পদার্থের গঠন অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন উত্তর
নবম-দশম শ্রেণির রসায়ন তৃতীয় অধ্যায় পদার্থের গঠন
1. কোন মৌলিক গ্যাস সবচেয়ে ভারী?
ক. রেডন
খ. জেনন
গ. নিয়ন
ঘ. আর্গন
উত্তরঃ ক
2. অক্সিজেনের পারমাণবিক ওজন–
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উত্তরঃ গ
3. অক্সিজেনের আণবিক ভর কত?
ক. ১৬
খ. ১৬গ্রাম
গ. ৩২
ঘ. ৩২গ্রাম
উত্তরঃ গ
4. ১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা —
ক. 1×10−23×10231×10-23×1023
খ. ৬.০২ × 10231023
গ. ৩.০১ × 10−2310-23
ঘ. ১৪.০৪ × 10−2310-23
উত্তরঃ খ
5. Boron এবং Zirconium এর দুটি কোন ভাষা থেকে এসেছে?
ক. গ্রিক
খ. ল্যাটিন
গ. আরবি
ঘ. ইংরেজি
উত্তরঃ গ
6. পটাসিয়াম মৌলটির প্রতীক হল-
ক. Pt
খ. Pa
গ. K
ঘ. Po
উত্তরঃ গ
7. Which chemical element is represented by symbol Zn?/কোন রাসায়নিক মৌলের প্রতীক Zn?
ক. Zinc
খ. Boron
গ. Folic
ঘ. Acid
উত্তরঃ ক
8. মৌলের প্রতীক কোনটি নির্দেশক করে না?
ক. মৌলের নামের সংক্ষিপ্ত রূপ
খ. মৌলের একটি পরমাণু
গ. মৌলের একটি অণু
ঘ. মৌলের পারমাণবিক ওজন
উত্তরঃ ঘ
9. ভারী পানি (Heavy water) এর সংকেত কি?
ক. 2H2O22H2O2
খ. H2OH2O
গ. D2OD2O
ঘ. HD2O2HD2O2
উত্তরঃ গ
10. গ্লুকোজের স্থূল সংকেত কোনটি?
ক. CHO
খ. CH2OCH2O
গ. C2H2O2C2H2O2
ঘ. C2HOC2HO
উত্তরঃ খ
11. পরমাণু নামকরণ করেন—
ক. ডেমোক্রিটাস
খ. হেরোক্লিটাস
গ. ম্যাক্স প্ল্যাঙ্ক
ঘ. আইনস্টাইন
উত্তরঃ ক
12. ১৯৩২ সালে যে দুজন বিজ্ঞানী অ্যাটমকে কৃত্রিম উপায়ে ভাগ করেছিলেন, তাদের নাম –
ক. স্টেম ফ্লোমিং এবং জন ককত্রফট
খ. স্টেম ফ্লেমিং ও টমাস বুন
গ. আর্নেস্ট ওয়ালটন ও জন ককক্রসফট
ঘ. স্টেম ফ্লেমিং ও আর্নেস্ট ওয়ালটন
উত্তরঃ ঘ
13. বস্ত বা মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহন করে, তাকে বলে-
ক. অণু
খ. পরমাণু
গ. কণা
ঘ. মৌল
উত্তরঃ খ
14. বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম –
ক. অণু
খ. পরমাণু
গ. কণা
ঘ. মৌল
উত্তরঃ ক
15. দুই বা ততোধিক পরমাণু একত্রিত হলে গঠিত হয়?
ক. আয়ন
খ. যৌগ
গ. অণু
ঘ. রেডিক্যাল
উত্তরঃ গ
16. হাইড্রোজেন মৌলের অনুতে পরমাণুর সংখ্যা-
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ খ
17. নিচের কোনটি অণু গঠন করে না-
ক. নিয়ন
খ. আর্গন
গ. ফ্লোরিন
ঘ. ক ও ক উভয়ই
উত্তরঃ ঘ
18. পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
ক. গাউস
খ. গে লুস্যাক
গ. জন ডাল্টন
ঘ. ডেমোক্রিটাস
উত্তরঃ গ
19. সবচেয়ে হালকা মৌল কোনটি?
ক. হাইড্রোজেন
খ. লিথিয়াম
গ. রেডিয়াম
ঘ. ব্রোমিন
উত্তরঃ ক
20. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
ক. হাইড্রোজেন
খ. হিলিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. আর্গন
উত্তরঃ ক