বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি বাংলাদেশ
বিষয়াবলী প্রশ্ন উত্তর
১। বঙ্গবন্ধুকে কখন ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রদান করা হয়?
উত্তর:১৯৭২ সালের ১০ অক্টোবর।
২। ঐতিহাসিক ‘ছয় দফা দাবিতে’ যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
উত্তর: বিচার ব্যবস্থা।
৩। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তর: পুন্ড্র।
৪। কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: সন্তোষে।
৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
উত্তর: অশোক।
৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
উত্তর: রাজা পঞ্চম জর্জ
৭। পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তর:২২ ফেব্রুয়ারি,১৯৭৪।
৮। প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
উত্তর: বান্দরবান।
৯। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তর:৫টি।
১০। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
উত্তর:৭ মার্চ,১৯৭৩।
১১। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১২। ‘মাৎস্যন্যায়’বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তর:৭ম -৮ম শতক।
১৩। বাংলার কোন সুলতানের শাসনামলকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়?
উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।
১৪। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উত্তর: নওয়াব স্যার সলিমুল্লাহ।
১৫। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: খাজা নাজিম উদ্দীন।
১৬। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
উত্তর: খাগড়াছড়ি জেলায়।
১৭। বাংলায় সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
উত্তর: কেশব সেন।
১৮। মুক্তিযুদ্ধকালে কলকাতার ৮, থিয়েটার রোডে ‘বাংলাদেশ বাহিনী’ কখন গঠন করা হয়?
উত্তর: এপ্রিল ১১,১৯৭১।
১৯। কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
উত্তর: অনুচ্ছেদ ৭(b)।
২০। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল?
উত্তর: তত্ত্বাবধায়ক সরকার।
২১। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
উত্তর:৪র্থ তফসিল।
২২। কোন উপজাতিটির আবাসস্থল ‘বিরিশিরি’ নেত্রকোনায়?
উত্তর: গারো।
২৩। বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়?
উত্তর: IMF এর bailout package- এর মাধ্যমে।
২৪। ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
উত্তর: মুঘল আমলে।
২৫। স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
উত্তর: জাভেদ করিম।
২৬। বীরশ্রেষ্ঠ নন-
উত্তর: মুন্সি আব্দুর রহিম।
২৭। লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
উত্তর:২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪।
২৮। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
উত্তর: অনুচ্ছেদ ২৫।
২৯। বাংলাদেশের সর্বদক্ষিনে অবস্থিত-
উত্তর: সেন্টমার্টিন।
৩০। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
উত্তর: সিপাহী হামিদুর রহমান।
৩১। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
উত্তর: সিয়েরা লিওন।
collected