বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) নিয়োগ
পরীক্ষার প্রশ্ন সমাধান
সমাধান নিম্নে প্রদত্ত হল:-
বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ( বিওএফ ) ।
গাজীপুর সেনানিবাস , গাজীপুর ।
লিখিত পরীক্ষা – ২৫ অক্টোবর ২০১৯
পদের নামঃ টেকনিক্যাল হেলপার
পূর্ণমান – ৫০ সময়ঃ ১০টা – ১১টা = ০১ ঘন্টা
বাংলা – ১০
বিপরীত শব্দ লিখুনঃ ০ . ৫x৪ = ২
ক । দুর্লভ
খ । বিজয়
গ । লেজ
ঘ । অর্থ
উত্তর:- দুর্লভ-সুলভ, বিজয়-অজয়, লেজ-মাথা, অর্থ-অনর্থ।
তিনটি করে সমার্থক শব্দ লিখুনঃ ১x৩ = ৩
ক । ইতি
খ । মেঘ ।
গ । চতুর
উত্তর:- ইতি- অবসান, যবনিকা, অন্তিম, শেষ।
মেঘ-জলধর, জীমৃত, বারিদ, নীরদ , পয়োদ, ঘন, অম্বুদ, তায়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।
চতুর-জ্ঞান, দক্ষ, অবগতি, বুদ্ধিমান, জ্ঞানবান্, চতুর, চালাক, সজ্ঞান, বোদ্ধা, প্রজ্ঞ ইত্যাদি।
৩। লিঙ্গ পরিবর্তন করুনঃ ০ . ৫x৪ = ২
ক । খান
খ । শ্রোতা
গ । মলিন
ঘ । অজ
উত্তর:- খান-খানম, শ্রোতা-শ্রোতৃ, মলিন-মলিনা, অজ-অজা
৪ । সন্ধি বিচ্ছেদ করুনঃ ১ * ৩ = ৩
ক । উন্নতি
খ । অতীত |
গ । মহেন্দ্র
উত্তর:- উন্নতি=উৎ+নতি, অতীত=অতি+ইত, মহেন্দ্র =মহা+ইন্দ্র।
অংক – ১০
x + 1/x = root 2 হলে , x2 + 1/x^2 এর মান কত ?
সমাধান:-
x+1/x =root 2
(x)^2 + (1/x)^2
=(x+1/x)^2 -2.x.1/x
=(root 2)^2-2
=4-2=2 ans.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট রশিকে ৩ঃ৭ঃ১০ ভাগ করলে টুকরাগুলাের দৈর্ঘ্য কত ?
সমাধান:-
অনুপাত গুলোর যোগফল=৩+৭+১০=২০
এখানে, ২০ ভাগের দৈর্ঘ্য ৬০ মি.
অতএব, ১ ভাগের দৈর্ঘ্য ৬০/২০=৩ মিটার
তাহলে, প্রথম অনুপাত ৩ ভাগের দৈর্ঘ্য =৩*৩=৯মি.
অনুরুপ, ক্রমানুসারে ২১, ৩০ মি.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ঃ২ হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত ?
সমাধান:-
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, πr^2
সুতরাং, ৩ ব্যাসার্ধের ক্ষেত্রফল = ৩.১৪১৬*৯
=২৮.২৭ বর্গ একক
এবং, ২ ব্যাসার্ধের ক্ষেত্রফল= ৩.১৪১৬*৪
=১২.৫৬ বর্গ একক
সুতরাং, ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত= বড় ভাগ ছোট
= ২৮.২৭/১২.৫৬=২.২৫০
তাহলে,ক্ষেত্রফলের অনুপাত লিখতে পারি =২.২৫ঃ১ = ৯ঃ৪.
x2 – 7x + 12 – কে উৎপাদকে বিশ্লেষণ করুন ।
= x^2 -4x-3x+12
=x(x-4)-3(x-4)
=(x-3)(x-4).
ইংরেজী – ১০
নিচের Verb গুলাের Past Participle লিখুনঃ ০ . ৫x৪ = ২
ক । Win-Won খ । Borrow-Borrowed গ । Speak-Spoken ঘ । Ring-Rung
১০ । লিঙ্গ পরিবর্তন করুনঃ ০ . ৫x৪ = ২
ক । Pea – cock <> Peahen খ । Infant <>Infant-girl গ । Author <> Authoress ঘ । Bee <> Drone
১১ । শুন্যস্থান পূরণ করুনঃ ১x৩ = ৩
ক । The student is busy …….. his desk . Ans:- With
খ । Beware . . . . . . . . thieves . Ans:- of
গ । He lives . . . . . . . . . . . . . . . Dhaka. Ans:- in.
বঙ্গানুবাদ করুনঃ
ক । In broad day light = দিবালোক মধ্যে।
খ । Lay man = অ-বিশেষজ্ঞ , সাধারন লোক।
গ । In other word = অর্থাৎ, অন্য কথায়।
সাধারণ জ্ঞান – ১০
নিচের প্রশ্নগুলাের উত্তর লিখুনঃ ১x১০ = ১০
ক । ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ? উ:- বুড়িগঙ্গা।
থ । পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি ? কক্সবাজার সমুদ্রসৈকত, ১২০কিমি।
গ । বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী আব্দুস সালাম কোন দেশের নাগরিক ? উ:- পাকিস্তান।
ঘ । ময়নামতি কোন জেলায় অবস্থিত ? উ:- কুমিল্লা।
ঙ। কত তারিখে জাপানের হিরােশিমা নগরীতে পারমানবিক বােমা ফেলা হয় ? উ:- ৬ আগস্ট, ১৯৪৬ সালে।
চ । রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নােবেল বিজয়ী হন ? উ:- ১৯১৩ সালে।
ছ । CNG এর পূর্ণরুপ কি ? উ:- Compressed Natural Gas.
জ । সােনা মসজিদ কোন জেলায় অবস্থিত ? উ:- চাপাইনবাবগন্জ।
ঝ । রাশিয়ার মুদ্রার নাম কি ? উ:- রুশ রুবল।
ঞ। ভাওয়াল জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত ? উ:- গাজীপুর।
বিভাগীয় প্রশ্ন – ১০
১৪ । লুব্রিকেন্টস বলতে কি বুঝায় ? মেশিন অথবা ইঞ্জিনে উহা ব্যবহারের কারণ কি ?
উত্তর:- লুব্রিকেন্ট্স হচ্ছে পিচ্ছিলকারক। যেটা রুক্ষ পৃষ্ঠে ঘর্ষণে ক্ষয় এবং তাপ রোধ করে।
আর এই পিচ্ছিলকারক লুব্রিকেন্টস ইন্জিনে ব্যাবহারের ফলে অভ্যন্তরীণ ঘর্ষণে তাপ, ক্ষয়, অপচয় রোধ হয়। ফলে ইন্জিনের কার্যকারিতা বৃদ্ধি পায়।
১৫ । অপিটক্যাল ফাইবার কি ? উহা কি কি কাজে ব্যবহার করা হয় ?
উত্তর:- অপটিক্যাল ফাইবার(ইংরেজি: Optical fiber) একধরনের পাতলা, স্বচ্ছ তন্তু বিশেষ, সাধারণত কাঁচ অথবা প্লাস্টিক দিয়ে বানানো হয়, যা আলো পরিবহনে ব্যবহৃত হয়। আর এ আলোক পরিবহন মাধ্যমে দুর দুরান্তে তথ্য ও তত্ত আদান প্রদানে ব্যাবহার হয়।
অপটিক্যাল ফাইবার দিয়ে লম্বা দুরত্বে অনেক কম সময়ে বিপুল পরিমাণ তথ্য পরিবহন করা যায়। অপটিক্যাল ফাইবারের আরো অনেক সুবিধার মধ্যে উল্লেখযোগ্য হলো- এই ব্যবস্থায় তথ্য পরিবহনে তথ্য ক্ষয় কম হয়, তড়িৎ-চুম্বকীয় প্রভাব থেকে মুক্ত ইত্যাদি।
অপটিক্যাল ফাইবার সাধারণত টেলিযোগাযোগের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হচ্ছে। এছাড়া আলোকসজ্জা, সেন্সর ও ছবি সম্পাদনার কাজেও বর্তমানে ব্যবহৃত হচ্ছে।
১৬ । ক্যাপাসিটর কি ? উহা কত প্রকার ও কি কি ?
উত্তর:- ক্যাপাসিটর (Capacitor) বা ধারক হচ্ছে মূলত বৈদ্যুতিক চার্জ সঞ্চয় করে রাখে ক্ষণিকের জন্য।
এর একক ফ্যারাডে।
ক্যাপাসিটর এর প্রকার গুলো হলো:-
- i) Electrolytic Capacitor
- ii) Ceramic Capacitor
iii) Variable Capacitor.
১৭ । নিচের প্রশ্নগুলাের পূর্ণরুপ লিখুনঃ
ক। Www
খ। CPU
গ। LAN
উত্তর:-
Www- World Wide Web.
CPU- Central Processing Unit.
LAN- Local Area Network.