পরমাণু গঠন অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ
প্রশ্ন উত্তর একসাথে
1. ঘর্ষণ, তাপ, রাসায়নিক ইত্যাদি প্রক্রিয়ায় সহজেই পরমাণু থেকে নির্গত হয়-
ক. প্রোটন
খ. নিউট্রন
গ. ইলেকট্রন
ঘ. যে কোনটি
উত্তরঃ গ
2. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি-
ক. যুক্ত অবস্থার চাইতে কম
খ. যুক্ত অবস্থার চাইতে অধিক
গ. যুক্ত অবস্থার সমান
ঘ. কোনটিই সঠিক নয়
উত্তরঃ খ
3. প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা-
ক. n2n2
খ. 2n2n2
গ. 3n2n2
ঘ. 4n
উত্তরঃ খ
4. কোন পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রনের সংখ্যা …
ক. ৯টি
খ. ১৬টি
গ. ১৮টি
ঘ. ৩২টি
উত্তরঃ ঘ
5. কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে-
ক. তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা
খ. তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
গ. তার পরমাণুতে নিউট্রন ও প্রোটেনের সংখ্যা
ঘ. তার পরমাণুতে মৌলিক কণিকার সংখ্যা
উত্তরঃ খ
6. কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়-
ক. পারমাণবিক সংখ্যা
খ. পারমাণবিক ভর
গ. পারমাণবিক ওজন
ঘ. পারমাণবিক আয়ন
উত্তরঃ ক
7. কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে-
ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যার সমষ্টি
খ. প্রোটনের সংখ্যা
গ. নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত ইরেকট্রনের সংখ্যা
ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের সংখ্যার সমষ্টি
উত্তরঃ ক
8. নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা N হলে, পরমাণুর ভর সংখ্যা —
ক. A = P + N
খ. Z = A + P
গ. M = P + N
ঘ. N = A + P
উত্তরঃ ক
9. পারমাণবিক ওজন কোনটির সমান?
ক. ইলেকট্রন ও নিউট্রনের ওজনের সমান
খ. প্রোটনের ওজনের সমান
গ. নিউট্রন ও প্রোটনের ওজনের সমান
ঘ. প্রোটন ও ইলেকট্রনের ওজনের সমান
উত্তরঃ গ
10. পরমাণুর ভর বলতে কি বুঝায়?
ক. নিউট্রনের ভর
খ. প্রোটনের ভর
গ. নিউট্রন ও প্রোটনের ভর
ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর
উত্তরঃ গ
11. সোডিয়াম এর (na23na23) একটি পরমাণুতে রয়েছে–
ক. ১০টি প্রোটন ও ১৩টি নিউট্রন
খ. ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন
গ. ১২টি প্রোটন ও ১১টি নিউট্রন
ঘ. ১৩টি প্রোটন ও ১০টি নিউট্রন
উত্তরঃ খ
12. সিলিকন পারমাণবিক সংখ্যা কত?
ক. ১০
খ. ১২
গ. ১৪
ঘ. ১৬
উত্তরঃ গ
13. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৩৯
খ. ৩২
গ. ৩৩
ঘ. ৩৪
উত্তরঃ গ
14. ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৭২
খ. ৮২
গ. ৯২
ঘ. ১০২
উত্তরঃ গ
15. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলে-
ক. আইসোমার
খ. আইসোটোপ
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তরঃ খ
21. ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটোপটির নাম কি?
ক. U233U233
খ. U235U235
গ. U238U238
ঘ. কোনেটিই নয়
উত্তরঃ খ
22. ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো-
ক. আইসোটোন
খ. আইসোটোপ
গ. আইসোবার
ঘ. রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল
উত্তরঃ খ
23. প্রোটন-এর –
ক. পজিটিভ চার্জ আছে
খ. পজিটিভ চার্জ নেই
গ. পজিটিভ ও নেগেটিভ এই দুই রকম চার্জই আছে
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ ক
24. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর স্ংখ্যা সমান নয়, তাদের বলা হয়-
ক. আইসোটোন
খ. আইসোমার
গ. আইসোটোপ
ঘ. আইসোবার
উত্তরঃ ক
25. কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয় (Inert)?
ক. H
খ. He
গ. N
ঘ. O
উত্তরঃ খ
26. ‘ইনার্ট গ্যাস’ কোনটি?
ক. মিথেন
খ. ওজোন
গ. হিলিয়াম
ঘ. অক্সিজেন
উত্তরঃ ঘ
27. কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inter gas) আটটি ইলেকট্রন নেই?
ক. হিমিয়াম
খ. নিয়ন
গ. আর্গন
ঘ. জেনন
উত্তরঃ ক
28. কোনটি নোবেল গ্যাস নহে?
ক. ওজোন
খ. হিমিয়াম
গ. নিয়ন আর্গন
ঘ. আর্গন
উত্তরঃ ক
29. নিষ্ক্রিয় গ্যাস নয়?
ক. অক্সিজেন
খ. নিয়ন
গ. হিলিয়াম
ঘ. আর্গন
উত্তরঃ ক
30. এরোপ্লেন ও ডুবুরিদের কাঝে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হলো-
ক. হিলিয়াম
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
উত্তরঃ ক
31. হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা ভর্তি করা হয়?
ক. হিলিয়াম সহজলভ্য
খ. হিলিয়াম গ্যাসের দাম কম
গ. হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস
ঘ. উপরের সবকটিই
উত্তরঃ গ
32. ফটোগ্রাফিক ফ্লাশ লাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক. He
খ. Ne
গ. Xe
ঘ. Ar
উত্তরঃ গ
33. বিজ্ঞানী ডর্ন ১৯০০ সালে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন-
ক. রেডন
খ. জেনন
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক
34. রেডন কি ধরনের মৌল?
ক. নন তেজস্ক্রিয়
খ. হ্যালো তেজস্ক্রিয়
গ. কঠিন
ঘ. তেজস্ক্রিয়
উত্তরঃ ঘ
35. একটি অ্যাটিমে (পরমাণু) কণিকার সংখ্যা কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
উত্তরঃ ক
36. নিচের কোনটি মূল কণিকা?
ক. নিউট্রিনো
খ. নিউট্রন
গ. পজিট্রন
ঘ. ডিউট্রেরন কণা
উত্তরঃ খ
37. কোনটি মূল কণিকা?
ক. অণু
খ. পরমাণু
গ. প্রোটন
ঘ. পজিট্রন
উত্তরঃ গ
38. কোনটি মৌলিক কণিকা নয়?
ক. প্রোটন
খ. নিউট্রন
গ. ইলেকট্রন
ঘ. হাইড্রোজেন পরমাণু
উত্তরঃ ঘ
39. একটি পারমাণবিক কণার—
ক. আয়তন নেই, ওজন আছে
খ. ওজন আছে, আয়তন আছে
গ. আয়তন আছে, ওজন নেই
ঘ. আয়তন নেই, ওজন নেই
উত্তরঃ খ
40. ইলেক্ট্রন কে আবিষ্কার করেন?
ক. থমসন
খ. নীলস বোর
গ. রাদাফোর্ড
ঘ. নিউটন
উত্তরঃ ক
41. ইলেকট্রন হচ্ছে পদার্থের —
ক. কণা
খ. ক্ষুদ্র কণা
গ. সাধারণ কণা
ঘ. অতি ক্ষুদ্র কণা
উত্তরঃ ঘ
42. একটি ইলেকট্রনে চার্জের পরিমাণ হলো–
ক. 1.08 × 10−810-8 কুলম্ব
খ. 9 × 109109 কুলম্ব
গ. 1.606 × 10−1910-19 কুলম্ব
ঘ. 1.66 × 10−910-9 কুলম্ব
উত্তরঃ গ
43. নিচের কোনটি পরমাণুর নিউক্লিয়াসে থাকে না?
ক. meson
খ. neutron
গ. proton
ঘ. electron
উত্তরঃ ঘ
44. নিউট্রন আবিষ্কার করেন–
ক. কিউরি
খ. রাদারফোর্ড
গ. চ্যাডউইক
ঘ. থমসন
উত্তরঃ গ
45. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
ক. ইলেক্ট্রন ও প্রোটন
খ. নিউট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেক্ট্রন ও পজিট্রন
উত্তরঃ খ
46. প্রোটনের —
ক. পজেটিভ চার্জ আছে
খ. পজেটিভ ও নেগোটিভ এই দুই রকম চার্জই আছে
গ. পজেটিভ চার্জ নেই
ঘ. উপরের কোনটিই সত্য নয়
উত্তরঃ ক
47. নিম্নের কোন বাক্যটি সত্য নয়-
ক. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
খ. প্রোটন ধনাত্মক আধানযুক্ত
গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
ঘ. ইরেক্ট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
উত্তরঃ ঘ
48. কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
ক. ইলেক্ট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. নিউক্লিয়াস
উত্তরঃ ক
49. পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে–
ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
ঘ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
উত্তরঃ গ