ICC Cricket World Cup 2019 Records , Runs, Wickets and Centuries
ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর সকল গুরত্বপূর্ণ তথ্য একসাথে পিডিএফ ডাউনলোড করুন
জেনে রাখা ভাল
✍ স্বাগতিক দেশ – ইংল্যান্ড ও ওয়েলস ( এ পর্যন্ত
৫ বার ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজিত হয়েছে)
✍ ৩০ মে ২০১৯ – ১৪ জুলাই ২০১৯
✍ অংশগ্রহণকারী দল – ১০ টি
✍ মোট ম্যাচ – ৪৮ টি
✍ প্রতিযোগিতার পদ্ধতি – রাউন্ড – রবিন ও নক
আউট
✍ গ্রুপ পর্বে প্রত্যেক দল ম্যাচ খেলে – ৯ টি
✍ প্রথম ম্যাচ – ইংল্যান্ড বনাম দক্ষিন আফ্রিকা
✍ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় – দি ওভালে
✍ সেমিফাইনাল খেলেন – ৪ টি দল
(ভারত,নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া)
✍ ফাইনাল – ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড
✍ ফাইনাল অনুষ্ঠিত হয় – লর্ডস ক্রিকেট গ্রাউন্ড,
লন্ডন
✍ ফাইনালে জয়ী – ইংল্যান্ড 🏆 (সুপার ওভারে)
✍ Man of The Match – বেন স্টোক্স
✍ Man of The Tournament – কেইন
উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
✍ বাংলাদেশ ম্যাচ জিতে – ৩ টি (দক্ষিন
আফ্রিকা,ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এর
বিপক্ষে)
✍ সর্বোচ্চ দলীয় সংগ্রহ – ৩৯৭/৬ (ইংল্যান্ড করেন
আফগানিস্তান এর বিপক্ষে)
✍ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ –
৪১৭/৬ (২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়া করেন
আফগানিস্তান এর বিপক্ষে)
✍ সর্বনিন্ম দলীয় সংগ্রহ – ১০৫/১০ (পাকিস্তান
করেন ওয়েস্ট ইন্ডিজ এর বিপক্ষে)
✍ বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ –
৩৬/১০ (২০০৩ বিশ্বকাপে কানাডা করেন
শ্রীলংকার বিপক্ষে)
✍ বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ – ৩৩৩/৮
(অস্ট্রেলিয়ার বিপক্ষে)
✍ সর্বোচ্চ রানের অধিকারী – রহিত শর্মা (ভারত,
৬৪৮ রান)
✍ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের অধিকারী –
সাকিব আল হাসান (৬০৬ রান)
✍ সর্বোচ্চ উইকেটের অধিকারী – মিচেল স্টার্ক
(অস্ট্রেলিয়া, ২৭ উইকেট)
✍ বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের
অধিকারী – মুস্তাফিজুর রহমান (২০ উইকেট)
✍ সর্বোচ্চ ছক্কার অধিকারী – ইয়ন মর্গান
(ইংল্যান্ড, ২২টি)
✍ সর্বোচ্চ চারের অধিকারী – রহিত শর্মা ও জনি
বেয়ারস্টো (৬৭ টি)
✍ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ছয় এর অধিকারী –
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
✍ সবচেয়ে বেশি সেঞ্চুরি – রহিত শর্মা (ভারত, ৫
টি)
✍ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা –
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
✍ইনিংসে দলীয় সর্বোচ্চ রানঃ ৩৯৭ (ইংল্যান্ড)।
✍রান তাড়ায় সবচেয়ে বেশি রানে জয়ঃ ৩২২
(বাংলাদেশ- বিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)।
✍হ্যাট্রিকঃ ২ টি। মোহাম্মদ শামী ও ট্রেন্ট বোল্ট।
✍সর্বোচ্চ ফিফটিঃ সাকিব আল হাসান (৫)।
✍সর্বোচ্চ ব্যাটিং গড়ঃ সাকিব আল হাসান
(৮৬.৫৭)।
✍ফাইনাল সেরাঃ বেন স্টোকস।
✍ইনিংসে সর্বোচ্চ রানঃ ডেভিড ওয়ার্নার (১৬৬)।
✍একমাত্র খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপে
৬০০+ রান ও ১১ উইকেটঃ সাকিব আল হাসান।
✍ওভার অল বিশ্বকাপে ১০০০+রান ও ৩০+
উইকেটঃ সাকিব আল হাসান।
✍এই বিশ্বকাপে সর্বোচ্চ ৬ঃ মরগান (২২ টি)।
✍সব বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ ৬ঃ ক্রিস গেইল।
✍একমাত্র দল হিসেবে ক্রিকেট ও ফুটবল দুই
খেলাতেই বিশ্বকাপ জয়ী দলঃ ইংল্যান্ড।
বাংলাদেশের হয়ে
★ সর্বোচ্চ রানঃ সাকিব আল হাসান (৬০৬)।
★সর্বোচ্চ উইকেটঃ মুস্তাফিজুর রহমান।
★তৃতীয় বাংলাদেশী হিসেবে অনার্স বোর্ডে নাম
লেখান মুস্তাফিজ।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর রেকর্ড তালিকা
সর্বোচ্চ রান সংগ্রাহক- রোহিত শর্মা। ভারতের সহ-অধিনায়ক ৯ ম্যাচে ৮১ গড়ে করেছেন ৬৪৮ রান।
সর্বোচ্চ ইনিংস- ডেভিড ওয়ার্নার। বাংলাদেশের বিপক্ষে ১৪৭ বলে অজি ওপেনার রান তুলেছিলেন ১৬৬।
সর্বোচ্চ গড়- সাকিব আল হাসান। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
সর্বোচ্চ সেঞ্চুরি- রোহিত শর্মা। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৫ সেঞ্চুরির রেকর্ড এই আসরেই করেছেন ভারত তারকা।
সর্বোচ্চ ফিফটি- সাকিব আল হাসান। তার ৭টি পঞ্চাশ পেরোনো ইনিংসের ৫টি ছিল ফিফটি, ২টি সেঞ্চুরি। এক আসরে সাতটি পঞ্চশোর্ধ্ব ইনিংস যা বিশ্বরেকর্ড।
সর্বোচ্চ ছক্কা- আসরের সর্বোচ্চ ছক্কার মালিক ইয়ন মরগান। মোট ২২টি ছক্কার মধ্যে ইংলিশ অধিনায়ক আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচেই হাঁকিয়েছেন ১৭টি ছক্কা, যা বিশ্বরেকর্ড।
মোবাইলে সকল টিভি চ্যানেল দেখতে এখানে ক্লিক করুন
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক- মিচেল স্টার্ক। মোট ২৭টি উইকেট নিয়েছেন অজি পেসার। যা এক আসরে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড।
সেরা বোলিং পারফরম্যান্স- শাহিন শাহ আফ্রিদির। বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নেন পাকিস্তানি পেসার।
এক ম্যাচে সেরা কিপ্টে বোলার- জাসপ্রীত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ ওভার বল করে ১ মেডেনে ৯ রান দিয়েছিলেন ভারতীয় পেসার। ওভারপ্রতি তার রান খরচ ছিল মাত্র ১.৫০! উইকেট নিয়েছিলেন ২টি।
সর্বোচ্চ ডিসমিসাল- ১০ ম্যাচে ১৮টি ক্যাচ ও ২ স্টাম্পিং নিয়ে শীর্ষে অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসাল- আফগানিস্তানের বিপক্ষে মোট ৫টি ডিসমিসাল করেছেন অ্যালেক্স ক্যারি।
সর্বোচ্চ ক্যাচ- আসর জুড়ে সর্বোচ্চ ১৩ ক্যাচ নিয়েছেন ইংল্যান্ডের জো রুট।
সর্বোচ্চ রানের পার্টনারশিপ- ১৯২। বাংলাদেশের বিপক্ষে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার জুটি। দুইয়ে আছে সাকিব আল হাসান ও লিটন দাসের ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ- ৩৯৭। আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সংগ্রহ।
এক ম্যাচে সর্বোচ্চ রান- ৭১৪। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচে দুই দল মিলিয়ে এই রান তুলেছে। বিশ্বকাপের ইতিহাসে এটাই এক ম্যাচে সর্বোচ্চ রান।
সর্বোচ্চ রানে জয়- ১৫০ রান। আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের।
ক্রিকেট বিশ্বকাপ কে কতবার নিয়েছে?
Series/Tournament | Season | Winner | ||
---|---|---|---|---|
Prudential World Cup (in England) | 1975 | West Indies | ||
Prudential World Cup (in England) | 1979 | West Indies | ||
Prudential World Cup (in England) | 1983 | India | ||
Reliance World Cup (in India/Pakistan) | 1987/88 | Australia | ||
Benson & Hedges World Cup (in Australia/New Zealand) | 1991/92 | Pakistan | ||
Wills World Cup (in India/Pakistan/Sri Lanka) | 1995/96 | Sri Lanka | ||
ICC World Cup (in England/Ireland/Netherlands/Scotland) | 1999 | Australia | ||
ICC World Cup (in Kenya/South Africa/Zimbabwe) | 2002/03 | Australia | ||
ICC World Cup (in West Indies) | 2006/07 | Australia | ||
ICC Cricket World Cup (in Bangladesh/India/Sri Lanka) | 2010/11 | India | ||
ICC Cricket World Cup (in Australia/New Zealand) | 2014/15 | Australia | ||
ICC Cricket World Cup (in England) | 2019 | England |
Download From Google Drive
Direct Download
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে। এ ক্রিকেট প্রতিযোগিতাটি ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। এরফলে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।[৩] এছাড়াও, দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে। এরপূর্বে ১৯৮৭ সালে পাকিস্তানের সাথে, ১৯৯৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কা এবং ২০১১ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সাথে যৌথভাবে বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করেছিল।