ক্রীড়া পরিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ০৭.০৭.২০১৯
১. আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন?
ক) এম. এ. জি. ওসমানী
খ) তাজউদ্দিন আহমদ
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান✔
ঘ) এ.কে ফজলুল হক
২. বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কোথায়?
ক) গোপালগঞ্জ
খ) সোহরাওয়ার্দী উদ্যান (রেসকোর্স ময়দান)
গ) গাজীপুর
ঘ) কুষ্টিয়ার মেহেরপুর✔
৩. রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত?
ক) পাবনা✔
খ) দিনাজপুর
গ) বরিশাল
ঘ) সিলেট
৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
ক) মাতামুহুরি
খ) করতোয়া✔
গ) যমুনা
ঘ) সাঙ্গু
৫. মিয়ানমার হতে যে নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কী?
ক) পদ্মা, নাফ, মাতামুহুরি
খ) সাঙ্গু, নাফ, মাতামুহুরি✔
গ) সাঙ্গু, নাফ, যমুনা
ঘ) মেঘনা, নাফ, সুরমা
৬. আমেরিকা গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট কে ছিলেন?
ক) জর্জ ওয়াশিংটন
খ) আব্রাহাম লিংকন✔
গ) থমাস জেফারসন
ঘ) অ্যান্ড্রু জ্যাকসন
৭. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক) ইংল্যান্ড
খ) ব্রাজিল
গ) কাতার✔
ঘ) আর্জেন্টিনা
৮. এবারের বিশ্বকাপের আয়োজক দেশ কারা?
ক) ইংল্যান্ড ও স্কটল্যান্ড
খ) ইংল্যান্ড ও ওয়েলস✔
গ) ইংল্যান্ড ও আয়ারল্যান্ড
ঘ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
৯. ‘আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি”-গানটির রচিয়তা কে?
ক) হুমায়ূন আহমদ
খ) আবদুল গাফ্ফার চৌধুরী✔
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) ইমদাদুল হক মিলন
১০. কোন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক) ১৮২১
খ) ১৯১১
গ) ১৯২১✔
ঘ) ১৯৩১
১১. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে?
ক) লর্ড কার্জন
খ) লুই আই কান
গ) লর্ড ক্লাইভ✔
ঘ) জর্জ হ্যারিসন
১২. ইতালির রাজধানীর নাম কি?
ক) রোম✔
খ) রিয়াদ
গ) কুয়ালালামপুর
ঘ) কলম্বো
১৩. OIC- এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক) ইসলামাবাদ
খ) জেদ্দা✔
গ) মক্কা
ঘ) দোহা
১৪. চীনের মুদ্রার নাম কী?
ক) রিংগিত
খ) দিনার
গ) লিরা
ঘ) আরএমবি✔
১৫. মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কত সালে?
ক) ১৯৭২
খ) ১৯৮২
গ) ১৯৯২
ঘ) ২০১৮
১৬. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
ক) হুমায়ূন আহমেদ
খ) রবীন্দ্রনাথ ঠাকুর✔
গ) কাজী নজরুল ইসলাম
ঘ) ইমদাদুল হক মিলন
১৭. কোন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি স্প্রেডশিট, ওয়ার্ড, এবং পাওয়ার পয়েন্টের মতো প্রোগ্রামগুলোকে তৈরি করেছে?
ক) IBM
খ) Apple
গ) Dell
ঘ) Microsoft✔
১৮. কোনটি স্প্রেডশিট সফটওয়্যার ?
ক) Excel✔
খ) SQL
গ) Power Point
ঘ) Visual Studio
১৯. LAN – এর পূর্ণরুপ কী?
ক) Local Area Network✔
খ) Local Action Network
গ) Local Active Network
ঘ) Local Auction Network
২০. Ctrl + I কী -বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
ক) Font সাইজ ছোট করা হয়
খ) Centering করা হয়
গ) Font সাইজ বড় করা হয়
ঘ) কোনোটিই নয়✔
২১. Ctrl +B কী বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
ক) Font সাইজ ছোট করা হয়
খ) Font সাইজ বড় করা হয়✔
গ) Bold করা হয়
ঘ) Copy করা হয়
২২. Ctrl +C কীব বোর্ড কমান্ড দিয়ে কী করা হয়?
ক) Font সাইজ ছোট করা হয়
খ) Font সাইজ বড় করা হয়
গ) Ctrl + C করা হয়
ঘ) Copy করা হয়✔
২৩. একটি কম্পিউটারের ব্যবহৃত ক্ষুদ্রতম মেমোরি কী?
ক) ডিস্ক ড্রাইভ✔
খ) কী -বোর্ড
গ) মনিটর
ঘ) রেজিস্টার
২৪. কম্পিউটারের কোন অংশ তথ্য সংরক্ষণ করতে সাহায্য করে?
ক) ডিস্ক ড্রাইভ✔
খ) কী -বোর্ড
গ) মনিটর
ঘ) প্রিন্টার
২৫. মাউস কী রকম ডিভাইস ?
ক) ইনপুট ডিভাইস✔
খ) আউটপুট ডিভাইস
গ) অভ্যন্তরীণ ডিভাইস
ঘ) বহিরাগত ডিভাইস
২৬. ১ থেকে ২০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
ক) ৭ টি
খ) ৮টি✔
গ) ৯টি
ঘ) ১০ টি
২৭. ৬ টি পরপর সংখ্যা দেওয়া আছে। যদি প্রথম ৩ টি সংখ্যার যোগফল ১৮৩ হয় ,তবে শেষ ৩টি সংখ্যার যোগফল কত?
ক) ১৯০
খ) ১৯৯
গ) ১৯২✔
ঘ) ২০২
২৮. কোন সম্পত্তির ৮/৫ অংশের মূল্য ১,২০,০০০ টাকা হলে সমুদয় সম্পত্তির মূল কত?
ক) ২,২৭,০০০ টাকা
খ) ১,৯২,০০০ টাকা
গ) ৭৫,০০০ টাকা
ঘ) ৫৭,০০০ টাকা✔
২৯. এক ব্যক্তি মাসিক বেতনের ১/৪০ অংশ মহার্ঘ্য ভাতা পান। তাঁর মাসিক বেতন ১৬০০ টাকা হলে, তাঁর মহার্ঘ্য ভাতা কত?
ক) ৩০ টাকা
খ) ৪ টাকা
গ) ৪০ টাকা✔
ঘ) ৮০ টাকা
৩০. ২ টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে, বৃহত্তম সংখ্যাটি কত?
ক) ৬০
খ) ৭০✔
গ) ৮০
ঘ) ৯০
৩১. √0.000009=কত?
ক) 0.03
খ) 0.3
গ) 0.003✔
ঘ) 0.0003
৩২. ১ টি মোবাইল ৭২০০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। মোবাইলটির ক্রয়মূল্য কত?
ক) ৭০০০ টাকা
খ) ৬০০০ টাকা✔
গ) ৫৫০০ টাকা
ঘ) ৫০০০ টাকা
৩৪. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
ক) ২৩
খ) ২৫✔
গ) ২৭
ঘ) ৩৩
৩৫. বার্ষিক ৬.৫% হারে সাধারণ সুদে ৭৫০ টাকায় ৪ বছরের সুদ কত?
ক) ১৯৮ টাকা
খ) ১৯৭ টাকা
গ) ১৯৫ টাকা✔
ঘ) ১৯৯ টাকা
৩৬. a +b = 6, এবং a-b=4 হলে, ab এর মান কত?
ক) 2
খ) 5✔
গ) 3
ঘ) 4
৩৭. ৭,১৪,২৮, ৫৬…… ক্রমধারার পরবর্তী সংখ্যাটি কত?
ক) ৫৮
খ) ৮৪
গ) ১১২✔
ঘ) ১২০
৩৮. একটি পণ্য ২০% ক্ষতিতে ৫৫২ টাকায় বিক্রয় করা হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
ক) ৬৪২
খ) ৬৯০✔
গ) ৬০০
ঘ) ৫৮০
৩৯. ১৫ টি গরুর মূল্য ৫ টি ঘোড়ার মূল্যের সমান । ২ টি ঘোড়ার মূল্য ৩,০০০ টাকা হলে ১ টি গুরুর মূল্য কত?
ক) ৬০০ টাকা
খ) ৬৫০ টাকা
গ) ৫০০ টাকা✔
ঘ) ৭০০ টাকা
৪০. পিতা ওপুত্রের বয়সের গড় ৪৫ বছর। আবার পিতা , মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
ক) ২০ বছর
খ) ১৪ বছর
গ) ১৮ বছর✔
ঘ) ১৬ বছর
৪১. নিচের কোন বাগধারাটির অর্থ ভিন্ন?
ক) অহিনুকুল সমন্ধ
খ) আদায় কাঁচকলায়
গ) তাসের ঘর✔
ঘ) সাপে নেউলে
৪২. ”অনুকরণ করার ইচ্ছ’-কে এককথায় কী বলে?
ক) অপচিকীর্ষা
খ) জিঘাংসা
গ) অনুচিকীর্ষা
ঘ) অনুচিন্তা
৪৩. ‘চাপে পড়ে কাবু হওয়া ‘ এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
ক) অকাল কুষ্মাণ্ড
খ) চোরে না শোনে ধর্মের কাহিনি
গ) ঠেলার নাম বাবাজি✔
ঘ) রাবণের চিতা
৪৪. ‘দিতে হবে ‘ -কে এক কথায় কী বলে?
ক) ভূতপূর্ব
খ) দেয়✔
গ) জিতনিদ্র
ঘ) অনাদান্ত
৪৫. ‘সংযম ‘ শব্দের সন্ধি বিচ্ছেদ কী?
ক) সং + যম
খ) সম + যম
গ) সম্ + যম✔
ঘ) সৎ + যম
৪৬. ‘মালা’ শব্দের স্ত্রীলঙ্গ কোনটি?
ক) মালিকা✔
খ) মালী
গ) মালীনী
ঘ) মালিনী
৪৭. নিচের কোনটির বানান সঠিক ?
ক) পনঃরুজ্জীবন
খ) পুনরুজ্জীবন
গ) পূনরুজ্জীবন✔
ঘ) পূনরুজ্জীবন
৪৮. নিচের কোনটি সঠিক বানান?
ক) বাষ্পীয়✔
খ) বাষ্পীয়
গ) বাষ্পিয়
ঘ) বাস্পিয়
৪৯. ‘অবনত’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) সংশয়
খ) ঊষা
গ) ছায়ালোক
ঘ) উন্নত✔
৫০. ‘ঝুনা’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) কচি✔
খ) নাগ
গ) করী
ঘ) নাগ
৫১. Like priest , Like pupil এর বাংলা প্রবচন কোনটি?
ক) যেমন কর্ম তেমন ফল
খ) যেমন গাওয়া তেমন পাওয়া
গ) যেমন শুরু তেমন চলা✔
ঘ) যেমন কুকুর তেমন মুগুরউ
৫২. ‘চায়ের বাগান’ কোন সমাস?
ক) কর্মধারয় সমাস
খ) সংখ্যাবচাক সমাস
গ) ষষ্ঠী তৎপুরুষ সমাস✔
ঘ) দ্বিগু সমাস
৫৩. ‘ওখানে যাস না’ – কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
ক) প্রার্থনা
খ) উপদেশ✔
গ) অভিশাপ
ঘ) আদেশ
৫৪. নিচের কোন শব্দটির কোনো পুরুষবাচক শব্দ নেই?
ক) কামারনী
খ) সতীন✔
গ) ননদ
ঘ) অভিসারিণী
৫৫. নিচের কোনটি সঠিক বানানযুক্ত শব্দ ?
ক) Comission
খ) Comeasion
গ) Commission✔
ঘ) Commision
৫৬. নিচের কোনটি সঠিক বানানযুক্ত শব্দ?
ক) Hipopotamous
খ) Hippopotanous
গ) Hippopotamus✔
ঘ) Hipopotamus
৫৭. Himel stared … me.
ক) at✔
খ) of
গ) to
ঘ) about
৫৮. Her speech is void ….. any meaning .
ক) at
খ) to
গ) of✔
ঘ) with
৫৯. I don’t care …… your opinion.
ক) at
খ) of✔
গ) to
ঘ) about
৬০. Optimize শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) Hopeful
খ) Positive
গ) Pessimistic✔
ঘ) Confident
৬১. Optimistic -শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) Hopeful
খ) Positive
গ) Pessimistic✔
ঘ) Confident
৬২. ‘Prohibit ‘ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক) Forbid
খ) Permit✔
গ) Bar
ঘ) Prevent
৬৩. Quite – এর সমার্থক শব্দ কোনটি?
ক) God
খ) Noisy
গ) Silent✔
ঘ) Attractive
৬৪. Notorious – এর সমার্থক শব্দ কোনটি?
ক) Praiseworthy
খ) Infamous✔
গ) Notable
ঘ) Popular
৬৫. আন্ডারলাইযুক্ত শব্দের অর্থের প্রকাশ করে কোনটি? Karim really takes after his grandmother.
ক) Takes care
খ) Looks after✔
গ) Rambles
ঘ) Loves
৬৬. আন্ডারলাইনযুক্ত শব্দের অর্থের প্রকাশ করে কোনটি? Please look into the matter –
ক) Take care of
খ) Investigate✔
গ) Praise
ঘ) Observe
৬৭. কোনটি সঠিক বাগধারা।
ক) In accordance of
খ) With accordance to
গ) In accordance with✔
ঘ) On accordance of
৬৮. কোনটি ‘ In view of the fact that ‘ বাগধারার অর্থ প্রকাশ করে।
ক) Frequently
খ) Because✔
গ) Seldom
ঘ) Even though
৬৯. কোনটি ‘In a very few class ‘ বাগধারার অর্থ প্রকাশ করে।
ক) Frequently
খ) Even though
গ) Seldom✔
ঘ) If seldom ever
৭০. কোনটি সঠিক বাক্য ?
ক) He looks excellently
খ) He looks good
গ) He looks well✔
ঘ) He looks goodly.
আরো পড়ুনঃ-
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২০
- শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউড উপজেলা/আরবান প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২০
- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সাব-রেজিষ্টার পদে বাছাই পরীক্ষার প্রশ্ন সমাধান -২০১৬
- রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- ১৯ ই নভেম্বরের ২০২১ ৫টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান একসাথে পিডিএফ ডাউনলোড
- গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ এর সহকারী ব্যবস্থাপক পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২১
- ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম এর ফিল্ড অফিসার নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০১৯
- বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯
- বেসিক ব্যাংক লিমিটেড এর সহকারী ব্যবস্থাপক পদের প্রশ্ন সমাধান ২০১৮
- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা (BEZA) নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান ২০১৮
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান -২০২০
- কারিগরি শিক্ষা অধিদপ্তর ক্যাশ সরকার মেসেঞ্জার পিয়ন, অফিস সহায়ক, প্রশ্ন সমাধান-২০২১
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।