বিসিএস প্রস্তুতি বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধান
- উপজাতির সংখ্যা—৫০
- উপজাতীয় প্রতিষ্ঠান আছে– ৩টি
- মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া
- মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া ও সাঁওতাল
- পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং
- উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান- ৩টি
- উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে)
- ট্রাইবাল কালচারাল ইন্সটিটিউট- রাঙামাটি
- ট্রাইবাল কালচার একাডেমি- দিনাজপুর
- পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি
- ত্রিপুরাদের কাছে বর্ষবরণ–বৈসু
- মারমাদের কাছে বর্ষবরণ–সাংগ্রাইং
- চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
- একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং (বীর বিক্রম)
- ইউ কে চিং ছিলেন—মারমা উপজাতি ।
- শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা
- শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান- জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারাম (সন্তু লারমা)
- জনসংখ্যায় সবচেয়ে বেশি – চাকমা ।
- ‘চাকমা’ শব্দের অর্থ—মানুষ ।
- চাকমা –চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান (চট্টগ্রামের খাবার)
- চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭)
- চাকমাদের কাছে বর্ষবরণ—বিঝু নামে পরিচিত ।
- জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল
- সাঁওতাল বাস করে–রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর
- সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)
- সবচেয়ে বেশি উপজাতি বাস করে–পার্বত্য চট্টগ্রামে ।
- পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১৩টি
- পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো
- রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে
- ত্রিপুরা বা টিপরা বাস করে–খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি (খাবার)
- লুসাই–খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি (খাবার)
- মগ–খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী (মগরা খাবার পটু)
- মারমা–বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী (মারমা বান্দর কক্স পটু)
- রাখাইন — কক্সবাজার ও পটুয়াখালী (রাখাইন কক্স পটু)
- রাখাইনরা বেশি বাস করে–পটুয়াখালীতে ।
- খুমী–বান্দরবানের লামা, রুমা ও থানচি থানায়
- পাংখো—বান্দরবান
- মুরং/ম্রো—বান্দরবান
- বনজোগী–বান্দরবানের গহীন অরণ্যে
- চক–বান্দরবানের লামা থানায়
- তঞ্চংগা—রাঙামাটি
- কুকি—রাঙামাটি
- খ্যাং–রাঙামাটির কাপ্তাই ও রাজস্থালী
- মণিপুরীরা বাস করে- সিলেটে
- মণিপুরী নৃত্য- সিলেটের
- গারো জাতির লোকদের প্রধান ধমীর্য় ও সামাজিক উৎসব—ওয়ানগালা ।
- গারো–ময়মনসিংহ, নেত্রকোনা , শেরপুর ও টাঙ্গাইল (মনেশেটা)
- হাজং–ময়মনসিংহ ও নেত্রকোনা , শেরপুর ও টাঙ্গাইল (মনেশেটা)
- হদি–নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বারহাট্টায়
- হাদুই–নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বিরিশিরি
- রাজবংশী—রংপুর
- ওঁরাও–বগুড়া ও রংপুর
- মণিপুরী –সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ।
- খাসিয়া–সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে ।
- মণিপুরী, খাসিয়া –সিলেট
- বাওয়ালী—সুন্দরবন
- মৌয়ালী –সুন্দরবন।
- বঙ্গবন্ধু হত্যা মামলার বাদী কে ছিলেন?
উত্তরঃ এম মহিতুল ইসলাম
- বঙ্গবন্ধু পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন কত সালে?
উত্তরঃ ১৯৫৫
- মুক্তিযুদ্ধের সময় আওয়ামীলীগের মুখপাত্র ছিল সাপ্তাহিক “বাংলার বাণী” ,এর সম্পাদক ছিলেন কে ?
উত্তরঃ শেখ ফজলুল হক মনি
- অপারেশন ক্লোজডোর কী ?
উত্তরঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পরিচালিত অভিযান
- মুক্তিযুদ্ধের সময় “বেঙ্গল টাইগার ” হিসেবে পরিচিত কে ?
উত্তরঃ বঙ্গবীর কাদের সিদ্দিকী
- কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য “বীরপ্রতীক” খেতাব লাভ করেন ?
আব্দুস সাত্তার
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কত সালে সরকারি গেজেটের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের খেতাব প্রদান করেন?
উত্তরঃ ১৫ ডিসেম্বর ১৯৭৩
- জাতীয় সংসদ এ স্থায়ী কমিটি কয়টি??
উত্তরঃ ৫০
- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহ
- বঙ্গবন্ধু কত বিঘা পর্যন্ত জমির খাজনামুক্ত করেছিলেন ?
২৫ বিঘা পর্যন্ত
- “জাতীয় বীজ পরীক্ষাগার” কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর ( নোট:বাংলাদেশের একমাত্র আঞ্চলিক বীজ পরীক্ষাগার ঈশ্বরদী, পাবনায় অবস্থিত।)
- ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তরঃ ৩য়
- “রাষ্ট্রপতি কৃষি পুরস্কার” / বঙ্গবন্ধু কৃষি পুরস্কার কবে প্রবর্তন করা হয়?
উত্তরঃ ১৯৭৩ । নোট : দেয়া হয় ১৯৭৬।
- দেশের বাইরে বাংলাদেশ প্রথম কোথায় জমি লিজ নিয়ে কৃষি কাজ শুরু করেছে ?
উত্তরঃ সেনেগালে
- কত সে. মি. র নিচে ইলিশ ধরা নিষিদ্ধ ?
উত্তরঃ ২৫ সে.মি. ( নোট : কার্প জাতীয় মাছ ২৩ সে. মি.)
- ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুম কখন ?
উত্তরঃ আশ্বিন মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথি(২য় সর্বোচ্চ প্রজনন মৌসুম-জানুয়ারি-ফেব্রুয়ারি)।
- ইলিশের নিরাপদ প্রজননের জন্য এবছর ইলিশ শিকার নিষিদ্ধ ছিল
উত্তরঃ ১-২২ অক্টোবর পর্যন্ত।
- ম্যাডোনা-৪৩, জীবন (১৯৫৪), গাঁয়ের বধূ, বেদেনি, নবান্ন, মনপুরা-৭০, কলসী কাঁখে বধূ, মুক্তিযুদ্ধ ১৯৭১, মইটানা, পাইন্যার মা প্রভৃতি চিত্রকর্মগুলো কার ?
উত্তরঃ জয়নাল আবেদিনের
- তিনকন্যা , নাইওর , দেশ আজ বিশ্ব বেহায়াদের খপ্পরে নামক স্কেচ শিল্পকর্ম গুলো কার ?
উত্তরঃ কামরুল হাসান
- বাংলাদশেরে শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সংগীত শিল্পী কে ?
উত্তরঃ বারিন মজুমদার।