এসএসসি হিসাব বিজ্ঞান বহুনির্বাচনি পরীক্ষার
প্রশ্ন সমাধান ২০২৪ সিলেট বোর্ড
- কোনটি অন্য তিনটি হতে ভিন্ন?
ক) বিক্রয়
খ) বিবিধ দেনাদার✔
গ) প্রাপ্ত কমিশন
ঘ) শিক্ষানবিশ সেলামি
- মোট মুনাফা হল-
ক) বিক্রীত পণ্যের ব্যয়+ প্রারম্ভিক মজুদ পণ্য
খ) নিট বিক্রয় – বিক্রীত পণ্যের ব্যয়✔
গ) বিক্রীত পণ্যের ব্যয় সমাপনী মজুদ পণ্য
ঘ) নিট মুনাফা পরিচালন ব্যয়
- শ্রেয়সী ৩০,০০০ টাকা দামের সোফা পুরাতন মডেলের হওয়ায় তা আর ব্যবহার করেন না। সোফাটি তিনি ২৫,০০০ টাকায় বিক্রয় করেন। এ ক্ষেত্রে অবচয়ের কারণ হল-
i. রুচির পরিবর্তন
ii. পুরাতন মডেল
iii. স্বল্প সময়ের ব্যবহার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
- পণ্যের ক্রয়মূল্য বলতে বোঝায়-
i. পণ্যের বাজার মূল্য
ii. পণ্য অর্জনের জন্য প্রদত্ত অর্থ
iii. ব্যবহার উপযোগী করতে আনুষঙ্গিক খরচ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii✔
ঘ) i, ii ও iii
- প্রত্যক্ষ শ্রম + কারখানা ব্যয় মিলে যে ব্যয় হয় তাকে কী বলে?
ক) মুখ ব্যয়
খ) উৎপাদন ব্যয়
গ) রূপান্তর ব্যর✔
ঘ) মোট ব্যয়
- পারিবারিক আর্থিক বিবরণীর ধাপ কোনটি?
ক) ব্যাংক বিবরণী
খ) নগদ প্রবাহ বিবরণী
গ) আয়-ব্যয় বিবরণী✔
ঘ) খতিয়ান বই
- হিসাব সংরক্ষণের জন্য দু’তরফা দাখিলা পদ্ধতি বেশি জনপ্রিয় কেন?
ক) সহজ পদ্ধতি বলে
খ) পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে✔
গ) জটিল এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি বলে
ঘ) সহজ এবং অসম্পূর্ণ পদ্ধতি বলে
- হিসাববিজ্ঞানের উন্নতির কারণ-
i. সময়ের পরিবর্তন
ii. বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন
iii. ব্যবসা বাণিজ্যের অগ্রগতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔
- কর, তত্ত্ব, ভ্যাট ধার্য এবং আদায় করে কে?
ক) সরকার✔
খ) পাবলিক
গ) ব্যবস্থাপক
ঘ) ব্যবসায়ী
- লেনদেনের আভিধানিক অর্থ হল-
ক) আসা-যাওয়া
খ) গ্রহণ ও প্রদান✔
গ) দেনা ও পাওনা
ঘ) দায় ও সম্পদ
- একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা এর কারণ হল-
ক) অর্থের অঙ্কে পরিমাপযোগ্যতা
খ) আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়
গ) দ্বৈত সত্ত্য
ঘ) স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র✔
- A=L+E সমীকরণের L উপাদানটি কী নির্দেশ করে?
ক) সম্পদ
খ) মালিকানা স্বত্ব
গ) দায়✔
ঘ) মূলধন
- প্রতিষ্ঠানের দায়-দেনা কমাতে হলে ‘দায় হিসাব’-
ক) ডেবিট করতে হবে✔
খ) ক্রেডিট করতে হবে
গ) ডেবিট ও ক্রেডিট উভয়ই করতে হবে
ঘ) শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ করতে হবে
- একতরফা দাখিলা পদ্ধতিতে –
i. লেনদেনের একটি পক্ষ লিপিবদ্ধ হয়
ii. কোনো কোনো লেনদেনের দুটি পক্ষ লিপিবদ্ধ হয়
iii আবার কোনো লেনদেনের একটি পক্ষও লিপিবদ্ধ করা হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii✔
- প্রারম্ভিক জাবেদা ও সমাপনী জাবেদা কোন জাবেদার অন্তর্ভুক্ত?
ক) সাধারণ জাবেদা
খ) বিশেষ জাবেদা
গ) প্রকৃত জাবেদা✔
ঘ) অন্যান্য জাবেদা
- ‘পণ্য চুরি ৫,০০০ টাকা’ লেনদেনটির সঠিক জাবেদা হবে –
ক) বিবিধ ক্ষতি হিসাব ডেঃ ক্রয় হিয়াব ক্রেঃ✔
খ) ক্রয় হিসাব ডেঃ বিবিধ ক্ষতি হিসাব ক্রেঃ
গ) পণ্য হিসাব ডেঃ চুরি হিসাব ক্রেঃ
ঘ) বিবিধ ক্ষতি হিসাব ডেঃ পণ্য হিসাব ক্রেঃ
- ৩/১০, নিট ৩০ দ্বারা কী বোঝায়?
ক) ক্রয় শর্ত
খ) বিক্রয় পর্ত
গ) পরিশোধ পর্ত
ঘ) আদায়ের শর্ত
- ক্রয় ফেরত জাবেদার উৎস দলিল কোনটি?
ক) ডেবিট নোট✔
খ) ক্রেডিট নোট
গ) চালান
ঘ) ভাউচার
- বহিঃফেরত কোন জাতীয় হিসাব?
ক) সম্পদ হিসাব
খ) আয় হিসাব
গ) দায় হিসাব
ঘ) ব্যয় হিসাব✔
- একই প্রকৃতির হিসাব হল-
ক) বেতন, অবচয়✔
খ) আসবাবপত্র, অবচর
গ) বেতন, আসবাবপত্র
ঘ) বেতন, অবচয়, আসবাবপত্র
- কোন বই সকল বইয়ের রাজা?
ক) জাবেলা
খ) খতিয়ান✔
গ) নগদান
ঘ) রেওয়ামিল
- আয় হিসাব’ কোন উদ্বৃত্ত প্রকাশ করে?
ক) ডেবিট
খ) ক্রেডিট✔
গ) ডেবিট ও ক্রেডিট
ঘ) ব্যয় উদ্বৃত্ত
- Brought Forward (B/F) অর্থ কী?
ক) স্থানান্তরিত হবে
খ) সম্মুখে নীত
গ) উপর থেকে আনীত✔
ঘ) পেছন থেকে আনীত
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
পূর্ণ লেনদেন লিপিবদ্ধ করার সময় মেশিন ক্রয় ৭৫,৫০০ টাকা এ লেনদেনটির মেশিন হিসাব ডেবিট না লিখে ক্রয় হিসাব ডেবিট লেখা হয়। আবার মেশিন সংস্থাপন ব্যয় ১,৫০০ টাকা মেশিনের মূল্যের সাথে অন্তর্ভুক্ত করেননি। তিনি অন্য একটি লেনদেনে রহমান হিসাব ডেবিট লেখার পরিবর্তে ইমরান হিসাব ডেবিট লিখে খতিয়ান করেন।
- উদ্দীপকের আলোকে মেশিনের মূল্য কত টাকা হবে?
ক) ৭৫,৫০০ টাকা
খ) ৭৪,০০০ টাকা
গ) ৭৪,৫০০ টাকা
ঘ) ৭৭,০০০ টাকা✔
- পূর্ণ যে ধরনের ভুল করেন-
i. লেখার ভুল
ii. বেদাখিলার ভুল
iii. নীতিগত ভুল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii✔
ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সায়নী একজন কম্পিউটার ব্যবসায়ি। তার ব্যবসায়ের বিজ্ঞাপনের জন্য ৩০,০০০ টাকা ৫ বছরের জন্য খরচ করেন।
- বর্তমান অর্থবছরে সায়নী বিজ্ঞাপন হিসাবে দেখাবেন-
ক) ৩০,০০০ টাকা
খ) ৬,০০০ টাকা✔
গ) ২৪,০০০ টাকা
ঘ) ১৮,০০০ টাকা
- লায়নীর বইয়ে উক্ত লেনদেনটি হিসাবভুক্ত হবে-\
i. ১৫ অংশ মুনাফা জাতীয় ব্যয়
ii. ৪৫ অংশ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
iii. সম্পূর্ণ ৩০,০০০ টাকা মুনাফা জাতীয় ব্যয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
২০২৪ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখে পৃথ্বিকা ৭,০০০-টাকার দেনার পূর্ণনিষ্পত্তিতে একজন পাওনাদারকে ৬,৫০০ টাকার একটি চেক প্রদান করেন।
- উক্ত লেনদেনটি কোন নগদান বইয়ে হিসাবভুক্ত হবে?
ক) একঘরা নগদান
খ) দু’ঘরা নগদান
গ) তিনঘরা নগদান✔
ঘ) বহুঘরা নগদান
- উদ্দীপকের মতে-
i. ৬,৫০০ টাকা ক্রেডিট দিকে ব্যাংক কলামে বসবে
ii. ৫০০ টাকা ক্রেডিট দিকে বাট্টা কলামে বসবে
iii. ৭,০০০ টাকা শুধু ব্যাংক কলামে বসবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii✔
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
- উক্ত লেনদেনে পৃথ্বিকার হিসাবে-
ক) প্রাপ্ত বাট্টা ৫০০ টাকা✔
খ) প্রদত্ত বাট্টা ৫০০ টাকা
গ) প্রাপ্ত কমিশন ৫০০ টাকা
ঘ) প্রদত্ত কমিশন ৫০০ টাকা