বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) অফিস সহকারী কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২৪
পদের নামঃ- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখঃ- ০৯-০৩-২০২৪
পূর্ণমানঃ- ৯০ ।। সময়ঃ- ৯০ মিনিট
১. অর্থসহ বাক্য রচনা করুন।
(ক) অন্ধের যষ্টি (একমাত্র অবলম্বন)
(খ) কুয়োর ব্যাঙ (স্বল্প জ্ঞানের মানুষ)
(গ) ডুমুরের ফুল (অদৃশ্য বস্তু) :
(ঘ) লেফাফা দুরস্ত (বাইরে ঠিকঠাক রাখা)
(ঙ) ভুঁইফোঁড় (হঠাৎ বড়লোক/ নতুন)
২. সন্ধি বিচ্ছেদ করুন
(ক) বনৌষধি
উত্তর: বন + ওষধি
(খ) মহর্ষি
উত্তর: মহা+ঋষি
(গ) চলচ্চিত্র
উত্তর: চলৎ+চিত্র
(ঘ) ষষ্ঠ
উত্তর: ষষ্+থ
(ঙ) পুনর্মিলন
উত্তর: পুনঃ+মিলন
৩. শব্দসমূহের অর্থ লিখুন ।
(ক) অনিষ্ট, অনিষ্ঠ
উত্তর: অনিষ্ট অর্থ অপকার, অনিষ্ঠ অর্থ শ্রদ্ধাহীন
(খ) উদ্যত, উদ্ধত
উত্তর: উদ্যত অর্থ আগ্রহী বা উৎসুক, উদ্ধত অর্থ উগ্র, দুর্দান্ত
(গ) সকল, শকল
উত্তর: সকল অর্থ সমস্ত, শকল অর্থ মাছের আঁশ
(ঘ) তত্ত্ব, তথ্য
উত্তর: তত্ত্ব অর্থ মূলকথা, তথ্য অর্থ সঠিক সংবাদ
(ঙ) বিস্মিত, বিস্তৃত
উত্তর: বিস্মিত অর্থ আশ্চার্যন্বিত হওয়া, বিস্তৃত অর্থ প্রসারিত
৪. তিন (০৩) দিনের নৈমিত্তিক ছুটির জন্য একটি আবেদন লিখুন।
৫. নিচের যতিচিহ্নসমূহ বাক্যে কি জন্য ব্যবহৃত হয়?
(ক) হাইফেন (-) : দুই শব্দের সংযোগ বোঝাতে হাইফেন ব্যবহৃত হয়। সমাসবদ্ধ শব্দেও ব্যবহার হয়।
(খ) উদ্ধরনচিহ্ন (“ ”) : বক্তার প্রত্যক্ষ উক্তি বোঝাতে ব্যবহৃত হয়।
(গ) ত্রিবিন্দু (…): বাক্যের কোন অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দু ব্যবহার করা হয়।
(ঘ) কমা (,): বাক্য পাঠকালে সুস্পষ্টতা বোঝানোর জন্য।
(ঙ) প্রশ্নচিহ্ন (?): বাক্যে কোন কিছু জিজ্ঞাসা করা হলে ব্যবহৃত হয়।
- Transform the following sentences:
(a) You cannot succeed if you do not work hard. (make it compound)
Answer: Work hard or you cannot succeed.
(b) Neither Rahim nor his brothers are working here. (make it simple)
Answer: Rahim and his brothers are not working here.
(c) The man is rich but not happy. (Make it complex)
Answer: Though the man is rich, he is unhappy.
(d) Every mother loves her child. (Make it negative)
Answer: There is no mother but loves her child.
(e) They reached the station at 7 in the evening. (Make it interrogative)
Answer: Did they reach the station at 7 in the evening?
- Fill in the following gaps with right form of verbs:
(a) It often heavily ———-in Bangladesh. (rain)
Answer: rains
(b) The train already—————— when I reached the station. (leave)
Answer: had left
(d) He———-to Delhi tomorrow. (go)
Answer: will go
(d) I cannot help (laugh)
Answer: laughing
(e) I had the time I.——–(go)
Answer: would go
- Fill in the gaps with appropriate prepositions:
(a) I could not know him——-first sight.
Answer: at
(b) I did it——mistake.
Answer: by
(c) He retired——- small pension.
Answer: on
(d) He is famous all——– the world.
Answer: of
(e) Do not live ———your means.
Answer: above
৯. Translate the following sentences into English:
(ক) শীঘ্রই বৃষ্টি আসবে।
Answer: It will rain soon.
(খ) এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।
Answer: I have passed the test this time.
(গ) অল্প বিদ্যা ভয়ংকরী।
Answer: A little learning is a dangerous thing.
(ঘ) রানি এখন ইংরেজি পড়তে শিখেছে।
Answer: Rani has learned to read English now.
(ঙ) ছেলেরা হেসে ফেলল।
Answer: The boys laughed.
১০. Make sentences with the following Phrases and Idioms:
(ক) Beyond doubt (সন্দেহের অতীত):
(খ) Head or tail (Understand at all-সব বুঝতে পারা):
(গ) Red handed (with proof-হাতে নাতে বা প্রমাণসহ) :
(ঘ) Put out (extinguish something that is burning-নিভিয়ে ফেলা):
(ঙ) Tell upon (ক্ষতি করা)
১১. ১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?
১২ জন লোকে কাজটি করে ৯ দিনে
১ “ ” “ ” ৯*১২ ”
∴ ১৮ “ ” “ ৯*১২/১৮
= ৬ দিনে
১২. a^2-b^2 ও a^2+2ab+b^2 এর ল.সা.গু নির্ণয় করুন।
১৩. একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা হারে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হবে। ঘরটির প্রস্থ নির্ণয় করুন।
আয়তাকার অফিসটির প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = ৩x = মিটার
এবং ক্ষেত্রফল = ৩x x = ৩x² বর্গমিটার
প্রশ্নমতে, ৩x² = ১১০২.৫০/৭.৫০
⇒ x² = ১৪৭/৩
∴ x = ৭
∴ আয়তাকার বাগানটির দৈর্ঘ্য = ৩x = ৩ × ৭ = ২১ মিটার
১৪. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7 : 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8 : 3 হবে। পুত্রের বর্তমান বয়স কত?
ধরি,
পিতার বর্তমান বয়স = 7x বছর
এবং পুত্রের ” ” = 2x বছর
5 বছর পরে পিতার বয়স হবে = 7x + 5 বছর
এবং 5 বছর পরে পুত্রের বয়স হবে = 2x + 5 বছর
শর্তমতে, 7x+5/2x+5
বা, 21x + 15 = 16x + 40
বা, 21x – 16x = 40 – 15
বা, 5x = 25
∴ x = 5
∴ পুত্রের বর্তমান বয়স = 2x বছর = 2 × 5 বছর = 10 বছর।
১৫. বাংলাদেশে প্রথম ভৌগলিক নির্দেশক (GI) পণ্য হিসাবে নিবন্ধন পায় কোন পণ্য?
উত্তর: জামদানি শাড়ি ১৭ নভেম্বর ২০১৬ সালে প্রথম স্বীকৃতি পায়।
১৬. বি.পি.এস.সি.র আঞ্চলিক কার্যালয় কয়টি?
উত্তর: ৭ টি
১৭. পূর্ণরূপ লিখুন: ECNEC, GNP
Executive Committee of the National Economic Council.
Gross National Product
১৮. সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করা হয়েছে?
উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদ
১৯. বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের মাননীয় চেয়ারম্যান ও বিজ্ঞ সদস্যদের শপথ পাঠ করান কে?
উত্তর: প্রধান বিচারপতি
২০. কম্পিউটারের কোন মেমোরি কখনও মুছে যায় না?
উত্তর: Read Only Memory (ROM)
২১. জাতীয় পুরুষ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
উত্তর: নাজমুল হাসান শান্ত
২২. বাংলাদেশের সর্ব দক্ষিণের ইউনিয়ন পরিষদ কোনটি?
উত্তর: সেন্টমার্টিন
২৩. বুড়িমারী স্থল বন্দর কোথায় অবস্থিত?
উত্তর: লালমনিরহাট
২৪. বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ৪ নভেম্বর ১৯৭২