নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও
বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন
ইতিহাস ১ম অধ্যায়
১. আমাদের দেশে মুক্তিযুদ্ধ কবে সংঘটিত হয়?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৬৯ সালে
ঘ. ১৯৭১ সালে
২. সত্য বিষয়/ঘটনা উপস্থাপন করে কোনটি?
ক. বাংলা
খ. ইতিহাস
গ. বিজ্ঞান
ঘ. দর্শন
৩. History শব্দটির বাংলা প্রতিশব্দ কী?
ক. ইতিহাস
খ. রাষ্ট্রবিজ্ঞান
গ. দর্শন
ঘ. মনোবিজ্ঞান
৪. ‘ইতিহাস’ শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
ক. ইতিহ
খ. ইত্তিহ
গ. ইতিকা
ঘ. ইতিম
৫. ‘ইতিহ’ শব্দের অর্থ কী?
ক. পুরনো কথা
খ. আগের দিনের কাহিনী
গ. কল্পকাহিনী
ঘ. ঐতিহ্য
৬. অতীতের ক্রমবিবর্তন ও ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ কী?
ক. ইতিহাস
খ. পৌরনীতি
গ. ভূগোল
ঘ. দর্শন
৭. বর্তমান সময়ের ইতিহাসকে কী বলা হয়?
ক. সমসাময়িক ইতিহাস
খ. বর্তমান ইতিহাস
গ. সাম্প্রতিক ইতিহাস
ঘ. সঠিক ইতিহাস
৮. ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন কে?
ক. হেরোডোটাস
খ. ই.এইচ. কার
গ. ড. জনসন
ঘ. র্যাপসন
৯. History শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
ক. History
খ. Histora
গ. Historica
ঘ. Historia
১০. হিস্টরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. ই.এইচ.কার
খ. ড. জনসন
গ. হেরোডোটাস
ঘ. র্যাপসন
ইতিহাস ২য় অধ্যায়
১১. আদিম যুগের মানুষ কিসের ব্যবহার জানত না?
ক. মোবাইলের
খ. কম্পিউটারের
গ. ইন্টারনেটের
ঘ. আগুনের
১২. রাজবংশের শাসন আমল প্রথম শুরু হয় কবে থেকে?
ক. খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দ থেকে
খ. খ্রিষ্টপূর্ব ৩১০০ অব্দ থেকে
গ. খ্রিষ্টপূর্ব ৩২০০ অব্দ থেকে
ঘ. খ্রিষ্টপূর্ব ৩৩০০ অব্দ থেকে
১৩. আদিম যুগের মানুষ কী জানত না?
ক. কৃষি
খ. ব্যবসায়
গ. লেখাপড়া
ঘ. রান্না করা
১৪. পাথর যুগের প্রথম পর্যায়কে কী বলা হতো?
ক. পুরোপলীয় যুগ
খ. নব্য যুগ
গ. আধুনিক যুগ
ঘ. বর্তমান যুগ
১৫. আদিম যুগের মানুষ কীভাবে পশু শিকার করত?
ক. কাঠের অস্ত্র দিয়ে
খ. বাঁশের অস্ত্র দিয়ে
গ. বালামের অস্ত্র দিয়ে
ঘ. পাথরের অস্ত্র দিয়ে
১৬. মিশরের সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
ক. ইজিপ্ট
খ. ইসিকা
গ. ইপ্তিকা
ঘ. ইসিপ্ট
১৭. মিশরের উত্তরে কী রয়েছে?
ক. লোহিত সাগর
খ. সাহারা মরুভূমি
গ. ভূমধ্যসাগর
ঘ. আফ্রিকা
১৮. মিশরের ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্যের ক্ষেত্রে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক. ব্রহ্মপুত্র নদ
খ. নীলনদ
গ. ইয়াংসিকিয়াং
ঘ. আমাজান
১৯. মিশরের আয়তন কত?
ক. প্রায় দু লাখ বর্গমাইল
খ. প্রায় তিন লাখ বর্গমাইল
ঘ. প্রায় চার লাখ বর্গমাইল
ঘ. প্রায় পাঁচ লাখ বর্গমাইল
২০. মিশরীয় সভ্যতা স্থায়ী হয়েছিল কয় বছর?
ক. ২৫০০ বছরেরও বেশি
খ. ২৬০০ বছরেরও বেশি
গ. ২৭০০ বছরেরও বেশি
ঘ. ২৮০০ বছরেরও বেশি
২১. মিশরীয় সভ্যতার গোড়াপত্তনের ক্ষেত্রে কার নেতৃত্ব সমর্থনযোগ্য?
ক. কাশেমের
খ. নেমেসের
গ. মেনেসের
ঘ. সেমেনের
ইতিহাস ৩য় অধ্যায়
২২. খ্রিষ্টীয় কত শতকের পূর্বপর্যন্ত সময়কে বাংলার প্রাচীন যুগ ধরা হয়?
ক. এগারো
খ. বারো
গ. তেরো
ঘ. চৌদ্দ
২৩. প্রাচীন যুগে বাংলার এ অঞ্চলগুলোকে সমষ্টিগতভাবে কী নাম দেওয়া হয়?
ক. সমতট
খ. বঙ্গ
গ. জনপদ
ঘ. হরিকেল
২৪. ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ?
ক. সময়ের
খ. বছরের
গ. যুগের
ঘ. শতাব্দীর
২৫. গুপ্ত যুগ শুরু হয় কত শতক হতে?
ক. প্রথম
খ. দ্বিতীয়
গ. তৃতীয়
ঘ. চতুর্থ
২৬. গৌড়ের উল্লেখ দেখা যায় সর্বপ্রথম কার গ্রন্থে?
ক. পাণিনির
খ. হেরোডোটাসের
গ. ইৎসির
ঘ. মিহিরের
২৭. গৌড় কিসের নাম?
ক. প্রাচীন যুগের
খ. প্রাচীন ইতিহাসের
গ. জনপদের
ঘ. বিখ্যাত ব্যক্তির
২৮. গৌড়দেশের অনেক শিল্প ও কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. বৈদিক সাহিত্যে
খ. মহাভারতে
গ. অর্থশাস্ত্রে
ঘ. পুরাণে
২৯. গৌড়ের নাগরিকদের বিলাসব্যসনের পরিচয় পাওয়া যায় কার গ্রন্থে?
ক. কৌটিল্যের
খ. ব্যাৎসায়নের
গ. পাণিনির
ঘ. হর্ষবর্ধনের
৩০. পাল রাজাদের আমলে কার নাম ডাক ছিল সবচেয়ে বেশি?
ক. গৌড়ের
খ. বঙ্গের
গ. পুণ্ড্রের
ঘ. হরিকেলের
৩১. উত্তর ভারতের কোন অঞ্চল গৌড়ের অন্তর্ভুক্ত ছিল?
ক. দক্ষিণ অঞ্চল
খ. পূর্ব অঞ্চল
গ. পশ্চিম অঞ্চল
ঘ. বিস্তীর্ণ অঞ্চল
৩২. গৌড়ের ভাগ্য পরিবর্তনের যথার্থ কারণ হলো-
ক. পাল সাম্রাজ্যের ভাগ্য পরিবর্তন
খ. উন্নত যন্ত্রপাতির আবিষ্কার
গ. সামাজিক পরিবর্তন
ঘ. সভ্যতার উৎকর্ষ সাধন
ইতিহাস ৪র্থ অধ্যায়
৩৩. কত শতকের মাঝামাঝি পাল বংশের পতন ঘটে?
ক. এগারো
খ. বারো
গ. তেরো
ঘ. চৌদ্দ
৩৪. বাংলায় সেন শাসন অব্যাহত ছিল কয় বছর?
ক. প্রায় এক শ বছর
খ. প্রায় দু শ বছর
গ. প্রায় তিন শ বছর
ঘ. প্রায় চার শ বছর
৩৫. বাংলার রাজনৈতিক জীবনের বিকাশ ঘটেছে কীভাবে?
ক. ধারাবাহিকভাবে
খ. পরিকল্পিতভাবে
গ. সাধারণভাবে
ঘ. বিচ্ছিন্নভাবে
৩৬. সেন রাজত্বের অবসান ঘটে কাদের হাতে?
ক. মুসলমানদের হাতে
খ. হিন্দুদের হাতে
গ. ইংরেজদের হাতে
ঘ. পর্তুগিজদের হাতে
৩৭. গুপ্তযুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচিত না হওয়ার যথার্থ কারণ হলো-
ক. তেমন শিক্ষিত লোক ছিল না
খ. তেমন কোনো উপাদান পাওয়া যায় নি
গ. তেমন কোনো ঘটনা পাওয়া যায় নি
ঘ. তেমন কোনো প্রয়োজন হয় নি
৩৮. ভারত আক্রমণ করেন কে?
ক. শশাঙ্ক
খ. পাটলিপুত্র
গ. গোপাল
ঘ. আলেকজান্ডার
৩৯. গ্রিক লেখকদের কথায় কী নামে বাংলাদেশে এক শক্তিশালী রাজ্য ছিল?
ক. সমতট
খ. চন্দ্রদ্বীপ
গ. গঙ্গারিডই
ঘ. বঙ্গ
৪০. পাটলিপুত্রের নন্দবংশীয় রাজার নাম কী?
ক. মগধাদি
খ. আলেকজান্ডার
গ. গোপাল
ঘ. শশাংক
৪১. উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় কার রাজত্বকালে?
ক. শশাঙ্কের
খ. গোপালের
গ. আলেকজান্ডারের
ঘ. সম্রাট অশোকের
৪২. সমগ্র বাংলা জয় করা হয় কার রাজত্বকালে?
ক. শশাঙ্কের
খ. গোপালের
গ. চন্দ্রগুপ্তের
ঘ. সমুদ্রগুপ্তের
৪৩. কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
ক. ৩২০ খ্রিষ্টাব্দ
খ. ৩২১ খ্রিষ্টাব্দ
গ. ৩২২ খ্রিষ্টাব্দ
ঘ. ৩২৩ খ্রিষ্টাব্দ
ইতিহাস ১০ম অধ্যায়
৪৪. ‘এনফিল্ড’ নিচের কোনটিকে সমর্থন করেছে?
ক. তলোয়ারের নাম
খ. পিস্তলের নাম
গ. অস্ত্রের নাম
ঘ. রাইফেলের নাম
৪৫. বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে কোথায়?
ক. রংপুরে
খ. দিনাজপুরে
গ. ব্যারাকপুরে
ঘ. মেদিনীপুরে
৪৬. কোন নীতি অনুযায়ী দত্তক পুত্র সম্পত্তির উত্তরাধিকারী হতে পারত না?
ক. স্বত্ববিলোপ
খ. সতীত্ব লোপ
গ. অধিক লোপ
ঘ. কর্তব্য লোপ
৪৭. ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার সাথে সাথে কিসের শোষণ বঞ্চনা শুরু হয়?
ক. সামাজিক
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক
ঘ. সাংস্কৃতিক
৪৮. মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসিত করা হয়?
ক. ভারতে
খ. মায়ানমারে
গ. পাকিস্তানে
ঘ. নেপালে
৪৯. সিপাহি বিদ্রোহের সময় ঢাকার বাহাদুর শাহ পার্কে কাদের লাশ ঝুলিয়ে রাখা হয়?
ক. পুলিশের
খ. বিডিআরের
গ. আনসরের
ঘ. সৈনিকের
৫০. বাংলার ইতিহাসে কিসের প্রভাব ছিল সুদূরপ্রসারী-
ক. বঙ্গভঙ্গের
খ. বঙ্গভঙ্গরদের
গ. স্বদেশি আন্দোলনের
ঘ. অসহযোগ আন্দোলনের
৫১. ১৯০৫ খ্রিষ্টাব্দে বাংলা ভাগ করেন কে? (অনুশীলনী-১)
ক. লর্ড কর্নওয়ালিস
খ. লর্ড কার্জন
গ. লর্ড চেমসফোর্ড
ঘ. লর্ড রিডিং
৫২. হিন্দু-মুসলিম সম্প্রদায়ের সম্প্রীতি চিরতরে নষ্ট হওয়ার যৌক্তিক কারণ কোনটি?
ক. স্বাধীনতাযুদ্ধ
খ. স্বদেশি আন্দোলন
গ. ফরায়েজি আন্দোলন
ঘ. বঙ্গভঙ্গ
৫৩. ভারতে বড়লাট লর্ড কার্জন কখন বাংলা ভাগ করেন?
ক. ১৯০৪ সালে
খ. ১৯০৫ খ্রিষ্টাব্দে
গ. ১৯০৬ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯০৭ সলে
৫৪. লর্ড কার্জন বাংলার কী সম্পর্কে সচেতন ছিলেন?
ক. সামাজিক সচেতনতা
খ. রাজনৈতিক সচেতনতা
গ. অর্থনৈতিক সচেতনতা
ঘ. সাংস্কৃতিক সচেতনতা