত্তরঃ ঘ সবগুলো
২৪ । মনে কর কোনো একটি দেশের জনসংখ্যা ১৪ কোটি এবং সময়ে মোট জাতীয় আয় ৭০০০ কোটি মার্কিন ডলার । দেশটির মাথাপিছু আয় কত হবে ?
উত্তরঃ গ ৫০০ মার্কিন ডলার
৫৫ । অনুন্নত দেশ হচ্ছে সেইসব দেশ যেগুলোতে জনসংখ্যা ও প্রকৃতিক সম্পদের তুলনায় পুঁজি বা মূলধন কম – উক্তিটি কার ?
উত্তরঃ গ র্যাগনার নাকস
২৬ । সুশাসন প্রতিষ্টার জন্য প্রয়োজন –
উত্তরঃ গ আইনের অনুশাসন
৫৭ । জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতটি ?
উত্তরঃ ঘ ৫০ টি
৫৮ । কে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেন ?
উত্তরঃ খ রাষ্ট্রপতি
৫৯ । বাংলাদেশ একটি উন্নয়শীল দেশ । এই ধরণের দেশসমূহের অথনৈতিক বৈশিষ্ট্য হলো –
উত্তরঃ ক ১ও২
৬০ । কত তারিখে জাতিসংঘ দিবস উদযাপিত হয় ?
উত্তরঃ ক ২৪ অষ্ঠোবর
এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় MCQ প্রশ্ন সমাধান ২০১৮
৬১। কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরে?
উত্তর: (ঘ) মহাকর্ষ বলের
৬২। কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
উত্তর: (ক) সাঙ্গু
৬৩। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে?
উত্তর: (খ) ১৪৬
৬৪। বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
উত্তর: (ঘ) প্রধানমন্ত্রী
৬৫। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয়-
উত্তর: (গ) গ্রিসে
৬৬। জেলা প্রশাসনের কাজটি কোন ধরনের কাজ?
উত্তর: (গ) মানবতামূলক
৬৭। অনুচ্ছেদে উল্লিখিত মানুষের এ ধরনের কষ্ট থেকে পরিত্রাণের জন্য সরকারের উচিত-
উত্তর: (ক) i, ii
৬৮। বাংলাদেশ কোন ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী সমাদৃত?
উত্তর: (ক) শান্তিরক্ষা মিশন
৬৯। প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তর: (খ) ১৯৭৫
৬০। কাঠ-চেয়ার- ?
উত্তর: (ঘ) উৎপাদন
৬১। উপযোগ বলতে বোঝায়-
উত্তর: (খ) দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা
৬২। বাংলাদেশের অর্থনীতিকে প্রধানত কতটি খাতে ভাগ করা যায়?
উত্তর: (ঘ) ১৫
৬৩। ভ্যাট (VAT) কী?
উত্তর: (গ) Value Added Tax
৬৪। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কী?
উত্তর: (ক) পরিবার
৬৫। জাতীয় শিশু শ্রম নিরসন নীতি কত সালে হয়?
উত্তর: (ক) ২০১০
৬৬। সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান হলো-
উত্তর: (ঘ) i, ii, iii
৬৭। রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্করূপ- উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
উত্তর: (ক) i, ii
৬৮। জাতিসংঘ শিশু অধিকার কনভেশন অনুযায়ী শিশু কারা?
উত্তর: (ঘ) ১৮ বছরের কম বয়সীরা
৬৯। মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন।- উক্তিটি কার?
উত্তর: (খ) ম্যাকাইভার
৭০। এইডস রোগীর প্রতি আমাদের করণীয় হলো-
উত্তর: (ক) সহানুভূতি প্রকাশ করা
৭১। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: (গ) এরিস্টটল
৭২। বাংলাদেশে সবচেয়ে বড় রাত কবে?
উত্তর: (খ) ২২ ডিসেম্বর
৭৩। জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উত্তর: (খ) জাতীয় ঐক্য
৭৪। কোনটি মূলত সরকারের ব্যাংক?
উত্তর: (গ) বাংলাদেশ ব্যাংক
২৫। ভাষা সংগ্রাম পরিষদ গঠন করে-
উত্তর: (ক) তমদ্দুন মজলিস
৭৬। তানজিমের দেখা জয়াগাটির সাথে মিল রয়েছে-
উত্তর: (ক) টারসিয়ারি যুগের পাহাড়
৭৭। তানিশার বেড়ানো জায়গাটির মূল বৈশিষ্ট্য হলো-
উত্তর: (ঘ) i, ii, iii
৭৮। বাংলাদেশের গণপরিষদের দ্বিতীয় অধিবেশন বসে-
উত্তর: (খ) ১৯৭২ সালের ১২ অক্টোবর
৭৯। ১৯৭০ সালের নির্বাচন গুরুত্বপূর্ণ হওয়ার যথার্থ কারণ-
উত্তর: (ঘ) i, ii, iii
৮০। তিস্তা ব্যারেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
উত্তর: (গ) ii, iii