এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় MCQ
প্রশ্ন সমাধান ঢাকা বোর্ড ২০২৪
- যমুনা নদীর সৃষ্টির কারণ কী?
ক) হিমবাহ
খ) জলোচ্ছ্বাস
গ) প্লাবন✔
ঘ) ভূমিকম্প
- কোন দেশের অধিকাংশ আইন প্রথা থেকে এসেছে?
ক) কানাডা
খ) ব্রিটেন✔
গ) যুক্তরাষ্ট
ঘ) ফ্রান্স
- ‘গণতন্ত্রকে মুর্খের ও অযোগ্যের শাসন ব্যবস্থা বলে অভিহিত করেছেন’-
ক) অধ্যাপক গ্যাটেল
খ) ম্যাকাইভার
গ) অধ্যাপক ফাইনার
ঘ) এরিস্টটল✔
- অনুলোম বিবাহভিত্তিক’ পরিবার কোন পরিবারের অন্তর্ভুক্ত?
ক) বহির্গোত্র✔
খ) অন্তর্গোত্র
গ) প্রতিলোম
ঘ) বহুগোত্রীয়
- মালিকানার উপর ভিত্তি করে ‘কর্মদক্ষতা’ কোন ধরনের সম্পদ?
ক) জাতীয়
খ) সমষ্টিগত✔
গ) ব্যক্তিগত
ঘ) আন্তর্জাতিক
- জাতিসংঘের প্রশাসনিক বিভাগ কোনটি?
ক) নিরাপত্তা পরিষদ
খ) অছি পরিষদ
গ) সেক্রেটারিয়েট✔
ঘ) সাধারণ পরিষদ
- টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—
i. অসম বণ্টন
ii. বৈষম্য বৃদ্ধি
iii. নিরক্ষরতার প্রভাব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
- ৪৫° পশ্চিম দ্রাঘিমার প্রতিপাদ স্থান কত?
ক) ৪৫° পূর্ব
খ) ১৩৫° পূর্ব✔
গ) ১৩৫° পশ্চিম
ঘ) ১৪৫° পশ্চিম
- দেশে উৎপাদিত দিয়াশলাই এর উপর কোন ধরনের কর ধার্য করা হয়?
ক) ড্যাট
খ) আবগারী শুল্ক✔
গ) বাণিজ্য শুল্ক
ঘ) সম্পূরক শুল্ক
- ব্যাংক কোন আমানতের বিপরীতে সুদ প্রদান করে না?
ক) স্বল্প মেয়াদি
খ) চলতি✔
গ) স্থায়ী
ঘ) সঞ্চয়ী
- একটি স্থানীয় সরকারের মোট সদস্য সংখ্যা ১৭ জন। স্থানীয় সরকারটি হ’ল —।
ক) ইউনিয়ন পরিষদ
খ) পৌরসভা
গ) জেলা পরিষদ্দ
ঘ) সিটি কর্পোরেশন
- কোন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞায় রাষ্ট্রের চারটি উপাদানের কথা উল্লেখ আছে?
ক) এরিস্টটল
খ) টি, এইচ, গ্রীন
গ) গার্নার✔
ঘ) জে, লাস্কি
- রাজনৈতিক দলের উদ্দেশ্য-
i. জাতীয় সমস্যা চিহ্নিত করা
ii. জনসমর্থন সৃষ্টি করা
iii. যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া-
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
- যৌথ পরিবার ভাঙনের কারণ কী?
ক) পারিবারিক বিশৃঙ্খলা
খ) কলহ
গ) নারী শিক্ষা
ঘ) শিল্পায়ন✔
- সমাজ কাঠামো ও এর কার্যাবলির পরিবর্তন বলতে কী বোঝায়?
ক) সামাজিক বৈচিত্র্য✔
খ) সামাজিক অবক্ষয়
গ) সামাজিক সমস্যা
ঘ) সামাজিক পরিবর্তন
- রিটার্নিং অফিসারের কাজ কী?
ক) নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ
খ) মনোনয়নপত্র বাছাই
গ) নির্বাচন পরিচালনা✔
ঘ) ভোটার তালিকা প্রণয়ন
- সারাবছর কোন বনভূমির গাছগুলো সবুজ থাকে?
ক) ক্রান্তীয় চিরহরিৎ এবং পত্রপতনশীল বনভূমি✔
খ) ক্রান্তীয় পাতাঝরা বা পত্রপতনশীল অরণ্য
গ) গরান বনভূমি
ঘ) শ্রোতজ বা ম্যানগ্রোভ বনভূমি
- সাথী একটি পাহাড়ি অঞ্চলে গিয়ে দেখতে পায় সেখানকার মাটি বেলে পাথর ও শেল পাথর দিয়ে তৈরি। ভূমির রূপটি হল-
ক) প্লাইস্টোসিন কালের সোপান
খ) প্লাবনভূমি
গ) উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়
ঘ) দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়✔
- পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়?
ক) আরবি✔
খ) ফারসি
গ) উর্দু
ঘ) ইংরেজি
- ‘অপারেশন সার্চলাইট’ এর নীল নক্সা কে তৈরি করেন?
ক) ইয়াহিয়া খান
খ) আয়ুব খান
গ) রাও ফরমান আলী✔
ঘ) জুলফিকার আলী ভুট্টো
- ‘North Westerlies’ একটি-
ক) ঝড়✔
খ) পর্বত
গ) উপসাগর
ঘ) দ্বীপ
- ২৩.৫° উত্তর অক্ষাংশকে কোন রেখা বলে?
ক) কর্কটক্রান্তি✔
খ) মকরক্রান্তি
গ) সুমেরু বৃত্ত
ঘ) কুমেরু বৃত্ত
- শহীদ নুর হোসেন
রাজনৈতিক দলগুলোর জোট গঠন
ছকে উল্লেখিত ব্যক্তিটি পুলিশের গুলিতে নিহত হন-
ক) রাষ্ট্রীয় তথ্য প্রকাশ করায়
খ) ছাত্রদের মধ্যে মারামারি করায়
গ) গণতন্ত্রের জন্য আন্দোলন করায়✔
ঘ) ব্যাংক ডাকাতি করায়
- মুক্তিযোদ্ধাদের সহযাত্রী নারীদের বীরঙ্গনা উপাধিতে ভূষিত করেন কে?
ক) শ্রীমতি ইন্দিরা গান্ধী
খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✔
গ) আতাউল গনি ওসমানী
ঘ) তাজউদ্দীন আহমেদ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
সুমনের জেলায় অনেক বনভূমি আছে। সুমন লক্ষ করল কতিপয় লোক গাছ কেটে নিয়ে যাচ্ছে। সুমন গোপনে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়।
- সুমনের কাজটি জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ?
ক) সমষ্টিগত
খ) রাষ্ট্রীয়
গ) ব্যক্তিগত✔
ঘ) আন্তর্জাতিক
- উক্ত উদ্যাগটি গ্রহণের ফলে-
i. জাতীয় সম্পদ রক্ষা পাবে
ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
iii. বেকারত্ব সৃষ্টি হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনাব লিটন দুবাই এ ব্যবসা করেন। সেখানকার জনগণের মাথাপিছু আয় ৩০,০০০ ডলারের উর্ধ্বে। তিনি তার অর্জিত অর্থের একটা অংশ দেশে তার পরিবারের নিকট প্রেরণ করেন।
- জনাব লিটনের বসবাসকারী দেশের অর্থনীতি আয়ের ভিত্ততে কোন পর্যায়ের?
ক) উচ্চ✔
খ) উচ্চ মধ্য
গ) নিম্নমধ্য
ঘ) নিম্ন
- জনাব লিটনের প্রেরিত অর্থ আমাদের দেশে অন্তর্ভুক্ত হবে-
i. মোট জাতীয় আয়ে
ii. মোট দেশজ উৎপাদনে
iii. মোট জাতীয় উৎপাদনে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii✔
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
জনাব রায়হান পাঠদানকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ইদানিং শহর এলাকায় বড়দের প্রতি শ্রদ্ধাবোধ এবং ছোটদের প্রতি স্নেহ মমতা প্রদর্শন হ্রাস পাচ্ছে।” এর ফলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে না।
- জনাব রায়হান বাংলাদেশের কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করেছেন?
ক) কিশোর অপরাধ
খ) নারীর প্রতি সহিংসতা
গ) জঙ্গিবাদ
ঘ) সামাজিক মূল্যবোধের অবক্ষয়✔
- উক্ত সমস্যার প্রভাবে-
i. মানুষ অধিকার বঞ্চিত হয়
ii. অপরাধীদের দৌরাত্ম্য বেড়ে যায়
iii. দুর্নীতি বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔