রপ্তানি উন্নয়ন ব্যুরো সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৩
পদের নামঃ- সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর/ফটোগ্রাফার/কম্পিউটার অপারেটর/ইউডিএ কাম হিসাব রক্ষক/হিসাব সহকারী/সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর/অভ্যর্থনাকারী
পরীক্ষার তারিখঃ- ১৮.০৩.২০২৩
১. রচনা লিখুনঃ ‘বাংলাদেশের নদী দূষণের কারণ ও প্রতিকার”
২. অর্থসহ বাক্য গঠন করুন
(ক) সোনার পাথর বাটি (অসম্ভব বস্তু): পড়ালেখা না করলে পরীক্ষায় পাস তোমার কাছে সোনার পাথর বাটি হয়ে দাঁড়াবে।
(খ) ব্যাঙের আধুলী (অল্প অর্থের অহংকার): হাবিব ব্যাঙের আধুলি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে।
৩. এক কথায় প্রকাশ করুনঃ
(ক) যে শুনেই মনে রাখতে পারে= শ্রুতিধর
(খ) রক্ত দিয়ে রাঙ্গানো হয়েছে এমন = রক্তরঞ্জিত
৪. (ক) চা, চিনি কোন ভাষার শব্দ? = চীনা
(খ) “ইচ্ছা” বিশেষ্যর বিশেষণ কি? = ঐচ্ছিক
৫. সমার্থক শব্দ লিখুনঃ
ক) অদিতি = পৃথিবী, ধরণী
(খ) খড়গ = তরবারি, অসি
৬. শুদ্ধ করে লিখুনঃ
(ক) পিপিলীকা = পিপীলিকা
(খ) ইতিমোথ্যে = ইতোমধ্যে
৭. সন্ধি বিচ্ছেদ করুনঃ
(ক) সংসার = সম্ + সার
(খ) মনীষা = মনস্ + ঈষা
৮. Write a short essay on “Metro-rail in Dhaka City”
Ans: Metro Rail is a rapid railway system. It saves time and money for passengers living in big cities. Passengers can travel about 20 km in 40 minutes because this rail runs very fast. Steel or concrete is used to make a metro rail system. The government of Bangladesh has started building a metro rail system in Dhaka city. The aim is to save people from traffic jams. This project 15 a remarkable work of the current government. The construction work is going on, and it will end by 2022. Dhaka is a populated city, and traffic jams have become unbearable. It was a significant demand of people, and their dream will come true. This metro rail can carry more than 60,000 passengers at a time. The length of the Dhaka metro rail is 20 km, with 16 stations from Uttara to Motijheel. Still, the initial plan is to finish the 10 km long metro rail from Uttara to Agargaon. The metro rail has a significant impact on
the economy of Bangladesh because it will save Tk 200 billion every year. Mero rail is an environment- friendly transport system as it is Run by electricity. The Dhaka metro rail is a dream project for Dhaka city dwellers. The construction work is hampering their daily lives, but they are happy about this metro rail project. It will save time and money and free them from the hectic traffic jams of Dhaka city. The Dhaka Metro Rail is one of the most important projects in the history of Bangladesh. It will provide convenience to millions of commuters who live in the capital city.
৯. Translate the following:
(a) সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। = Time and tide wait for none.
(b) গতকাল আকাশে চাঁদ ছিল না। = There was no moon in the sky yesterday.
(c) আমি তাকে ধুমপান ত্যাগ করতে বলেছি। I have told him to give up smoking.
(d) ট্রেন না আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। = We have to wait till the train arrives.
(e) ব্যাপারটা আমাকে জানানো হয়েছিল। = The fact was communicated to me.
১০. Write sentences using the following phrases:
(a) Bone of contention: The main bone of contention is the temperature level of the air-conditioners
(b) Blue Moon: He comes here once in a blue moon.
১১. Correct the following words:
(a) Acomodation – Accommodation
(b) Milenium – Millennium
১২. Correct the following sentences:
(a) You are asked to copy this letter word.
– You are asked to copy this letter word by word.
(b) I wish I was a king!
– I wish I were a king!
১৩. Fill in the blanke:
(a) Four and four—————– eight. (makes)
(b) To understand it, read ———- the lines. (between)
(c) He put the proposal——— the chairman (before)
১৪. কোন আসল ৩ বছর সুদে-আসলে ৪৮৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫৪০ টাকা হয়৷ সুদের হার ও আসল নির্ণয় কর।
সমাধান:
আসল + ৫ বছরের সুদ = ৫৪০ টাকা
আসল + ৩ বছরের সুদ = ৪৮৪ টাকা
২ বছরের সুদ = ৫৬ টাকা
১ বছরের সুদ = ৫৬/২ টাকা = ২৮ টাকা
৩ বছরের সুদ = ২৮ * ২ টাকা = ৮৪ টাকা
আসল = ৪৮৪ – ৮৪ = 8০০ টাকা
৪০০ টাকার ৩ বছরের সুদ ৮৪ টাকা
১ ” ১ ” ” ৮৪/৪০০*৩
১০০ ” ১ ” ” (৮৪*১০০)/৪০০*৩ =৭ টাকা
সুদের হার ৭% ও আসল ৪০০ টাকা
১৫. ১টি খুঁটির অর্ধাংশ মাটির নিচে, এক-তৃতীয়াংশ পানির মধ্যে ও ১২ ফুট পানির উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত?
সমাধান: মনে করি সম্পূর্ণ খুঁটি = ১অংশ।
মাটির নীচে আছে = ১/২ অংশ।
পানির নীচে আছে = ১/৩ অংশ।
অতএব পানির উপরে আছে = {১-(১/২ + ১/৩)} অংশ = (১- ৫/৬}অংশ
= ১/৬ অংশ ।
শর্তানুযায়ী
১/৬ অংশ = ২ মিটার
১ অংশ =২ * ৬ মিটার = ১২ মিটার ৷
অতএব খুঁটিটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ১২ মিটার ৷ (উত্তর)
১৬. a+b=17 এবং ab = 60 হলে a-b = কত?
১৭. ৩০০০ টাকা মূল্যের একটি কাজ পৃথকভাবে মিতা ১০ দিনে এবং রিতা ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শেষ করলে কত দিন লাগরে এবং কে কত টাকা পাবে?
সমাধান: একত্রে ১ দিনে করে = অংশ
=
:. অংশ করে = ১ দিনে
:. ” “ = ৬ দিনে
মিতা পাবে = ৩০০০ এর ( x ৬) = ১৮০০ টাকা
রিতা পাবে = ৩০০০ – ১৮০০ = ১২০০ টাকা
১৮. সংক্ষিপ্ত উত্তর দিন:
(ক) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কোথায়?
উত্তরঃ- গাজীপুরের শ্রীপুরে
(খ) ইনসোমনিয়া কি
উত্তরঃ- ইনসোমনিয়া হচেছ অনিদা – একটি ঘুমের ব্যাধি যাতে মানুষের ঘুমে সমস্যা হয়। অনিদ্রা বা ইনসমনিয়ার রোগীদের ক্ষেত্রে ঘুমিয়ে পড়তে বা ইচ্ছামত ঘুমাতে অসুবিধা হয়। এক্ষেত্রে সাধারণত দিনের বেলায় ঘুম, কম শক্তি, খিটখিটে, এবং বিষন মেজাজ পরিলক্ষিত হয়।
(গ) “ইন্টারপোল” এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
উত্তরঃ- ফ্রান্সের লিও শহরে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ।
(ঘ) বাঙালির ম্যাগনা কার্টা কি?
উত্তরঃ- ছয় দফা
(ঙ) পারমানবিক চুল্লিতে কোন মৌল জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়?
উত্তরঃ- ইউরেনিয়াম
(চ) “Das Kapital” গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ- কাল মার্ক্স
(ছ) ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
উত্তরঃ- ১৬১০ সালে
(জ) NIPORT এর পূর্ণরূপ কি?
উত্তরঃ- NIPORT = National Institute of Population Research and Training
(ঝ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয় কত তারিখে?
উত্তরঃ- ১৫ মার্চ
(ঞ) বঙ্গ দর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে?
উত্তরঃ- সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।