৪ ১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের সমাধান
পিডিএফ ডাউনলোড
৪৩ তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
41st BCS Preliminary Question Solution 2021
পুরো প্রশ্ন পিডিএফ আকারে ডাউনলোড করতে
এখানে ক্লিক করুন
৪১ তম বিসিএস লিখিত পরীক্ষার ইংরেজি ১ম পত্র ও ২য় পত্রের প্রশ্ন
Book Detail
Book/Note Name | 41st BCS Preliminary Question Solution |
Author | |
Publisher | |
Total pages | 11 |
Categories | Book Download |
PDF Quality | High |
Size | 1.24 MB |
Downloading status | FREE | Buy This Full Book |
📝 সাইজঃ- 1.24 MB
📝 পৃষ্ঠা সংখ্যাঃ 11
বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ 🕮 দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।
Direct Download
Click Here
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।
আজকে অনুষ্ঠিত ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার বাংলাদেশ বিষয়াবলী অংশের সমাধান
১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি
= ২৫
২। বাংলাদেশের সর্ব দক্ষিণে
= সেন্টমার্টিন
৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য
= ৫টি
৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ?
= বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৫। কে বীরশ্রেষ্ঠ নয়
= মুন্সি আব্দুর রহিম
৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয়
= ৭ মার্চ ১৯৭৩
৭। প্রান্তিক হৃদ কোথায়
= বান্দরবান
৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে
= ২২-২৪ ফেব্রুয়ারি
৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়
– ২৩মে ১৯৭৩
১০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল না
= বিচার ব্যবস্থা
১১। মাৎসনায় বাংলার কোন সময়কাল
= ৭ম-৮ম
১২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়
=আলাউদ্দিন হোসেন শাহ
১৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে
= নওয়াব আব্দুল লতিফ
১৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী
= খাজা নাজিমউদ্দিন
১৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায়
= খাগড়াছড়ি
১৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা
= লক্ষণ সেন
১৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম
= পুণ্ড্র
১৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়
= সন্তোসে
১৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়
= ১১ এপ্রিল, ১৯৭১
২০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য ন
= ৭ (খ)
২১। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয়
= তত্তাবধায়ক সরকার
২২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়
= ৪র্থ
২৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায়
= গারো
২৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয়
= IMF –এর বেইল আউট প্যাকেজ
২৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়
=শশাঙ্ক
২৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন
= সম্রাট পঞ্চম জর্জ
২৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয়
=মুঘল আমলে
২৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে
= জাবেদ করিম
২৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে
= ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
৩০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
আজকে অনুষ্ঠিত ৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার আন্তর্জাতিক অংশের সমাধান
১। টি আই যে দেশের সংস্থা
= জার্মানি
২। Weapon of Mass Destruction (WMD)
৩। ক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ
= ডেনমার্ক
৪। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ?
= জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড
৫। রোহিঙ্গা গণহত্যার মামলা করে
= গাম্বিয়া
৬। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে
= সিয়েরা লিওন
৭। জাতিসংঘ নামকরণ করে
= রুজভেল্টে
৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য
= তুরস্ক
৯। ন্যাটো কবে প্রতিষ্ঠতি হয়
= ১৯৪৯
১০। জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর
= এঞ্জেলা মারকেল
১১। শান্তিতে নোবেল -২০১৯ যে কারণে
= ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি
১২। রোহিঙ্গা গণহ্যার রায়ে
= চারটি নির্দেশনা
১৩। ইনকা সভ্যতা
= দক্ষিণ আমেরিকা
১৪। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান
= ভিয়েতনাম
১৫। মুদ্রা তহবিল
= ১৯৪৪
১৬। ফিনল্যান্ডের কলোনী ছিল
= সুইডেন
১৭। এশিয়া – আফ্রিকাকে পৃথককারী প্রণালি
– বাব এল মানদেব
১৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী
= ১৯১২
১৯। করোনাকে প্যানডেমিক ঘোষণা
= বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২০। ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োগন
= ১৯৯১
41 BCS এর ইংরেজি অংশের সমাধান!!!
1″ To win a prize” is my ambition.
Ans: Noun Phrase.
2) Give Somobody a piece of your mind means to….
Ans: tell someone that you are very angery with them.
3) Chose the word opposite in meaning to ‘terse’
Ans: detailed
4) What is the noun form of the word ‘Know’
Ans: Knowledge
5) I shall help you ‘provided’ you obey me
Ans:Conjunction
6) Identify the concert spelling
Ans:questionnaire
7) Find out the correct passive from of the sentence. Who taught you French?
Ans: By whom were you taught French?
8) A string of pearls was not so bright as teeth.
Ans: Her teeth were brighter than a string of pearls.
9) Which one is a correct sentence?
Ans: the doctor examined pulse
10) I will not let you go. In this sentence ‘go’ is a/an
Ans: Infinitive
11) When Ushashi entered…….. the room everybody stopped talking.
Ans: No preposition required
12) Which ‘but’ is a preposition
Ans: It is but right to admit our faults.
13) Identify the word that can be used as both singular and plural.
Ans: Fish
14) The old man was tired of walking. Here walking is a/an
Ans: Gerund
15) Call me if you have any problems regarding your work. Here ‘ regarding ‘ is a/an
Ans: Preposition
16) ‘Come on, it’s time to go home. Here home is a/an
Ans : Adverb
17) Huffing an puffing, we arrived at the classroom door with only seven seconds to spare. ‘ In this sentence the word ‘arrived ‘ is
Ans: Intransitive
18) Which one of the following is common gender?
Ans: sovereign
19) Who’s that? In this sentence that is a/an
Ans: Pronoun
20) One whose attitude is eat, drink and be merry.
Ans: epicurean.
৪১ তম বিসিএস গণিত এর প্রশ্ন সমাধানঃ
61. 80 degree
62. 60
63. 6x
64. -2
65. 4/33
66. -4
67. m=2, n=20
68. 5%
69. 11 /1/9
70. 27√3
71. 6/13
72. 25/144
73. 968
74. 2
75. 1/22
৪১তম বিসিএস প্রিলি পরীক্ষার বাংলা অংশের সমাধান
১। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস
= চোখের বালি
২। জেল জীবন কেন্দ্রিক উপন্যাস
= গঙ্গা
৩। ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের ব্যাকের উদাহরণ
= ভাববাচ্য
৪। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত
= সমরেশ বসু
৫। পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা
= সৈয়দ শামসুল হক
৬। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা
= স্মৃতিস্তম্ভ
৭। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের
=নির্দেশাত্মক
৮। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নমই
= বাক্যতত্ত্ব
৯। কোন বানানটি শুদ্ধ
= মনঃকষ্ট
১০। প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয়
= তদ্ধিত
১১। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ
= ফলা
১২। পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল
= দাশরথি
১৩। চারণকবি হিসেবে বিখ্যাত কে ?
= মুকুন্দদাস
১৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
= চারুলতা
১৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ
= শশব্যস্ত
১৬। অপিনিহিতির উদাহরণ কোনটি
= আজি> আইজ
১৭। কুসীদজীবী বলতে বোঝায়
= সুদখোর
১৮। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি
= আলুনি
১৯। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
= রামচন্দ্র বিদ্যাবাগীশ
২০। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান
= সৈয়দ শামসুল হক
২১। সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ?
= হুমায়ুন আজাদ
২২। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
= কী চাহ হে শঙ্কচিল
২৩। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ?
= নাঢ়াই – শওকত আলী
২৪। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ?
= বিশেষ বাঁশি
২৫। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয় । উপন্যাসটির নাম কী ?
= ১৯৭১
২৬।সোমেত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে
= সমর্থ
২৭। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ?
= অক্ষর
২৮। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন
= ক্লিনটন বি সিলি
২৯। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে
= বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’ ।
৩০। চর্যাপদের টীকাকারের নাম কী ?
= মুনিদত্ত
৩১। কোন বানানটি শুদ্ধ ?
= স্বত্ব
৩২। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস
= চিলেকোটার সিপাই ।
৩৩। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে
= শ্রীচৈতন্যদেব
৩৪। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়
= কুষ্ঠিয়া জেলা র কুমার খালী
৩৫। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ?
= বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।