প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ের অফিস সহায়ক
পদের লিখিত প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- অফিস সহায়ক
পরীক্ষার তারিখঃ- ২১ অক্টোবর ২০২২
বাংলা প্রশ্ন সমাধানঃ-
১। সন্ধি বিচ্ছেদ করুন:
নবান্ন = নব + অন্ন
সংখ্যা = সম্ + খ্যা
জলাশয় = জল + আশয়
দিগন্ত = দিক্ + অন্ত
পবিত্র = পো + ইত্র
২। বানান শুদ্ধ করুন:
মুমুর্ষু = মুমূর্ষু
শ্রতিমধুর = শ্রুতিমধুর
শ্রদ্ধাঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
অশাধারণ = অসাধারণ
নুনতম = ন্যূনতম
৩। বিপরীত শব্দ লিখুন:
ঊর্ধ্ব = নিম্ন
উপকার = অপকার
খ্যাতি = অখ্যাতি
শূন্য = পূর্ণ
যত = তত
৪। এক কথায় প্রকাশ করুন:
যা দীপ্তি পাচ্ছে = দেদীপ্যমান
যা বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্বাস্তু
যা আঘাত পায়নি = অনাহত
যা পূর্বে শোনা যায় নি = অশ্রুতপূর্ব
যা বলা হয় নি = অনুক্ত
ইংরেজি প্রশ্ন সমাধানঃ-
৫। Fill in the gaps with appropriate words:
(a) He is —- weak to walk. = too
(b) Karim is better……. Rahim. = than
(c) He died ……..overeating. = from
(d) The cow lives — grass. = on
(e) He is — one eyed man. = a
৬। Change the gender:
Fox = Vixen
Ram = Ewes
Niece = Nephew
Bee = Drone
Lady = Lord
৭। Translate into English:
(a) সে হাসতে হাসতে চলে গেল। = He went away laughing.
(b) দুইয়ে দু্ইয়ে চার হয়। = Two and Two makes four.
(c) আমি, তুমি ও সে স্কুলে যাব। = You, he and I will go to school.
(d) সাতদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। = It has been raining since seven days.
(e) কি সুন্দর দৃশ্যটি! = What the beautiful sight!
৮। Write the Bengali meaning of the following Idioms & Phrases:
In a nutshell = সংক্ষেপে
Birds of the same feather = একই গোত্রের লোক
By dint of = ফলে/কল্যাণে
Bag and Baggage = তল্পিতল্পাসহ
For good = চিরতরে
গণিত প্রশ্ন সমাধানঃ-
৯। কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়।
উত্তরঃ 3/5
১০। উৎপাদকে বিশ্লেষণ করুন: 27×4 + 8xy3
উত্তরঃ x(3x + 2y) (9×2 – 6xy + 4y2)
১১। a + 1/a = 4 হলে a4 + 1/a4 এর মান নির্ণয় করুন।
উত্তরঃ 194
১২। (ক) এক মাইল সমান কত গজ? উত্তরঃ ১৭৬০ গজ
(খ) কোণের একক কি? উত্তরঃ রেডিয়ান
(গ) একটি সরল রেখার উপর লম্ব অংকন করলে রেখাটির উপরের দিকে কয়টি কোণ উৎপন্ন হয়? উত্তরঃ ২টি
(ঘ) বৃত্তের কেন্দ্রগামী রেখাকে কি বলে? উত্তরঃ ব্যাস
(ঙ) XXI এর মান কত? উত্তরঃ ২১
সাধারণ জ্ঞান প্রশ্ন সমাধানঃ-
১৩। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জনকে ‘বীর উত্তম’ উপাধি দেয়া হয়? উত্তরঃ ৬৮ জন
১৫। চীনের রাজধানীর নাম লিখুন। উত্তরঃ বেইজিং
১৬। সিঙ্গাপুরের মুদ্রার নাম লিখুন। উত্তরঃ সিঙ্গাপুরী ডলার
১৭। বিশ্বকাপ ফুটবল -২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তরঃ কাতার
১৮। ‘শঙ্খনীল কারাগার’ গ্রন্থটি কে লিখেছেন? উত্তরঃ হুমায়ূন আহমেদ
১৯। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম লিখুন। উত্তরঃ গণভবন
২০। খাবার লবণের রাসায়নিক নাম কি? উত্তরঃ সোডিয়াম ক্লোরাইড (Nacl)
২১। বুড়িমাড়ী স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? উত্তরঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়
২২। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় স্থাপন করা হচ্ছে? উত্তরঃ রাশিয়া