স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের
নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান-২০২২
পদের নামঃ- সাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখঃ- ১৯-০৮-২০২২
বাংলা অংশের সমাধানঃ
১। সন্ধি বিচ্ছেদ করুন:
ক) স্বেচ্ছা = স্ব+ইচ্ছা
খ) সম্মান = সম্+মান
গ) সংগত = সম্+গত
ঘ) নীরব = নিঃ+রব
ঙ) ছোড়দা = ছোট + দা
২। বিপরীত শব্দ লিখুন:
ক) ত্বরিত = শ্লথ
খ) অলীক = বাস্তব
গ) উষা = সন্ধ্যা
ঘ) রদ = চালু
ঙ) অসীম = সসীম
৩। অর্থসহ বাক্য রচনা করুন:
ক) নিমরাজি = সম্মতপ্রায় (বিয়ের বিষয়ে সুমন নিমরাজি)
খ) ব্যাঙের সর্দি = অসম্ভব ঘটনা (কৃষকের কষ্ট আর ব্যাঙের সর্দি একই কথা)
গ) চাঁদ কপালে = ভাগ্যবান (সুমনের মত চাঁদ কপালে আর পাওয়া কঠিন)
ঘ) এক কথার মানুষ = যার কথায় ও কাজে মিল থাকে (জাকিয়া এক কথার মানুষ এবং সৎও বটে)
ঙ) চিনির পুতুল = পরিশ্রমকাতর (মার্জিয়ার মত চিনির পুতুল পাওয়া কঠিন)
৪। বাক্য শুদ্ধ করুন:
ক) ক্ষমা একটি মহান গুন = ক্ষমা একটি মহৎ গুণ।
খ) মহাকবি কায়কবাদ মহাশশান লিখেছেন = মহাকবি কায়কোবাদ মহাশ্মশান লিখেছেন।
গ) আমি সন্তোষ হইলাম = আমি সন্তুষ্ট হলাম।
৫। এক কথায় প্রকাশ করুন:
ক) ভ্রমরের শব্দ = গুঞ্জন
খ) একশত পঞ্চাশ বছর = সার্ধশতবর্ষ
গ) হাতির ডাক = বৃংহতি
৬। ভাব সম্প্রসারণ করুন (০৮ টি বাক্যে): সমবায়ে উন্নয়ন
বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। সমবায় সমিতি এমন একটি জনকল্যাণ ও উন্নয়নমূলক আর্থসামাজিক প্রতিষ্ঠান, যার মধ্যে থাকে গণতন্ত্র, সম্মিলিত কর্মপ্রচেষ্টা, ব্যাপক উৎপাদন কর্মযজ্ঞ এবং সদস্যদের অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রয়াস। আধুনিক কৃষির জন্য যে পুঁজি, ঝুঁকি এবং যৌথ মেধার দরকার এর জন্য প্রয়োজন গণমুখী কৃষিভিত্তিক সমবায়ব্যবস্থা। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও মানুষের দারিদ্র্য দূর করতে হলে কৃষি সমবায়ের কোনো বিকল্প নেই। যথাযথ নীতি, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং সার্বিক সহযোগিতা পেলে কৃষি সমবায় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে। দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ বিপর্যয় প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তাবলয় সৃষ্টিতে অন্যতম এবং উৎকৃষ্ট পদ্ধতি হলো সমবায়ী উদ্যোগ। এর জন্য প্রয়োজন সম্মিলিত চেষ্টার মাধ্যমে দেশ ও নিজের জন্য সমবায় প্রতিষ্ঠা। এই মর্মবাণী ধারণ করে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশে সমবায় আন্দোলনকে ছড়িয়ে দেয়ার দায়িত্ব সবার। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম।
ইংরেজি অংশের সমাধানঃ
৭. Write the opposite word:
- a) separable = indivisible
- b) interpret = ignore
- c) optimism = pessimism
- d) professional = amateur
- e) passive = assertive
৮. Answer the following questions:
- a) Write the sentence in positive degree: Dhaka is the largest city in Bangladesh.
- b) Make the sentence complex: Read to learn.
- c) Make the sentence compound: Thought he worked hard, he could not pass in the examination.
- d) Make the sentence assertive: Did he see anyone in the room?
- e) Write the sentence in passive form: Keep your word.
৯. Fill in the blanks:
- i) The doctor who treats eye diseases is called ………….
- ii) He came to me with a view to …………. (practice) English.
iii) It is 11 O’clock …………. My watch.
১০. Write a paragraph on ‘Fourth Industrial Revolution’ (Minimum 08 sentences)
১১. Translate into English:
- i) তোমাকে ছাড়া আমার চলে না।
(ii) রফিকেরা চার ভাই।
(iii) আমরা স্টেশনে পৌছার পর ট্রেন ছাড়ল।
(iv) আমাদের এই নদীর নাম মধুমতি।
গণিত অংশের সমাধানঃ
১২. ২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হতো, তবে ৬০০০ টকা খরচ কম হতো। কামরাটির প্রস্থ কত?
উত্তরঃ ২০ মিটার
১৩. কোনো আসল ৩ বছরে মুনফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনফা, আসলের ৩/৮ অংশ হলে, আসল ও মুনফার হার নির্ণয় করুন।
উত্তরঃ আসল ৪৫০০ টাকা ও মুনাফার হার ১২.৫০%
১৪. কোনো ভগ্নাংশের লবের সাথে ৭ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয় এবং হর থেকে ২ বাদ দিলে ভগ্নাংশটির মান ১ হয়। ভগ্নাংশটির মান নির্ণয় করুন।
উত্তরঃ ৩/৫
১৫. সরল করুন: (4a-8b)^3– (3a – 9b)^3 -3(a+b)(4a – 8b)(3a-9b)
উত্তরঃ (a+b)^3
সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ
১৬। নিম্নবর্ণিত প্রশ্নসমূহের উত্তর দিন:
ক) ৩টি সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম লিখুন? উত্তরঃ ফেসবুক, টুইটার, ইউটিউব
খ) বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনা কোনটি? উত্তরঃ ২০২১-২০৪১
গ) কোন গ্যাস বায়ুমন্ডলের ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করে? উত্তরঃ CFC
ঘ) ECNEC ও NEC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ ECNEC = Executive Committee of the National Economic Council
NEC = National Economic Council
ঙ) বঙ্গবন্ধুর লেখা ২টি বই এর নাম লিখুন? উত্তরঃ অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা
চ) BAPARD ও BRDB এর পূর্ণরূপ লিখুন?
উত্তরঃ BAPARD = Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development
BRDB =Bangladesh Rural Development Board
ছ) CIRDAP এর পূর্ণরূপ কী এবং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরঃ CIRDAP = Centre on Integrated Rural Development for Asia and the Pacific এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
জ. টুঙ্গীপাড়া কোন নদীর তীরে ও কোন জেলায় অবস্থিত? উত্তরঃ
ঝ. BARD কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ
ঞ. SDG এর পূর্ণরূপ কী? দরিদ্র বিমোচন SDG এর কত নম্বর লক্ষ্য? উত্তরঃ
ট. পদ্মা সেতুর দুই প্রান্তের জেলাগুলোর নাম লিখুন। উত্তরঃ
ঠ. ভৌগলিকভাবে ২টি মহাদেশে অবস্থিত এমন দুটি দেশের নাম লিখুন। উত্তরঃ
ড. বাংলাদেশে “কোভিড-১৯” এর টিকা সনদের জন্য কোন ওয়েবসাইট ব্যবহার করতে হয়? উত্তরঃ
ঢ. বিশ্বের তেল সমৃদ্ধ দেশগুলোর সংঘের নাম কি? এর সদর দপ্তর কোথায়? উত্তরঃ
ণ. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করেছে কোন সংস্থা? উত্তরঃ
ত. ‘আরেক ফ্লাগুন’ উপন্যাস বাংলাদেশের কোন ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে রচিত হয়েছে? এর রচয়িতা কে? উত্তরঃ
থ. RPO এর পূর্ণরূপ কি? উত্তরঃ
দ. বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে কোনটি? উত্তরঃ
ধ. LNG এর পূর্ণরূপ কি? উত্তরঃ
ন. COVAX কি? উত্তরঃ