ধ্বনি পরিবর্তন ও সন্ধি থেকে বিভিন্ন ব্যাংক
পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর
১. লাফ> ফাল এটি ধ্বনি পরিবর্তন কোন নিয়মে পড়ে?
ক. সমীভবন
খ. বিষমীভবন
গ. অভিশ্রুতি
ঘ. ধ্বনি বিপর্যয়✔
২. ফাল্গুন > ফাগুন ধ্বনি পরিবর্তনের কোন নিয়মে পড়ে?
ক. ধ্বনি বিপর্যয়
খ. অন্তর্হতি✔
গ. হ-কার লোপ
ঘ. অভিকর্ষ
৩. নিচের কোনটি বিষমীভবন এর উদাহরণ?
ক. লাল> নাল ✔
খ. তৎ+ হিত> তদ্ধিত
গ. বিলাতি> বিলিতি
ঘ. পিশাচ > পিচাশ
৪. শব্দের মধ্যে কোন কোনো সময় কোন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন কোন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হলে তাকে কি বলে?
ক. ব্যঞ্জনবিকৃতি✔
খ. পরাগত
গ. ব্যঞ্জনচ্যুতি
ঘ. প্রগত
৫. টপ+টপ> টপাটপ ধ্বনি পরিবর্তন এর কোন রীতিতে পড়ে?
ক. অপিনিহিতি
খ. সমীভবন
গ. অসমীকরণ✔
ঘ. দ্বিত্ব ব্যঞ্জন
৬. নিচের কোনটি ধ্বনি পরিবর্তন “অপিনিহিতি” এর উদাহরণ?
ক. কাঁদনা > কান্না
খ. দিশ্ > দিশা
গ. সকাল > সক্কাল
ঘ. বাক্য > বাইক্য✔
৭. ধরনা > ধন্না ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে পড়ে?
ক. সমীভবন ✔
খ. অসমীকরণ
গ. বিষমীভবন
ঘ. অভিশ্রুতি
৮. নিচের কোনটি ধ্বনি বিপর্যয় এর উদাহরণ?
ক. করলাম > কল্লাম
খ. মোজা > মুজো
গ. আজি > আজ
ঘ. রিকসা > রিসকা✔
৯. ‘আলাহিদা > আলাদা’ ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মের আওতায় পড়ে?
ক. মধ্যগত
খ. মধ্যস্বরলোপ
গ. অন্তর্হতি✔
ঘ. বিপ্রকর্ষ
১০. তুলতুলা > লুতলুতা ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে পড়ে?
ক. অসমীকরণ
খ. সম্প্রকর্ষ
গ. স্বরভক্তি
ঘ. ধ্বনি বিপর্যয়✔
১১. নিচের কোনটি বিষমীভবন এর উদাহরণ?
ক. গলদা > গল্লা
খ. শরীর > শরীল✔
গ. সর্প > সপ্প
ঘ. বাকস > বাসক
১২. Apenthesis এর বাংলা পারিভাষিক অর্থ কোনটি?
ক. অন্ত্যস্বরাগম
খ. বিষমীভবন
গ. অসমীকরণ
ঘ. অপিনিহিতি✔
১৩. স্বরসঙ্গতি এর উদাহরণ কোনটি?
ক. স্টেশন > ইস্টিশন
খ. রাত্রি > রাইত
গ. হইবে > হবে
ঘ. দেশি > দিশি✔
১৪. বউদিদি > বউদি ধ্বনি পরিবর্তন এর কোন রীতিতে পড়ে?
ক. ব্যঞ্জনদ্বিত্বতা
খ. ব্যঞ্জনবিকৃতি
গ. ব্যঞ্জনচ্যুতি✔
ঘ. স্বরলোপ
১৫. একেই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে….
ক. মধ্যস্বরাগম
খ. অসমীকরণ✔
গ. বিপ্রকর্ষ
ঘ. পরাগত
১৬. নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ?
ক. মাছুয়া > মেছো✔
খ. চুলা > চুলো
গ. তুলা > তুলো
ঘ. চারি > চাইর
১৭. নিচের কোনটি অপিনিহিতি এর উদাহরণ?
ক. জন্ম > জম্ম
খ. রত্ন > রতন
গ. মারি > মাইর✔
ঘ. ক্লিপ > কিলিপ
১৮. গ্রাম > গেরাম ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে আওতার পড়ে?
ক. আদিস্বরাগম
খ. অন্তঃস্বরাগম
গ. মধ্যস্বরাগম✔
ঘ. মধ্যস্বরালোপ
১৯. পরের ই-কার/ উ -কার আগে উচ্চারিত হওয়াকে বলে-
ক. অাদি স্বরাগম
খ. অপিনিহিতি✔
গ. সমীভবন
ঘ. অসমীকরণ
২০. Assimilation এর বাংলা পারিভাষিক অর্থ কি?
ক. অসমীকরণ
খ. স্বরসঙ্গতি
গ. সমীভবন✔
ঘ. বিষমীভবন
২১. নিচের কোনটি অন্তস্বরালোপের উদাহরণ?
ক. আজি > আজ ✔
খ. আজি > আইজ
গ. সাধু > সাউধ
ঘ. ধর্ম> ধরম
২২. নিচের কোনটি সম্প্রকর্ষ এর উদাহরণ?
ক. সত্য > সত্যি
খ. প্রীতি > পিরীতি
গ. জানালা > জানলা✔
ঘ. মারল > মাল্ল
২৩. পুরোহিত > পুরুত- ধ্বনি পরিবর্তন এর কোন নিয়মে পড়ে এটি?
ক. অন্তর্হতি
খ. র- কার লোপ
গ. হ- কার লোপ✔
ঘ. স্বরসঙ্গতি
২৪. সম্প্রকর্ষ এর সমার্থক শব্দ কোনটি?
ক. বিপ্রকর্ষ
খ. স্বরভক্তি
গ. অভিশ্রুতি
ঘ. স্বরলোপ✔
২৫. আশু > আউশ – ধ্বনি পরিবর্তন এর কোন রীতিতে পড়ে?
ক. ধ্বনি বিপর্যয়
খ. অভিশ্রুতি গ. আদি স্বরাগম
ঘ. অপিনিহিতি✔
২৬. বাংলা ভাষার রীতি কয়টি?
ক)দুইটি✔
খ)তিনটি
গ)চারটি
ঘ)পাঁচটি
২৭.;ভাষার কয়টি রূপ দেখা যায়?
ক)1 টি
খ)2 টি✔
গ)3 টি
ঘ)4 টি
২৮. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্হ কোনটি?
ক)পদ্মাবতী
খ) পদ্মগোখরা
গ)পদ্মরাগ✔
ঘ)পদ্মণি
২৯. ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক)ষড়+ঋতু
খ)ষড়ু+ঋতু
গ)ষট+ঋত
ঘ)ষট্+ঋতু✔
৩০. সন্ধির প্রধান সুবিধা কী?
ক)পড়ার সুবিধা
খ)লেখার সুবিধা
গ)উচ্চারণের সুবিধা✔
ঘ)শোনার সুবিধা
৩১. গাড়ি ‘ষ্টেশন’ ছাড়ল-এখানে ‘ষ্টেশন’ কোন কারকে কোন বিভক্তি?
ক)কর্মকারকে শূন্য বিভক্তি
খ)অধিকরণ কারকে শূন্য
গ) অপাদান কারকে শূন্য✔
ঘ)করণ কারকে শূন্য
৩২. ‘পড়ায় মন বসে না’-এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
ক)কর্ম কারকে 7 মী
খ)অধিকরণ কারকে 7 মী✔
গ)অপাদান কারকে 7 মী
ঘ)করণ কারকে 7 মী
৩৩. সমাস শব্দের অর্থ কী?
ক) বিশ্লেষণ
খ)সংক্ষেপণ✔
গ)সংযোজন
ঘ)সংশ্লেষণ
৩৪. ‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
ক) তৎপুরুষ সমাস
খ)কর্মধারয় সমাস
গ)বহুব্রীহি সমাস✔
ঘ)দ্বন্দ্ব সমাস
৩৫. ‘বেদান্ত গ্রন্হ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা?
ক)গোলকনাথ শর্মা
খ)রাম রাম বসু
গ)মৃত্যুন্জ্ঞয় বিদ্যালঙ্কার
ঘ)রাজা রামমোহন✔
৩৬. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
ক)সংস্কৃত✔
খ)আরবি
গ)ফারসি
ঘ)বাংলা
৩৭. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক)বিপরীত✔
খ) নিকৃষ্ট
গ)বিকৃত
ঘ) অভাব
৩৮. বিভক্তিহীন শব্দকে কি বলে?
ক)নামপদ
খ)উপপদ
গ)প্রাতিপদিক✔
ঘ)উপমিত
৩৯. জীবনান্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে?
ক)বুদ্ধদেব বসু✔
খ)রবীন্দ্রনাথ ঠাকুর
গ)সৈয়দ শামসুল হক
ঘ)বিষ্ণু দে
৪১. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
ক)প্রলয়
খ)খন্ডিত✔
গ)নিঃশ্বাস
ঘ)অনুপম
৪২. ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ?
ক)রদনী
খ)নদীকান্ত✔
গ)কলত্র
ঘ)আপ্লব
৪৩. ‘অম্বু’ শব্দের অর্থ কী?
ক)আগুন
খ)নদী
গ)সূর্য
ঘ)জল✔
৪৪. ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় কি হবে?
ক)অপূর্ব
খ)অদৃষ্টপূর্ব
গ)অভূতপূর্ব
ঘ)ভূতপূর্ব✔
৪৫. যে ভূমিতে ফসল জন্মায় না-
ক)পতিত
খ)অনুর্বর
গ)ঊষর✔
ঘ)বন্ধ্যা
৪৬. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে-
ক)জামাই বারিক
খ) বিবাহ -বিভ্রাট
গ)হিতে বিপরীত
ঘ)বৈকুন্ঠের খাতা✔
৪৭. ‘গোবর গণেশ’ বাগধারাটির অর্থ কী?
ক) অপদার্থ
খ)নিরেট মূর্খ✔
গ)অত্যন্ত অলস
ঘ) অপটু
৪৮. একাদশে বৃহস্পতি কী?
ক)প্রবাদ
খ)বাগধারা✔
গ)সমস্তপদ
ঘ)ব্যাসবাক্য
৪৯. ‘বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর’ বাগধারাটির শুদ্ধরূপ কোনটি?
ক)বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
খ) বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
গ)বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ✔
ঘ)বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
৫০. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক) সূর্য উদয় হয়েছে
খ) তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
গ) যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুনতু মেলেনি✔
ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
৫১.বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
Sonali Bank -2016 (IT Officer)
ক) ৩৯টি✔
খ) ৩৭ টি
গ) যু৪০ টি
ঘ) বি৪১ টি
ঙ) ৪৩ টি
৫২.ভাষার মূল উপাদান হচ্ছে:
Bangladesh Bank AD 2015
ক) বর্ণ
খ) শব্দ
গ) যু ধ্বনি✔
ঘ) বি বাক্য
৫৩. কোনোটি ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরন?
Bangladesh Krishi Bank 2015 (Officer)
ক) ঝম-ঝম✔
খ) ভাল-ভাল
গ) যুরাশি-রাশি
ঘ) বিঘন-ঘন
ঙ) কোনটিই নয়
৫৪. শব্দ মধ্যস্ত দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?
Bangladesh Krishi Bank 2015 (Officer)
ক) সমীভবন✔
খ) বিষমীভবন
গ) সম্প্রকর্ষ
ঘ) স্বরসঙ্গতি
ঙ) কোনটিই নয়
৫৫. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি গুলোকে বলা হয়-
Bangladesh Krishi Bank 2015 (Officer)
ক) ঘোষ ধ্বনি
খ) অঘোষ ধ্বনি
গ) শিশ ধ্বনি
ঘ) তাড়নজাত ধ্বনি✔
ঙ) কোনটিই নয়
৫৬. নিচের কোনোটি অঘোষ ধ্বনি?
Bangladesh Krishi Bank 2015 (Officer)
ক) ক✔
খ) গ
গ) ঘ
ঘ) জ
ঙ) কোনটিই নয়
৫৭. একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?
Bangladesh Krishi Bank 2015 (Senior Officer)
ক) পরাগত
খ) সম্প্রকর্ষ
গ) স্বরসঙ্গতি
ঘ) অসমীকরণ✔
ঙ) কোনটিই নয়
৫৮. মধ্য স্বরাগমের সমার্থক কোনটি?
ক) স্বরসঙ্গতি
খ) অভিশ্রুতি
গ) সম্প্রকর্ষ
ঘ) বিপ্রকর্ষ✔
ঙ) কোনটিই নয়
৫৯. দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধনি লোপ পেলে তাকে কি বলে?
ক) সমীভবন
খ) সম্প্রকর্ষ✔
গ) স্বরাগম
ঘ) স্বরসঙ্গতি
৬০. উচ্চারনের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে আ-কে কি ধ্বনি বলে?
ক) হ্রস্বধ্বনি
খ) বিবৃতি স্বরধ্বনি✔
গ) সম্মুখ স্বরধ্বনি
ঘ) পশ্চাৎ স্বরধ্বনি
ঙ) কোনটিই নয়
৬১. ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ক) আগুন
খ) আরমারিও
গ) পিচাশ✔
ঘ) ইচ্ছে
ঙ) কোনটিই নয়
৬২. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরন নয়?
ক) প্রাতিপদিক✔
খ) অপিনিহিত
গ) অভিশ্রিত
ঘ) ধ্বনি-বিপর্যয়
৬৩. এক প্রয়াসে উচ্চারিতধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলে-
ক) শব্দ
খ) বর্ণ
গ) বাক্য
ঘ) অক্ষর ✔
৬৪. ‘আহবায়ক’ শব্দের প্রমিত উচ্চারণ—
ক) আওভায়োক✔
খ) আওভায়েক
গ) আহব বায়োক
ঘ) আহোববায়োক
৬৫. কণ্ঠ থেকে উচ্চারিত ধ্বনি-
ক) ক✔
খ) ঙ
গ) হ
ঘ) ঝ
৬৬. 16. বর্ন হচ্ছে–
ক) শব্দের ক্ষুদ্রতম অংশ
খ) একসঙ্গে উচ্চারিত হত্তয়া শব্দগুচ্ছ
গ) নি নির্দেশক প্রতিক✔
ঘ) নির রুপ
৬৭. বাক্যের মৌলিক উপাদান কোনটি?
ক) শব্দ
খ) ধ্বনি✔
গ) বর্ণ
ঘ) ভাষা
৬৮. কোনটি যুক্ত বর্ণ নয়, চিহ্নিত করুন।
ক) হ্ম
খ) ঞ্ছ
গ) স্ট
ঘ) এ✔
৬৯. পরের ‘ই’ কার ও ‘উ’ কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে?
ক) বিপ্রকর্ষ
খ) স্বরাগম
গ) অভিশ্রুতি
ঘ) অপিনিহিতি✔
৭০. ‘হ্ম’ যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ সংযুক্ত আছে?
ক) স+হ
খ) ম+ম
গ) হ+ম✔
ঘ) ক+খ
৭১. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
ক) ১৩টি
খ) ১০টি
গ) ১২টি
ঘ) ১১টি✔
৭২. নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?
ক) ভ
খ) ঠ
গ) ফ
ঘ) চ✔
৭৩. ধ্বনি ব্যঞ্জনা বোঝাতে কোন দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে ?
ক) ডেকে ডেকে হয়রান হয়েছি
খ) পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
গ) বৃষ্টি পড়ে টাপুর টুপুর✔
ঘ) ছমছম করছে
৭৪. বিষমী ভবনের উদাহরন কোনটি ?
ক) গ্রাম > গেরাম
খ) ধোবা > ধোপা
গ) লাল > নীল✔
ঘ) বিলাতি > বিলিতি
৭৫. কোনটি কম্পনজাত ধ্বনি ?
ক) য
খ) র✔
গ) ড়
ঘ) ব
৭৬. ঋ ধ্বনির উচ্চারন স্থান কোনটি ?
ক) ওষ্ঠ
খ) কন্ঠ
গ) মূর্ধা
ঘ) তালু ✔
৭৭. দ্রুত উচ্চারনের সময় শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে কী বলে ?
ক) বিষমীভবন
খ) সমীভবন
গ) স্বরসঙ্গতি
ঘ) সম্প্রকর্ষ✔
৭৮. ধ্বনি বিপর্যয়ের উহাহরন কোনটি ?
ক) বাসক✔
খ) ফিলিম
গ) সক্কাল
ঘ) ফলার
৭৯. যে ছন্দের মুল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
ক) স্বরবৃত্ত✔
খ) পিয়ার
গ) মাত্রাবৃত্ত
ঘ) অক্ষরবৃত্ত
৮০. ধ্বনিবিদ মুহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মুল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
ক) অ্যা ধ্বনি✔
খ) ও ধ্বনি
গ) য় ধ্বনি
ঘ) উ ধ্বনি
৮১. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান কোন শ্রেনির শব্দে অনুসৃত হয় ?
ক) দেশি
খ) বিদেশি
গ) খাঁটি বাংলা
ঘ) তৎসম ✔
৮২. যে ধ্বনি উচ্চারনের সময় স্বরতন্ত্রি অনুরনিত হয় না তাকে কি বলে ?
ক) ঘোষ ধ্বনি
খ) অঘোষ ধ্বনি✔
গ) উষ্ম ধ্বনি
ঘ) পার্শ্ব ধ্বনি
৮৩. ধ্বনি বিপর্যয়- এর উদাহরন কোনটি ?
ক) মুড়া > মুড়ে
খ) বাকস > বাসক✔
গ) মোজা > মুজো
ঘ) দেশি > দিশি
৮৪. এক অক্ষরবিশিষ্ট শব্দ সবসময়-
ক) হ্রস্ব হয়
খ) দীর্ঘ হয়✔
গ) হ্রস্ব হয় না
ঘ) দীর্ঘ হয় না
৮৫. যে ধ্বনির উচ্চারনের সময় স্বরতন্ত্রী অনুরনিত হয় তাকে কি বলে ?
ক) উষ্ম ধ্বনি
খ) পার্শ্বিক ধ্বনি
গ) যৌগিক ধ্বনি
ঘ) ঘোষ ধ্বনি ✔
৮৬. পদের মধ্যে কোনো ব্যঞ্জন বর্ণ লোপ পেলে তাকে কি বলে ?
ক) অভিশ্রুতি
খ) বিষমীভবন
গ) স্বরলোপ
ঘ) অন্তর্হতি ✔
৮৭. শ, স, ষ, হ- এ চারটি বর্ণকে কি বলে ?
ক) স্পর্শ বর্ণ
খ) উষ্ম বর্ণ✔
গ) দন্ত্য বর্ণ
ঘ) ওষ্ঠ বর্ণ
৮৮. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে ?
ক) সমীভবন
খ) ব্যঞ্জন বিকৃতি
গ) ব্যঞ্জনদ্বিত্বতা
ঘ) বিষমীভবন✔
৮৯. বাংলা ভাষার মাত্রাহীন বর্ণ কয়টি ?
ক) ৭ টি
খ) ৮ টি
গ) ৯ টি
ঘ) ১০ টি✔
৯০. পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হলে তাকে কী বলে ?
ক) বিপ্রকর্ষ
খ) ধ্বনি বিপর্যয়
গ) অভিশ্রুতি
ঘ) অপিনিহিতি✔
৯১. একটি স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কী বলে ?
ক) স্বরলোপ
খ) সমীকরন
গ) অন্ত্যস্বরলোপ
ঘ) স্বরসঙ্গতি ✔
৯২. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রুপকে কি বলা হয় ?
ক) ফল
খ) ফলা✔
গ) ফলাই
ঘ) ফলের
৯৩. স্বরবর্ণ সংখিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে ?
ক) ফলা
খ) কার✔
গ) রেখা
ঘ) যুক্ত বর্ণ
৯৪. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
Bangladesh Bank 2015 Officer (General Side)
ক) চরণের প্রথম মিল থাকে
খ) বিশ মাত্রার পর্ব থাকে
গ) অন্তমিল থাকে
ঘ) অন্তমিল থাকে না✔
৯৫. বাঙালি শিশুরা কোন বর্গের ধ্বনিগুলো আগে শিখে?
Meghna Bank Ltd. (MTO) 2014
ক) ক বর্গ
খ) চ বর্গ
গ) ট বর্গ
ঘ) প বর্গ✔
৯৬. দ্রুত উচ্চারনের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলে?
ক) সমীভবন
খ) সম্প্রকর্ষ✔
গ) স্বরাগম
ঘ) স্বরসঙ্গতি
ঙ) কোনটিই নয়
৯৭. স্বভাবতই মূর্ধন্য ষ হয়- এমন উদাহরণ কোনটি?
ক) কৃষক
খ) বর্ষা
গ) ঔষধ✔
ঘ) কাষ্ট
ঙ) কোনটিই নয়
৯৮. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
Bangladesh Bank 2009 (AD)
ক) অ
খ) আ
গ) ঐ✔
ঘ) ঈ
ঙ) কোনোটিই নয়
৯৯. স্বরসংগতির উদাহরন কোনটি?
Bangladesh Bank 2009 (AD)
ক) হইবে>হবে
খ) রাত্রি>রাইত
গ) দেশী>দিশী✔
ঘ) জালিয়া>জাইল্যা>জেলে
ঙ) কোনোটিই নয়
১০০. ফাল্গুন > ফাগুন-ধ্বনি পরিবর্তনের কোন প্রক্রিয়া এখানে কার্যকর হয়েছে?
Probashi Kallyan Bank Exam. 2014
ক) ধ্বনিবিকার
খ) শ্রুতিধবনি
গ) অন্তর্হতি✔
ঘ) ধ্বনিবিপর্যয়
১০১. স্বরসঙ্গতির উদাহরণ কোনটি?
Pubali Bank Jr. Officer 2012
ক) হইবে>হবে
খ) রাত্রি>রাইত
গ) দেশী>দিশী✔
ঘ) জালিয়া>জাইল্যা>জেলে
ঙ) কোনটিই নয়
১০২. নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি?
Pubali Bank Jr. Officer 2012
ক) অ
খ) আ
গ) ঐ✔
ঘ) ই
ঙ) কোনটি নয়
১০৩. বাংলা বর্নমালায় কতটি স্বরবর্ন আছে ?
ক) ১০ টি
খ) ১১ টি✔
গ) ৭ টি
ঘ) ৮ টি
ঙ) কোনটি নয়
সংগৃহীত