জেনে নাও কিছু গুরুত্বপূর্ণ স্থান সাধারণ জ্ঞান
পিডিএফ ডাউনলোড
- মহাস্থানগড়ঃ বগুড়া জেলায় অবস্থিত; বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান। এখানে ‘মহাস্থানগড় জাদুঘর’ নামে একটি জাদুঘর আছে।
- ময়নামতিঃ কুমিল্লায় অবস্থিত ; রাজা মানিকচন্দ্রের স্ত্রী রানী ময়নামতির নামানুসারে নামকরণ করা হয়।
- সোনারগাঁওঃ ঢাকা থেকে ২৩ কি.মি. দূরে মেঘনা নদীর তীরে অবস্থিত; প্রাচীন নাম সুবর্ণ গ্রাম। ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামানুসারে নামকরণ করা হয়।
- লালবাগ দুর্গঃ বাংলার সুবেদার নবাব শায়েস্তা খান নির্মাণ কাজ সমাপ্ত করেন; শুরু হয়েছিল ১৬৭৮ খ্রিষ্টাব্দে আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম কর্তৃক।
- আহসান মঞ্জিলঃ ১৮৭২ খ্রিষ্টাব্দে নবাব আব্দুল গণি কর্তৃক নির্মিত।
- উত্তরা গণভবনঃ বাংলাদেশ সরকারের উত্তরাঞ্চলীয় সদর দপ্তর; পূর্বনাম গভর্ণর হাউজ; নাটোর শহর থেকে ৩ কি.মি. দূরে দিঘাপাতিয়া নামক স্থানে অবস্থিত।
- বঙ্গভবনঃ ইংরেজ আমলে আর্মেনীয় জমিদার মানুকের বাগানবাড়ি ছিল; ১৯৪৭ সালে এর নামকরণ করা হয়েছিল গভর্ণর হাউজ।
- বাহাদুর শাহ পার্কঃ ঢাকার সদরঘাট এলাকার আরমানীটোলায় অবস্থিত; অপর নাম ভিক্টোরিয়া পার্ক। এটি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের রক্তাক্ত স্মৃতি বিজড়িত।
- বড় কাটরাঃ চকবাজারে অবস্থিত ; শাহ সুজা কর্তৃক নির্মিত।
- ছোট কাটরাঃ চকবাজারে অবস্থিত; শায়েস্তা খান কর্তৃক নির্মিত।
- ষাট গম্বুজ মসজিদঃ বাগেরহাটে অবস্থিত; খান জাহান আলী কর্তৃক নির্মিত; গম্বুজ (৭৭+৪) বা ৮১টি।
- লালবাগ শাহী মসজিদঃ শাহজাদা মোহাম্মাদ আযম শাহ কর্তৃক নির্মিত।
- কুসুম্বা মসজিদঃ নওগাঁয় অবস্থিত; মোঘল শাসনামলে ১৫৫৮ খ্রিষ্টাব্দে নির্মিত।
- সাত গম্বুজ মসজিদঃ ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত; শায়েস্তা খান কর্তৃক নির্মিত; গম্বুজ ৩টি।
- তারা মসজিদঃ পুরনো ঢাকায় অবস্থিত; ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে শায়েস্তা খান কর্তৃক নির্মিত।
- বিনত বিবির মসজিদঃ ঢাকার নারিন্দায় অবস্থিত ঢাকার প্রাচীনতম মসজিদ।
- আতিয়া জামে মসজিদঃ টাঙ্গাইলে অবস্থিত; মোঘল আমলে সপ্তদশ শতকে নির্মিত।
- ছোট সোনা মসজিদঃ চাঁপাই নবাবগঞ্জ জেলায় অবস্থিত; সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে নির্মিত।
- বাঘা মসজিদঃ রাজশাহী জেলার অবস্থিত; ১৫২৩ খ্রীষ্টাব্দে আলাউদ্দিন হোসেন শাহ এর পুত্র নুসরত শাহ কর্তৃক নির্মিত।
- হোসনি দালানঃ হোসনী দালান রোড; ১৭১৮ সালে মীর মুরাদ কর্তৃক নির্মিত।
- ঢাকেশ্বরী মন্দিরঃ ঢাকেশ্বরী রোড; সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ কর্তৃক নির্মিত।
- কান্তজীর মন্দিরঃ দিনাজপুরে অবস্থিত; নয় চূড়া বিশিষ্ট মন্দিরটিকে নবরতœ মন্দির বলা হয়।
- হযরত শাহজালাল (রহ.) এর মাজারঃ সিলেট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত।
- শাহ মখদুমের মাজারঃ রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত। শিলা লিপি দেখে মনে হয়, এটি সম্রাট শাহজাহানের রাজত্বকালে ১৬৩৪ খ্রিষ্টাব্দে নির্মিত।
- পরী বিবির মাজারঃ ঢাকার লালবাগ কেল্লায় শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার অবস্থিত।
- গুরুদুয়ারা নানকশাহীঃ ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন; ১৫০৪ সালে শিখ ধর্ম প্রবর্তক গুরু নানক কর্তৃক নির্মিত।
- তিন নেতার মাজারঃ হাইকোর্টের পশ্চিমে অবস্থিত; শেরে বাংলা, সোহরাওয়ার্দী ও নাজিম উদ্দীনের কবর।
- বরেন্দ্র গবেষণা জাদুঘরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর। এর সূচনা ঘটে ১৯১০ সালে বরেন্দ্র অনুসন্ধান সমিতি প্রতিষ্ঠার মাধ্যমে।
- লোক ও কারুশিল্প জাদুঘরঃ সোনারগাঁও এ অবস্থিত; শিল্পাচার্য জয়নুল আবেদীনের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত।
- উপজাতীয় জাদুঘরঃ ১৯৭৮ সালে রাঙ্গামাটির ভেদভেদি নামক স্থানে প্রতিষ্ঠিত।
- জাতিতাত্তি¡ক জাদুঘরঃ চট্টগ্রামে অবস্থিত, ১৯৭৪ সালে উদ্বোধনকৃত; ২৩টি ক্ষুদ্র জনগোষ্ঠীর সাথে পরিচয় করার প্রয়াস রয়েছে এতে।
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরঃ ঢাকার আগারগাঁও এ অবস্থিত; এটি বাংলাদেশের একমাত্র বিজ্ঞান ভিত্তিক জাদুঘর।
- মুক্তিযুদ্ধ জাদুঘরঃ ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত; ১৯৯৬ সালের ২৬/২২ মার্চ উদ্বোধন করা হয়।
- পোস্টাল মিউজিয়ামঃ ঢাকার জিপিও-তে অবস্থিত, ১৯৮৫ সালে নির্মিত।
- সামরিক জাদুঘরঃ বর্তমানে ঢাকার বিজয় সরণীতে অবস্থিত। ১৯৮৭ সালে উদ্বোধন করা হয়।
- ওসমানী জাদুঘরঃ সিলেটে অবস্থিত; ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত।
- লালন জাদুঘরঃ কুষ্টিয়ায় অবস্থিত; ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত।
- বরেন্দ্র জাদুঘরঃ রাজশাহীতে অবস্থিত; ১৯১০ সালে প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের প্রথম জাদুঘর।
- কুঠি বাড়ি রবীন্দ্র জাদুঘরঃ কুষ্টিয়ার শিলাইদহে অবস্থিত; ১৯৭১ সালে প্রতিষ্ঠিত।
- লোক ঐহিত্য সংগ্রহশালাঃ ঢাকার বাংলা একাডেমীতে অবস্থিত, ১৯৭৮ সালে নির্মিত।
- শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরঃ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত; ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত।
- বিডিআর জাদুঘরঃ ঢাকার পিলখানায় অবস্থিত; ১৯৯৬ সালে নির্মিত।
- নজরুল জাদুঘর ঃ ঢাকার ধানমন্ডিতে অবস্থিত।
- জাতীয় জাদুঘরঃ বাংলাদেশের ‘জাতীয় জাদুঘর’ অবস্থিত-ঢাকার শাহবাগে। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত, ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয় ১৭ নভেম্বর ১৯৯৬ সালে। এটি দক্ষিণ এশিয়ার প্রথম নগর জাদুঘর।
- জয়নুল আর্ট গ্যালারীঃ জয়নুল আর্ট গ্যালারী অবস্থিত ময়মনসিংহে।
- খোদার পাথর ভিটাঃ খোদার পাথর ভিটা অবস্থিত মহাস্থাগড়ে।
- বৈরাগীর চালাঃ বৈরাগীর ভিটা অবস্থিত গাজীপুরের শ্রীপুরে।
- শীলাদেবীর ঘাটঃ শীলাদেবীর ঘাট অবস্থিত বগুড়ার মহাস্থানগড়ে।
- আনন্দ রাজার দীঘিঃ কুমিল্লার ময়নামতিতে অবস্থিত ।
- রামুমন্দিরঃ রামুমন্দির অবস্থিত নাটোর জেলায়।
- পানাম নগরঃ পানাম নগর অবস্থিত ঢাকা কেন্দীয় কারগারের ভিতরে।
- আশুগঞ্জঃ ব্রাহ্মনবাড়ীয়া জেলায় অবস্থিত। সার কারখানার জন্য বিখ্যাত।
- আগুনমুখাঃ পটুয়াখালী জেলার গলাচিপা থানার বাইশদিয়ার উত্তরে পাঁচটি নদীর মুখকে আগুনমুখা বলে।
- জাফলংঃ বাংলাদেশের মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম হলো জাফলং। এটি দেশের উত্তর-পূর্ব সীমান্ত জেলা সিলেটের গোয়াইনঘাট থানার উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত।
- ভেড়ামারাঃ কুষ্টিয়া জেলার পদ্মা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে অবস্থিত।
- টেকনাফঃ বাংলাদেশের সর্ব দক্ষিণের থানা। কক্সবাজার জেলায় অবস্থিত। মাছ ব্যবসায়ের জন্য বিখ্যাত।
- সেন্টমার্টিনঃ বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এখানে চুনাপাথর পাওয়া যায়। এর অপর নাম- নারিকেল জিঞ্জিরা।
- জলদিয়াঃ চট্টগ্রামের সমুদ্র উপক‚লে অবস্থিত। মৎস্য অবতরন কেন্দ্র, মেরিন একাডেমি ও নৌ প্রশিক্ষণ কেন্দ্র এখানে অবস্থিত।
- নোয়াপাড়াঃ খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত। ভৈরব নদীর তীরে অবস্থিত। রেল ষ্টেশন ও কাপড়ের কলের জন্য বিখ্যাত।
- ডুলাহাজরাঃ কক্সবাজার জেলায় অবস্থিত। এখানে হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে।
- মহেশখালীঃ কক্সবাজার জেলার অন্তর্গত। বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ। শুটকি মাছ ও মিঠাপানির জন্য বিখ্যাত।
- কোটবাড়ীঃ কুমিল্লা জেলায় অবস্থিত প্রাচীন ঐতিহ্যবাহী স্থান। এখানে প্রাচীন বৌদ্ধ সভ্যতার বহু নিদর্শন পাওয়া গিয়েছে। এই স্থানটি শালবন বিহার নামে পরিচিত।
- ত্রিশালঃ ময়মনসিংহ জেলায় অবস্থিত। জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখানে হরিরামপুর উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন। এখানে ‘ত্রিশাল নজরুল একাডেমী’ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে।
- বিলোনিয়াঃ ফেনী জেলার সীমান্ত অঞ্চল। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে এখানে পাক ও মুক্তিবাহিনীর মধ্যে প্রচন্ড যুদ্ধ হয়।
- দহগ্রামঃ লালমনির হাট জেলায় অবস্থিত। পাটগ্রাম ইউনিয়নের একটি গ্রাম। এর আয়তন ৩৫ বর্গমাইল।
- পুটিয়াঃ রাজশাহী জেলায় অবস্থিত। প্রাচীন জমিদার বাড়ীর জন্য বিখ্যাত।
- মৌচাকঃ গাজীপুর জেলায় অবস্থিত। স্কাউট প্রশিক্ষণের স্থায়ী কেন্দ্র।
- সাগরদাঁড়িঃ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান। যশোর জেলায় অবস্থিত। কবির নামে এখানে একটি ইনস্টিটিউট ও একাডেমী রয়েছে।
- চন্দ্রঘোনাঃ রাঙামাটি জেলায় অবস্থিত। কগজ কলের জন্য বিখ্যাত।
- রাঙামাটিঃ জেলা সদর। প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত।
- বানিয়াচংঃ হবিগঞ্জ জেলায় অবস্থিত (একটি থানা সদর), এশিয়া মহাদেশের বৃহত্তম গ্রাম।
- হবিগঞ্জঃ সিলেট বিভাগের একটি জেলা। খোয়াই নদীর তীরে অবস্থিত।
- পঞ্চগড়ঃ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা এবং সর্ব উত্তরের সীমান্ত শহর।
- কুতুবদিয়াঃ কক্সবাজার জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের একটি দ্বীপ।
- পতেঙ্গাঃ চট্টগ্রাম জেলায় অবস্থিত। সমুদ্র সৈকত, বিমান বন্দর ও আবহাওয়া অফিসের জন্য বিখ্যাত। বাংলাদেশ নেভাল একাডেমী এখানে অবস্থিত।