চাকরি পরীক্ষার জন্য বাংলা অংশ থেকে
কিছু কমন প্রশ্ন উত্তর
১)সৈয়দ ওয়ালীউল্লাহ রচনা কোনটি….লালসালু
২)ধর্মমঙ্গল কাব্যের আদি কবি ছিলেন….ময়ূর ভট্র
৩) মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ” স্টপ জেনোসাইড” এর পরিচালক কে….জহির রায়হান
৪) মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্মপ্রচারকের অপরিসীম প্রভাব দেখা যায়….চৈতন্যদেব
৫) উপসর্গের কাজ কি….নতুন শব্দ গঠন
৬) “সঞ্চিতা” কোন কবির কাব্য সংকলন….কাজী নজরুল ইসলাম
৭) “কুরসি” শব্দটি কোন ভাষা থেকে এসেছে….আরবি
৮) কোন ধরনের শব্দে “ণ” হবে না….বিদেশী
৯) “শশাঙ্ক” শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি….শশ+অঙ্ক
১০) মুসলিম শাসনামলে রাজ ভাষা ছিল….ফারসি
১১) “সাতটি তারার তিমির” কাব্য গ্রন্থের রচয়িতা….জীবনানন্দ দাশ
১২) শ্রীরামপূর মিশনারীরা স্বরণীয় হয়ে আছেন যে কারণে….প্রথম বাংলা মুদ্রণ
১৩) “শ্রীঘর” শব্দের অর্থ কী….জেলখানা।
১৪) “রায়গুণাকর” কোন কবির উপাধি….ভারতচন্দ্র।
১৫) কোন কবিকে মধ্যযুগের শেষ কবি বলা হয়….ভারতচন্র।
১৬) “বহুব্রীহি” কোন সমাসের উদাহরণ…বহুব্রীহি
১৭) চলতি ভাষারীতিতে কম ব্যবহৃত হয় কোন শব্দ….তৎসম
১৮) রামায়ণ এর প্রথম মহিলা অনুবাদকের নাম কি….চন্দ্রাবতী
১৯) কোনটি খবর শব্দের সমার্থক নয়.…গুজব
২০) “শিষ্টাচার” শব্দের সমার্থক কোনটি….সদাচার
২১) “সন্ধাভাষা” কোন সাহিত্য কর্মের ভাষাকে বলা হয়….চর্যাপদ
২২) “বিশ্বনবী” গ্রন্থের রচয়িতা কে…গােলাম মােস্তফা
২৩) “একান্তরের চিঠি” কোন ধরনের রচনা….মুক্তিযােদ্ধাদের পত্রসংকলন
২৪) তৎসম শব্দ কোনটি….হস্ত
২৫) “পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকের পটভুমি….মুক্তিযুদ্ধ
২৬) “অবরােধবাসিনী” গ্রন্থের রচয়িতা কে….বেগম রোাকেয়া
২৭) “খনার বচন” এর মূল বিষয় কোনটি….কৃষি বিষয়ক
২৮) কোন শব্দ বিশ্লেষণ করা যায় না…মৌলিক শব্দ
২৯) “পদ্মানদীর মাঝি” উপন্যাস এ অঙ্কিত হয়েছে….জেলেদের জীবন
৩০) কোনটি “দেশি” শব্দ….কুলা
৩১) ভাড়ুদত্ত চরিত্রটি মধ্যযুগের কোন কাব্যে পাওয়া যায়….চন্ডীমঙ্গল
৩২) “ঘর” শব্দের সমার্থক শব্দ কোনটি….সদন
৩৩) “কীর্তনখোলা” নাটকের রচয়িতা কে….সেলিম আল দীন
৩৪) “একাদশে বৃহস্পতি” এর অর্থ….সৌভাগ্যের বিষয়
৩৫) “সাত সাগরের মাঝি” কাব্য গ্রন্থের রচয়িতা কে….ফররুখ আহমেদ
৩৬) “সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি” চরণটি কোন কবির রচনা….দ্বিজেন্দ্রলাল রায়
৩৭) “তামার বিষ” বাগধারার অর্থ….অর্থের কৃপ্রভাব
৩৮) কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ টি নিষিদ্ধ করা হয়েছিল….বিষের বাঁশী
৩৯) ব্রজবুলি বলতে কী বুঝায়….এক ধরনের কৃত্রিম কবিভাষা
৪০) হিন্দি পদুমাবৎ অবলম্বনে বাংলায় “পদ্মাবতী” রচনা করেন কে….আলাওল