প্রাইমারি ভাইভার জন্য ২০২২ সালের প্রাইমারির ১৩ টি
রিয়েল ভাইভা অভিজ্ঞতা
রিয়েল ভাইভা
- ভাইভা নং -১
প্রার্থীর নামঃ খাইরুল আলম
তারিখ ২৬/০৬/২২
সাবজেক্টঃ রাষ্ট্রবিজ্ঞান।
জেলাঃ বরিশাল
উপজেলাঃ বাবুগঞ্জ
বিকাল ৪:২৫ মিনিট
১/ ইংরেজিতে ট্রান্সলেশন করুন।
“আমি মাস্ক পড়ে ভাইভা দিতে এসেছি”।
২/ চেঙ্গিস খান কোন দেশের?
৩/ শেরে বাংলা সম্পর্কে কিছু বলুন।
৪ / জাতিসংঘের স্থায়ী সদস্য দেশের নাম বলুন।
৫/ সংবিধান কি?
৬/ আইন ও অধ্যাদেশ এর মধ্যে পার্থক্য কি?
৭/ কতগুলো গ্রহের নাম বলুন।
৮/ শতকরা কি?
৯/ মৌলিক সংখ্যা কাকে বলে?
১০/ লসাগু ও গসাগু কি?
১১/ বরিশাল জেলার পাঁচজন এমপির নাম বলুন।
দুইটা ছাড়া সবই পারছিলাম।
- ভাইভা নং -২
প্রার্থীর নাম : তানিয়া তাবাস্সুম
তারিখ: ২৬.০৬.২২
জেলাঃ বরিশাল।
ঢুকে সালাম দিলাম।
১ম পরীক্ষকঃ আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? কোন সাবজেক্ট?
আমিঃ বললাম। আমার সাবজেক্ট টেক্সটাইল ছিল।
১ম পরীক্ষকঃ ছোট বাচ্চাদের পোশাক মেজরমেন্ট করার আগে ফেব্রিক কেমন হতে হবে? সুতা কেমন হতে হবে? সেলাই কেমন হবে? কালার কেমন হবে?
আমিঃ বললাম।
১ম পরীক্ষক: এখন সন্ধ্যা ৭টাবাজে। বাংলায় লিখুন+ইংরেজি করুন।
আমি: সঠিক ভাবে লিখতে পেরেছি।
২য় পরীক্ষকঃ বর্নান্ধ বলতে কি বোঝেন?
আমিঃ উওর দিতে পারি নি।
তয় পরীক্ষকঃ ict বলতে কি বুঝায়?
আমিঃ আই সি টি র ফুল মিনিং ভুলে গিয়েছি। তবে আইসিটি সম্পর্কে ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি।
৪র্থ পরীক্ষকঃ গার্মেন্টস সেক্টরে কি কি প্রযুক্তি ব্যবহৃত হয়?
আমি ঃ কতগুলো সফটওয়্যারের নাম+ তাদের কাজ সম্পর্কে ডিটেইলস বলতে পেরেছি। মনে হল তারা উত্তর পেয়ে খুশি হয়েছে।
১ম পরীক্ষকঃ আপনি টেক্সটাইল সেক্টর এ জব করেছেন?
আমিঃ হ্যা
আপনি কি বিবাহিত?
আমিঃ বললাম।
এরপর উনারা সবাই ধন্যবাদ দিলেন।
আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম।
রিজিকের মালিক আল্লাহ।
আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
- ভাইভা নং -৩
প্রার্থীর নাম : Hridoy Islam
তারিখ: ২৭/০৬/২২
Subject :Finance & banking
1.what is bank rate ?
2.who is governor of BB.
3.what is the present bank rate exact?
4.GDP total in amount ?
5.how to implement Finance in primary?
6.Impact of padma Bridge in southern part.
7.scheduled bank and name.
8.Per captia income.
9.6 government bank name
- ভাষার উপাদান কি?
11.ভাষার উপকরণ কি?
12.ভাষার দক্ষতা কি কি?
13.Song…
- ভাইভা নং -৪
প্রার্থীর নাম: মো.শায়খুল ইসলাম
বিএসএস (অনার্স) মাস্টার্স
শাবিপ্রবি, সিলেট
হবিগঞ্জ জেলা
তারিখ: ২৬/৬/২০২২
সময়-৭/৮ মিনিট
সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করলাম।
বোর্ড: এডিসি, ডিপিইও (আরও ২জন চিনি না)
এডিসি: কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন?
প্রার্থী: স্যার, রাষ্ট্রবিজ্ঞান
এডিসি: গুড!
তাইলে বলেন রাষ্ট্রের মূলনীতি কয়টা?
প্রার্থী: স্যার, ৪টা।
জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা
এডিসি স্যার: আর উপাদান?
প্রার্থী: ৪টা, নির্দিষ্ট ভুখন্ড, জনসংখ্যা, সার্বভৌমত্ব ও সরকার
এডিসি: কোনটা ছাড়া হবে না?
প্রার্থী: সার্বভৌমত্ব, স্যার।
না, কোনটা ছাড়াই তো হবে না। নির্দিষ্ট জনসংখ্যা ছাড়া কি হবে, সরকার ছাড়া।
জি না বললাম।
এডিসি: সংবিধানের কোথায় মৌলিক অধিকার এর কথা বলা আছে?
প্রার্থী: স্যার, ৩য় অধ্যায়। হ্যাঁ।
এডিসি: স্পেসিফিক কোথায়?
সরি স্যার!
সংবিধান অবমাননার শাস্তি কোথায় উল্লেখ আছে?
প্রার্থী: সরি, স্যার।
এডিসি: স্পেসিফিক নাই তবে সংবিধান অবমাননা রাষ্ট্রদ্রোহিতার শামিল আর রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড
এডিসি: ৫টা বাজতে ১৫মিনিট বাকি, ইংরেজি করুন।
প্রার্থী: It is quarter to five
এডিসি: হ্যাঁ, এটার আধুনিক একটা ইংরেজি হলো
“It is fifteen to five”
আচ্ছা, আপনি ধরুন। ডিপিইও স্যারকে ইঙ্গিত করলেন।
আপনি তো প্রাইমারিতে চাকরি করবেন, আপনার প্রাইমারি স্কুলের নাম বলেন।
রাধাপুর ইবতেদায়ী মাদ্রাসা।
হুম। তাইলে প্রাথমিক শিক্ষার কারিকুলাম কি জানেন?
কী কী পড়ানো হয়?
স্যার: বাংলা, ইংরেজি, গণিত, ধর্মশিক্ষা, সমাজবিজ্ঞান।
ডিপিইও: সমাজবিজ্ঞানের স্পেসিফিক নাম কী?
স্যার, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
এডিসি স্যারের পাশেই আরেকজন ছিলেন, উনি বললেন
সাংবিধানিক পদ এর নাম বলেন।
আমার মাথায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী আসলো না।
আসলো
নির্বাচন কমিশনার
মহা হিসাবনিরীক্ষক
পিএসসির চেয়ারম্যান
ধন্যবাদ, আপনি আসুন। সালাম দিয়ে চলে এলাম।
রিজিকের মালিক আল্লাহ তা’লা। দেখা যাক কী হয়।
- ভাইভা নং -৫
প্রার্থীর নাম : দোলা মনি
তারিখ: ২২/০৬/২০২২
জেলা: সিরাজগঞ্জ, উপজেলা: কামারখন্দ
সাবজেক্ট: কৃষি
প্রতিষ্ঠান: রাজশাহী বিশ্ববিদ্যালয়
ডিউরেশন ১০-১২ মিনিট হবে
বোর্ডে ৪ জন সদস্য। DC, DPEO, দুইজন এক্সটার্নাল। ভেতরে যাবার সাথে সাথেই কাগজপত্র চাইলেন। DPEO স্যার মার্কিং করছিলেন।
প্রশ্ন: DPEO
কোথায় থেকে পড়াশোনা করেছেন? কোন সাবজেক্ট?
একটি বাক্য লিখেন “বাংলাদেশ একটি স্বাধীন দেশ”
সাবজেক্টিভ কোশ্চেন: এক্সটার্নাল,
উনি হয়তো কৃষি থেকে পড়েছেন। সাবজেক্টিভ সব প্রশ্ন তিনি করেছেন।
১. মাটির উপাদান কয়টি?
উত্তর: ৪ টি
২.উপাদানগুলোর নাম বলুন।
উত্তর: খনিজ লবণ, পানি, জৈব পদার্থ, বায়ু
৩.কোন উপাদান কতো % করে রয়েছে?
উত্তর: খনিজ লবণ ৪৫%, জৈব পদার্থ ৫%, বায়ু ২৫%, পানি ২৫%
৪. রাজশাহীর মাটি কি ধরনের? মাটির pH কতো?
উত্তর: alkaline soil, pH 8 – 8.5
৫.কিভাবে বুঝলেন alkaline soil?
উত্তর: স্যার মাটির pH ৭ এর চাইতে বেশি তাই alkaline soil.
৬. Very good. আচ্ছা বলেন pH কি?
উত্তর: potential of hydrogen
৭. pH কাকে বলে?
উত্তর: negative logarithm of concentrated hydrogen ion ( concentrated বলতে ভুলে গিয়েছিলাম, স্যার বলে দিয়েছেন)
৮. কোন মাটিতে ফসল ভালো চাষ হয়?
উত্তর: দোআঁশ মাটিতে
৯. দোআঁশ মাটি কি?
উত্তর: যে মাটিতে বালি, পলি ও কাদা সমান অনুপাতে থাকে তাকে দোআঁশ মাটি বলে।
১০. আর একটা কি যেনো সূত্র ধরেছিলো পারি নি।
***সাধারণ জ্ঞান: DC স্যার প্রশ্ন করেছিলেন
১১. বঙ্গবন্ধুর জন্ম তারিখ বলুন?
উত্তর: ১৭ মার্চ, ১৯২০
১২. আওয়ামীলীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী কবে?
উত্তর: ২৩ জুন, ১৯৪৯
১৩. কতো বছর পূর্তি হবে এই বছরে?
উত্তর: স্যার ৭৩ বছর।
Excellent. আপনি তো সব উত্তরই দিতে পারছেন। তাহলে আরো কিছু জিজ্ঞাসা করি।
১৪. আচ্ছা বলুন, ২৩ জুন আর কি ছিলো?
উত্তর: স্যার পলাশীর যুদ্ধ, ২৩ জুন ১৭৫৭ সালে
১৫. কোথায় সংঘটিত হয়?
উত্তর: ভগীরথী নদীর তীরে
১৬. কাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলার বাহিনী ও ইংরেজ বাহিনীর মধ্যে।
১৭. ইংরেজদের নেতৃত্বে কে ছিলো?
উত্তর: রবার্ট ক্লাইভ
১৮. আর নবাব বাহিনীর?
উত্তর: স্যার মীরজাফর
১৯. সিপাহী বিদ্রোহ কবে হয়?
উত্তর: স্যার ১৮৫৭ সালে
২০. আচ্ছা কিছু ব্যাক্তিগত উত্তর দিন। আপনার নামের অর্থ কি?
উত্তর: যথার্থ সুখী
DC স্যার: আপনার নামের অর্থ টা অনেক সুন্দর। আপনি কি আসলেই সুখী?
উত্তর: জ্বি স্যার আলহামদুলিল্লাহ্।
২১. রাবেয়া বসরী কে ছিলেন?
উত্তর: তিনি একজন ধর্মভীরু তপস্বী ছিলেন। ইরাকের বসরা নগরীতে জন্ম গ্রহণ করেন। তিনি দ্বীনের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। সারাদিন কাজ করতেন, রাত্রিতে জেগে আল্লাহর ইবাদত করতেন।
২২. আবদুস সবুর খান কে ছিলেন?
উত্তর: উনি মুসলিম লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। আইয়ুব খানের আমলে যোগাযোগ মন্ত্রীও ছিলেন তিনি। তবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের পক্ষ নিয়েছেন।
DC স্যার: That’s great, নিজের সম্পর্কে সব তথ্য রাখেন দেখছি। Very impressive.
আপনার রেজাল্ট তো খুবই ভালো। ৪ আউট অফ ৪!! আপনি বিসিএস এর জন্য চেষ্টা করেন নি? আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও হতে পারবেন। চেষ্টা করেন
উত্তর: স্যার আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার ইচ্ছা ছিলো বলেই বিসিএস এর প্রিপারেশন টা আগে থেকে নেই নি। কিন্তু আসলে আমাদের ভার্সিটির প্রশাসনের দুর্নীতির জন্য শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া টা সম্ভব নয়। স্ট্রং পলিটিক্যাল সাপোর্ট আর টাকা ছাড়া শিক্ষক হিসেবে সাধারণ মেধাবীদের নিয়োগ হয় না। বর্তমানে একটা জব প্রয়োজন খুবই, সে জন্যই প্রাইমারি তে আবেদন করেছি।
চাকরি টা হলে আপনি করবেন?
অবশ্যই স্যার। নিশ্চই করবো।
DC: আপনাদের মতো স্টুডেন্টদের থেকে বাচ্চা রা ভালো কিছু শিখবে আশা করি। তবে বিসিএস এর জন্য প্রস্তুতি নিয়েন, এখনো তো অনেক বয়স আছে আপনার। হয়ে যাবে আশা রাখি।
জি স্যার ইনশা আল্লাহ্ চেষ্টা করবো।
DPEO: আপনার ভাইভা অনেক ভালো হয়েছে। Impressive. আচ্ছা আর দুইটা প্রশ্ন
২৩. আমি একটা সবুজ বোরখা পরেছি, ট্রান্সলেশন করুন।
I wear a green veil
খাতায় লিখুন এটা : “——–“লেখার সময় জিজ্ঞাসা করছেন হাতমোজা পরে লিখতে আপনার অসুবিধা হয় না?
আপনার হাতের লেখা অনেক সুন্দর। আপনি কি কর্সিভ লেটার লিখতে পারেন?
জ্বি স্যার। লিখুন তো কয়েকটা।
A থেকে G অবধি লেখার পর, আচ্ছা আর লিখতে হবে না। আপনাকে দিয়ে সার্টিফিকেট হাতে লেখানো যাবে দেখছি
লাস্ট কোশ্চেন: বাংলাদেশ নদীমাতৃক দেশ এটার ট্রান্সলেশন
Bangladesh is a riverine country
আচ্ছা একটা গান শুনান।
স্যার গান? হাসি দিয়ে বলছেন আচ্ছা কবিতা শুনান। একটা তো বলতেই হবে তাছাড়া মার্ক দিবো কি করে?
কবিতা: শুরুতে মুজিব মানে মুক্তি, দুই লাইন বলে ভুলে গেছি
DC: সুন্দর হচ্ছিলো তো বলেন বলেন?
স্যার মনে পড়ছে না।
আচ্ছা অন্য একটা শোনান।
পরে ক্লাস ২ এর প্রার্থনা কবিতা আবৃত্তি করেছিলাম। ৭-৮ লাইন বলার পর,
Dpeo: অনেক সুন্দর হয়েছে,এভাবেই বাচ্চাদের শিখবেন আশা করছি
জ্বি স্যার ইনশা আল্লাহ্
শুভকামনা আপনার জন্য। আপনি এখন আসতে পারেন।
#বি_দ্রঃ যারা সাবজেক্টিভ প্রশ্নের ভালো উত্তর দিতে পারছে, তাদেরকে পরবর্তীতে সাধারণ জ্ঞান অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছে। সাবজেক্টিভ না পারলে দুই চারটা ধরেই ছেড়ে দিচ্ছে। বেশি উত্তর করতে পারলে বেশি প্রশ্ন করছে আবার অনেক কে পারলেও অল্প ধরেই ছেড়ে দিচ্ছে। সবটাই আসলে ওনাদের মন মর্জি।
তবে ভাইভা বোর্ডে সাবাই অনেক আন্তরিক। অনেক ভালো ব্যাবহার করেছেন। না পারলেও খুব পজিটিভ ভাবে কথা বলছেন সবার সাথে। ভয়ের কোন কারণ নেই।
সবাই নিজেদের সাবজেক্টিভ বিষয়গুলো ভালোভাবে পড়ে যাবেন ইনশা আল্লাহ্। সাবজেক্টিভ সবাইকেই জিজ্ঞাসা করছে। সর্বোপরি যার রিজিকে আছে তার হয়েই যাবে। রিজিকের মালিক আল্লাহ্
- ভাইভা নং -৬
প্রার্থীর নাম : Farah Fahin
তারিখ: ২৬.০৬.২২
জেলাঃ মুন্সিগঞ্জ।
ঢুকে সালাম দিলাম।
১ম পরীক্ষকঃ আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? কোন সাবজেক্ট?আর সার্টিফিকেটগুলো চাইলো।
আমিঃ ভার্সিটির নাম বললাম আর ডিপার্টমেন্ট অর্থনীতি।
২য় পরীক্ষকঃ নিজের ভাষায় অর্থনীতি কি বলেন?
আমিঃ আমাদের সম্পদ সীমিত।কিন্তু অভাব বা চাহিদা অসীম।এই অসীম অভাবকেই সীমিত সম্পদ দিয়ে পূরন করাটাই হচ্ছে অর্থনীতি।এই কথাটাই ঘুরায় প্যাচায় বড় করে বলেছি।
২য় পরীক্ষকঃ উৎপাদনের উপকরণগুলো কি কি??
আমিঃ উওর দিতে পারি নি।
২য় পরীক্ষকঃ প্রাইমারিতে কেনো আসতে চাচ্ছেন???
আমিঃ প্রথমত-এইটা একটি সরকারি চাকরি।আর টিচিং প্রফিসনটা আমার ভালো লাগে।
১ম পরীক্ষকঃ তাহলে বলেন তো”বাচ্চাদের সাথে কাজ করতে আমার ভাল লাগে”এর ট্রান্সলেশনটা কি???
আমি: I feel joyous to work with the children.
১ম পরীক্ষকঃ মুজিবনগর সরকার বলতে কি জানেন?
আমিঃ উত্তর দিলাম(যা জানতাম পুরোটাই বলেছি।উনারা শেষ পর্যন্ত শুনেছে।মুজিবনগর সরকার কেনো হয়েছে,কখন হয়েছে,কে কে ছিল তার সাথে সব)
২য় পরীক্ষকঃএকটা কবিতা বলেন।
আমিঃএকটা কবিতা আবৃত্তি করলাম।
তারপর চলে যেতে বললো।সালাম দিয়ে চলে আসলাম
- ভাইভা নং -৭
প্রার্থীর নাম : Md Shahinur Islam
তারিখ : ২৬/০৬/২২
জেলা: রাজশাহী
রানী
Duration: ১০ মিনিট প্রায়
আমি : আসতে পারি স্যার (আসসালামু আলাইকুম)
স্যার: (ওয়ালাইকুম আসসালাম)আসুন, বসুন
আমি :ধন্যবাদ স্যার
স্যার: আপনার সাবজেক্ট কি
আমি : রসায়ন
স্যার: তোমার রোল নম্বর বাংলায় ও ইংলিশে কথায় লিখো?
আমি : লিখলাম । একটু প্রবলেম হয়েছিল স্যাররা আবার পরে শিখায় দিল।
স্যার: পিরিয়ডিক টেবিল সম্বন্ধে বুঝিয়ে বলুন?
আমি : বললাম
স্যার : আয়নিক যৌগ ও সমযোজী যৌগ কাকে বলেন?
আমি : সাধারণত ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে আয়নিক যৌগ এবং ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে সমযোজী যৌগ বলা হয়।
স্যার: পানির সংকেত হয় কিন্তু বাতাসের সংকেত কেন হয় না?
আমি : কারণ আর পানি একটি যৌগিক অণু এবং বাতাস একটি মিশ্র পদার্থ।
স্যার: বাতাসের উপাদান গুলো বলুন?
আমি : নাইট্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প ইত্যাদি
স্যার: বাতাসে অক্সিজেনের শতকরা কত পরিমান আছে?
আমি : ২০.২১%
স্যার: 2O ও O2 কি বলো?
আমি : ২ অণু অক্সিজেন পরমাণু এবং অক্সিজেন অনু।
স্যার: বঙ্গভঙ্গ কবে হয় এবং বঙ্গভঙ্গ রদ কবে হয়?
আমি : ১৯০৫,১৯১১
স্যার: সাবাস বাংলাদেশ কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে?
আমি : রাজশাহী বিশ্ববিদ্যালয়, নিতুন কুন্ডু
স্যার: অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত?
আমি : সরি স্যার( ঢাকা বিশ্ববিদ্যালয়)
স্যার: কয়েকজন বুদ্ধিজীবীর নাম বলুন?
আমি : আস্তে করে বললাম ডঃ শামসুজ্জোহা
স্যার: ১৪ ই ডিসেম্বর এর কয়েকজন বুদ্ধিজীবীর নাম বলুন?
আমি : মনির চৌধুরী,.. আরো অনেকে।
স্যার: রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে?
আমি : মুনীর চৌধুরী
স্যার: গান অথবা কবিতা কোনটা পারেন?
আমি : ছড়া ভালো পারি
স্যার : ছড়া বলুন তাহলে?
আমি: ওই দেখা যায় তাল গাছ..
স্যার : আচ্ছা এবার আপনি আসুন তাহলে
আমার ড্রেসকোড থ্রি পিস আর হিজাব ছিল।
ধন্যবাদ সবাইকে ।
- ভাইভা নং -৮
প্রার্থীর নাম :
তারিখ: ২৬/০৬/২২
সিরিয়াল ছিলো ৮ নং
বোর্ডে উপস্থিত ছিলেনঃ ডিসি স্যার, এনডিসি স্যার, ডিপিইও।
প্রার্থীঃ ভিতরে আসতে পারি? অনুমতি দিলে প্রত্যেককে গুড আফটারনুন দিলাম।
বোর্ডঃ ডিপিইও প্রথমে কাগজপত্র চাইলেন, তারপর বসতে বললেন, ধন্যবাদ দিয়ে বসে পড়লাম। তারপর সাবজেক্ট ছিলো সমাজকল্যাণ, ডিসি স্যার বললেন সমাজকর্ম নাকি সমাজকল্যাণ, বললাম স্যার সমাজকল্যাণ। তারপর তিনি কি একটা কাজ করছিলেন সেটা করতে করতেই আমাকে জিজ্ঞাসা করলেন(আমার দিকে না তাকিয়ে)- সমাজের কল্যাণ কিভাবে নিশ্চিত করা যায়?
প্রার্থীঃ জনগণের সমস্যা এবং চাহিদার সাথে মোকাবিলা করা এবং মানুষের সেবা ও কল্যাণ মূলক কাজের মাধ্যমে।
বোর্ডঃ তারপর ডিসি আর কোন প্রশ্ন করেননি, এবার এনডিসি স্যার উরাধুরা প্রশ্ন করা শুরু করলেন, কোথা থেকে পড়াশুনা করেছেন?
প্রার্থীঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
বোর্ডঃ প্রাইমারি তে কেন আসতে চান?
প্রার্থীঃ সর্বপ্রথম আমার একটা চাকরি দরকার। তারপর গেলাম যা সাজিয়ে নিয়ে গেছিলাম- একটা দেশকে উন্নত করতে হলে সর্বপ্রথম তার শেকড় কে উন্নত করতে হবে। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের থেকে প্রাইমারির শেকড় টা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া স্যার, আমারা যদি উন্নত দেশের দিকে তাকায় তাহলে দেখতে পাবো সেখানেই সবথেকে বেশি শিক্ষিত শিক্ষক নিয়োগ দেয়া হয়। আমাদের সরকার ও সেই চেষ্টাই করে যাচ্ছেন। (ফেসবুক থেকে সংগ্রহ করেছিলাম)।
বোর্ডঃ ভালো সুযোগ আসলে চাকরি করবেন নাকি ছেড়ে দিবেন?
প্রার্থীঃ স্যার, প্রত্যেকেই তার অবস্থানের উন্নতি চাই, নিজেকে ভালো অবস্থানে দেখতে চাই। আমি মনে করি কখনো যদি আমার ভালো সুযোগ আসে তাহলে আমার কর্তৃপক্ষই আমাকে অনুপ্রাণিত করবেন যাওয়ার জন্য।
বোর্ডঃ এনডিসি স্যার, বললেন খুবই ডিপ্লোমেটিক এন্সার দিয়েছেন। তারপর প্রশ্ন করলেন- বঙ্গবন্ধু কে চিনেন? উনার সম্পর্কে ৫ টি বাক্য বলুন।
প্রার্থীঃ বাঙালী জাতির জনক, তিনি বাঙালী কে হাজার বছরের শৃঙ্খল থেকে মুক্ত করেছেন, বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, এরকম আরো কি কি বলছিলাম মনে নাই তবে ৫ টির বেশি বলে ফেলছিলাম আরো বলেই যাচ্ছিলাম। তখন এনডিসি স্যার থামিয়ে দিয়ে পরের প্রশ্ন করলেন।
বোর্ডঃ বঙ্গবন্ধু কে হত্যা করা হলো কেন?
প্রার্থীঃ বাকশাল কায়েমের জন্য, খন্দকার মোশতাক ও সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যরা ষড়যন্ত্র করে হত্যা করেছিলেন ক্ষমতা লাভের আশায়। কিছু মাথায় আসতেছিল না এটাই বললাম।
বোর্ডঃ বাকশাল কি? বাকশাল সমর্থন করেন?
প্রার্থীঃ বাকশাল হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। শোষণহীণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি পদ্ধতির যে একক জাতীয় দল প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু সেটাই বাকশাল।
আমি বলেছি, বাকশাল সমর্থন করি কারণ তৎকালীন প্রেক্ষাপটে একটা যুদ্ধবিধ্বস্ত দেশে বহির্বিশ্ব থেকে বঙ্গবন্ধু সাহায্য নিয়ে আসতেন, কিন্তু দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, আওয়ামী লীগের নিজ দলের ভিতর কোন্দল, পুলিশ হয়ে যায় সন্ত্রাসী, এই সার্বিক কারণে তিনি বাকশাল কায়েম করেছিলেন যেটা তখনকার সময়ে শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দরকার ছিলো।
বোর্ডঃ এবার ডিপিইও প্রশ্ন করলেন, সামাজিক ন্যায়বিচার বলতে কি বুঝ?
প্রার্থীঃ স্যার, জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, ধনী, গরিব নির্বিশেষে সবাই আইনের দৃষ্টিতে সমান এবং একই বিচার পাবে সেটাই সামাজিক ন্যায় বিচার।
পরে ডিপিইও স্যার বললেন, আপনি আসুন।
সবাইকে সালাম দিয়ে বের হয়ে আসলাম। আসার পথে শুনলাম এনডিসি স্যার আমার নাম বললেন, পরে পিছনে তাকাতে তিনি বললেন আপনাকে না, আপনি আসুন।
আশা করেছিলাম পদ্মা সেতু, গান/ কবিতা, ট্রান্সলেশন এগুলা থেকে প্রশ্ন করবেনই, কিন্তু করেন নাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়
সমাজকল্যাণ।
রিজিকের মালিক আল্লাহ।
- ভাইভা নং -৯
প্রার্থীর নামঃ- মোঃ সাদ্দাম হোসেন
তারিখ ; ২৬/০৬/২০২২
জেলাঃ- কিশোরগঞ্জ
উপজেলাঃ- হোসেনপুর
সাবজেক্টঃ- গণিত
প্রশ্ন
১/ ইরাক কবে কুয়েত আক্রমণ করেছিল? যুদ্ধের নাম কি?
২/ এ পর্যন্ত কয়বার আরব- ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছে?
৩/ প্রথম যুদ্ধের কারণ কি?
৪/ গোলা মালভূমি কোথায় অবস্থিত?
৫/ ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
৬/ সুয়েজ খাল জাতীয়করণ কি?
৭/ ইয়াসির আরাফাত কবে বাংলাদেশ আসেন?
৮/ ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? দলের নাম কি? নির্বাচনী প্রতীক কোনটি?
৯/ এরশাদের দলের নাম কি?
১০/ বর্তমান মহাসচিবের বাড়ি কোথায়?
১১/এবার একটি গান শুনান?
১২/ গানের প্রেক্ষাপট কি?
১৩/ এই লেখা কি আপনার? লেখাতো বেশ সুন্দর।
এবার আপনি আসুন
- ভাইভা নং -১০
নাম: নাম প্রকাশে অনিচ্ছুক
উপজেলা : হোসেনপুর
জেলা: কিশোরগঞ্জ
প্রশ্ন: নাম কি?
উত্তর: আন্সার্ড
প্রশ্ন: আপনার পরীক্ষা কে দিয়ে দিয়েছে?
উত্তর: হেসে দিয়ে বললাম, “আমি নিজেই দিয়েছি স্যার”
প্রশ্ন: সাবজেক্ট কি?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞান
প্রশ্ন: কোন কলেজে পড়েছেন?
উত্তর:মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান কেন?
উত্তর: আমি আমার মতো বলেছি। কিন্তু বোর্ড সন্তষ্ট ছিল না। বারবার জিজ্ঞাসা করছিলো প্রশ্নটি। সম্ভবত আমি শেষ পর্যন্ত সঠিক উত্তর দিতে পারিনি।
প্রশ্ন: ইউক্রেনের আশেপাশে কি কি রাষ্ট্র আছে আর?
উত্তর: আমি দুটো বলেছিলাম। তার মধ্যে শুধু একটা হয়েছে। (রাশিয়া সঠিক ছিল)
প্রশ্ন: বোয়ালমারি কি?
উত্তর: আমি বলতে পারিনি।(যখন জানা নেই বললাম তখন বললো নাম শুনেছেন কখনও?)
প্রশ্ন: ডায়ালগ গ্রন্থ কি নিয়ে লিখা?
উত্তর: আমার জানা ছিল না।
প্রশ্ন: রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি গ্রন্থের নাম বলুন
উত্তর: এরিস্টটলের The Politics, প্লেটোর রিপাবলিক, টমাস হবসের Leviathan, রুশোর The Social Cotract, কার্ল মার্কসের Das Capital, Communist Menifesto.
প্রশ্ন: কমিউনিস্ট কি?
উত্তর: আমি সম্রাজ্যবাদ বলেছিলাম। যা ভুল উত্তর ছিল। স্যার বললেন এটা Communism না।
______
আমার ভাইভা সন্তষ্টজনক হয়নি। কিন্তু বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিল। আমি এত কম উত্তর পারার পরও একজন স্যার আরেক জনকে বলছিলেন, অনেক জিজ্ঞাসা করেছেন, থাক। এটা বলে আবারও বলছিলেন ভালোই তো পারছে। তারপর যখন উঠে পড়লাম চেয়ার থেকে তখন জিজ্ঞাসা করলো, “হাজব্যান্ড কি করে?”
বললাম যে, টেক্সটাইলে জব করে। তারপর জিজ্ঞাসা করলো, কোথায় জব করে? আমি নারায়ণগঞ্জ বলার পর জিজ্ঞাসা করলো, আমি যাই কি না সেখানে।
_____
আমার ভাইভা প্রস্ততি অনেক ভালো ছিল। গান কবিতার প্র্যকটিসও দারুণ ছিল। অনেক কিছু শিখেছিলাম। কিন্তু নিজেকে প্রকাশ করতে পারিনি। আমার রিটেন পরীক্ষাও সন্তষ্টজনক ছিল না। আর ভাইভাও সন্তষ্টজনক হলো না। তথাপিও আমি বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ। তিনি উত্তম পরিকল্পনাকারী, উত্তম ফয়সালাকারী এবং ন্যায়বিচারক। মহান আল্লাহপাক আমার জন্য যা ফয়সালা করবেন আমি সেটাই মেনে নিবো আলহামদুলিল্লাহ।
///
প্রথমে গিয়ে সালাম দিলাম। বসতে বল্ল।
বোর্ডঃ আমার হাতের লেখা চেক করার জন্য দুইটা ওয়ার্ড লিখতে দিল।
বোর্ড ঃ আপনার ডেইট অব বার্থ?
আমিঃ বললাম
বোর্ড ঃ আপনার তো তাইলে এইজ শেষ।
আমিঃ হ্যাঁ স্যার
বোর্ড ঃ কোথায় থাকি, ফ্যামিলি তে কে কে আছেন? বাবা কি করেন এইসব আস্ক করল
আমিঃ বললাম সব
বোর্ড ঃ আর কোথায় কোথায় আপ্লাই করেছেন।
আমিঃ আমি বললাম। ( যদিও খুব কম অ্যাপলাই করেছি। করলেও এক্সাম দিতে যেতে পারিনা। কারন ঢাকার বাইরে থাকি)
বোর্ড ঃ আপনার সাব্জেট কি?
আমিঃ বললাম। শুনে বোর্ড এক গাল হাসি দিলো। এই সাব্জেট পরে প্রাইমারি চাকরি করতে আসছি এইজন্য। কিন্তু কিছু বললেন না। অনেকের কাজ থেকে শুনে ফেলেছে হয়তো।
বোর্ড ঃ কোন ভার্সিটি আস্ক করল।
আমিঃ বললাম
বোর্ডঃ আমার মার্ক্স কেমন আছে আস্ক করল। আমি বললাম হ্যাঁ স্যার ভালো। পাসের জনকে বললেন দেখেন তো উনার ১০ এ কত থাকে?
– উনি দেখে বল্লেন হ্যাঁ ১০ থাকে( একাডেমিক রেজাল্ট)
বোর্ডঃ পাশের ম্যাম আস্ক করল, এতোদিনে কোথাও বা প্রাইভেট এ ট্রাই করেনি নি?
আমিঃ করেছি ম্যাম। জব ও করতাম। কিছু কারনে জব ছাড়লাম। সেইসব বললাম।
বোর্ডঃ বিয়ে করেছেন?
আমিঃ না স্যার।
বোর্ডঃ কেন? জব এর জন্য?
আমিঃ হ্যাঁ স্যার।
বোর্ডঃ পাশের ম্যাম কে, আজকাল কি মেয়েরাও জব না পেলে বিয়ে করেনা?
ম্যামঃ হ্যাঁ, অনেকেই নিজের পায়ে দাড়াতে চায়।
বোর্ডঃ অও। গান পারেন?
আমিঃ হ্যাঁ স্যার
বোর্ডঃ হ্যাঁ বোঝা যাচ্ছে।
বোর্ডঃ পাশের আরেকজন স্যার- are you determined to do the job?
আমিঃ yes sir, ofcourse.
বোর্ডঃ ওকে আপনি আসতে পারেন।
আমিঃ ওকে। থ্যাংক ইউ স্যার। সালাম দিয়ে বের হয়ে গেলাম।
সংগৃহীত পোস্ট
- ভাইভা নং -১১
প্রার্থীর নামঃ হাসিবুর রহমান।
জেলাঃ লক্ষ্মীপুর, সদর উপজেলা।
বিষয়ঃ ব্যবস্থাপনা
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিয়েছিলাম। অনুমতি পাবার পর আসন গ্রহণ করলাম।
একটা শীটে রোল, আবেদনের অনুরূপ সিগনেচার আর বাংলা ও ইংরেজিতে ২ টা বাক্য লিখতে দিলো।
লিখা শেষে প্রশ্ন শুরু।
বোর্ডঃ মাসলোর চাহিদা সোপান ত্বত্ত্বের শেষ স্টেপ টা ব্যাখ্যা করেন।
প্রার্থীঃ আত্মপ্রতিষ্ঠার চাহিদা বা আত্মপ্রকাশের চাহিদা মানুষের সর্বোচ্চ স্তরের চাহিদা। প্রথম চারটি স্তরের চাহিদা যথাযথভাবে পূরণ হলেও মানুষের মধ্যে একটা অতৃপ্তি থেকে যায় যার ফলে সে আত্মপ্রতিষ্ঠার একটা কাল্পনিক চূড়ান্ত পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়ার চেষ্টায় ব্যাপৃত থাকে। অর্থাৎ আত্মপ্রতিষ্ঠার চাহিদা মানুষের জীবনের অধিকাংশকাল জুড়ে তাকে সক্রিয়তায় নিয়োজিত রাখে।
বোর্ডঃ Goal and Objective এর মধ্যে পার্থক্য কি?
প্রার্থীঃ লক্ষ্য হ’ল ভবিষ্যত বা কাঙ্ক্ষিত ফলাফলের ধারণা যা কোনও ব্যক্তি বা একদল লোক কল্পনা করে, পরিকল্পনা করে এবং অর্জনের জন্য প্রতিশ্রুতি দেয়। লোকেরা সময়সীমা নির্ধারণ করে একটি সীমাবদ্ধ সময়ের মধ্যে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে।
উদ্দেশ্য হল উপ-লক্ষ্য বা অংশীদারিত্ব যা নির্দিষ্ট সময়ের মধ্যে সুনির্দিষ্ট এবং অর্জনযোগ্য। এই উপ-লক্ষ্যগুলি অর্জনের পরই ব্যক্তিটি অবশেষে তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারে।
বোর্ডঃ কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়?
প্রার্থীঃ ২৬ মার্চ দিবাগত রাতে।
বোর্ডঃ বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেন?
প্রার্থীঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বোর্ডঃ কোণ কাকে বলে?
প্রার্থীঃ যদি দুইটি সরলরেখা পরস্পরের সাথে কোনো বিন্দুতে মিলিত হয়, তবে মিলন বিন্দুতে কোণ উৎপন্ন হয়।
বোর্ডঃ কোন শ্রেণিতে কোণ নিয়ে আলোচনা আছে?
প্রার্থীঃ তৃতীয় শ্রেণি।
বোর্ডঃ একটা ভগ্নাংশের অংক দিলো। উনি মুখে মুখে বললেন আমি লিখলাম। সাধারণ ভগ্নাংশের অংক।
প্রার্থীঃ ঠিকমতো করে দিলাম।(অংকটা পুরোপুরি মনে নেই)
বোর্ডঃ মৌলিক চাহিদা গুলো কি কি?
প্রার্থীঃ খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন।
বোর্ডঃ Women Empowerment ইংরেজিতে ব্যাখ্যা করেন। পরে বললেন আচ্ছা বাংলায় বলেন।
প্রার্থীঃ নারীর ক্ষমতায়ন এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে নারীরা তাদের পূর্বের অবস্থান থেকে বেরিয়ে এসে নিজেদের যোগ্যতা ও অর্জনকে তুলে ধরতে পারেন এবং পরিবার, সমাজ বা গণজীবনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত ও অবস্থানকে তুলে ধরেন। নারীর ক্ষমতায়ন মূলত অর্থনৈতিক ক্ষেত্র এবং রাজনৈতিক অবকাঠামোতে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের একটি মাধ্যম বা উপায়, যার মাধ্যমে নারীরা নিজেদের মেধা ও যোগ্যতাকে প্রকাশ করতে পারেন এবং নিজেদের অধিকারগুলো আদায়ে সচেষ্ট হতে পারেন।
উত্তর করলাম বাট এডিসি ম্যামের মনে ধরেনি উত্তরটা।
পরে এডিসি ম্যাম বললেন আচ্ছা আপনি এবার আসুন। সালাম দিয়ে বের হলাম।
- ভাইভা নং -১২
প্রার্থীর নাম : Md. Omar Faruque Babu
☞ Subject: English Literature
☞ District: Lalmonirhat
☞ Serial no: 27
☞ Time : After Lunch (3.30pm.)
☞ Duration: about 10mins
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ+ সালাম+ আসন গ্রহণ
DC Sir: কোথায় পড়াশোনা করেছেন?
Me: Carmichael College,Rangpur.
DC Sir: কোন সাবজেক্ট?
Me: English Literature
DC Sir: পঞ্চম শ্রেণির ইংরেজি বই সামনে এগিয়ে দিয়ে বললেন, এখান থেকে রিডিং পড়ুন অর্থসহ
Me: পুরো প্যাসেজের তিন চতুর্থাংশ পড়লাম অর্থসহ।
DC Sir: থামিয়ে দিয়ে প্রশ্ন করলেন- ইংরেজি সাহিত্যের Epic এর নাম বলেন।
Me: Iliad and Odyssey.
DC Sir: এগুলো ছাড়াও প্রাচীন এপিকের নাম বলেন
Me: Beowulf.
DC Sir: Beowulf এর ভাষা কি /কোন ভাষায় লেখা হয়?
Me : স্যার Beowulf ইংলিশে লেখ হয় নি। এটা অন্য একটা ভাষায় লেখা হয় কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না
DC sir: ওকে, এটা Anglo Norman Language এ লেখা হয়। দেন আবার কোশ্চেন- Elizabethan Period এর কয়েকজন কবির নাম বলেন।
Me: William Shakespeare ছাড়া আর কারো নাম মনে পড়ছিল না। ডিসি স্যার বল্লেন- John Milton
DC Sir: Vitorian Age এর কয়েকজন সাহিত্যিকের নাম বলেন..
Me: Robert Browning, Thomas Hardy,Charles Dickens, George Eliot… স্যার থামিয়ে দিলেন।
DC Sir: William Shakespeare এর চারটা Tragedy র নাম বলেন।
Me: Romeo and Juiet, Othello, Hamlet,Mackbeth (Romeo and Juiet বলার সময় কনফিউজড ছিলাম। মনে হচ্ছিল এটা বোধহয় Comedy! )
DC Sir: Hamlet র পটভূমি বলুন
Me: Answered
DC Sir: Canterbury Tales কার লেখা?
Me: Geoffrey Chaucer.
DC Sir: তিনি আর কি কি লিখেছেন?
Me: The House of Fame,Parlement of Foules.
DC Sir: Alliteration কি?
Me: the repetition of consonant sounds in two words…….
এরপর উনি ক্লাস ফাইভের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই দেখে প্রশ্ন করলেন- যুক্তফ্রন্ট কত সালে ক্ষমতায় আসে?
Me: ১৯৫৪ সালে।
DC Sir: কোন কোন দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয়?
Me: আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।
DC Sir: গণতন্ত্রী পার্টি? ওটা কমিউনিস্ট হবে মনে হয়, হাজি দানেশের!
Me:
DC Sir: যুক্তফ্রন্ট কতদিন ক্ষমতায় ছিল?
Me: ৫৬ দিন! (কনফিউজড ছিলাম) DC sir বললেন ঠিক আছে।
DC Sir: ok, এরপর উনি DPEO এবং PTI sir কে বললেন কোনো প্রশ্ন করবেন কিনা?
PTI Sir: না, আর কি প্রশ্ন করব! সবই তো পারছে শুধু একটা ছাড়া!! এরশাদ সাহেব কতদিন ক্ষমতায় ছিলেন ওটা শুধু বলতে পারেন নি, তাই না? ডিসি স্যার বললেন, না যুক্তফ্রন্ট কতদিন ছিল ক্ষমতায় এটা প্রশ্ন ছিল, পেরেছে।(একচুয়ালি ঐসময় PTI Sir আমার NID Card check করতেছিল। উনি বললেন, তাহলে ঠিক আছে আসুন।
আসার জন্য উঠব উঠব এমন সময় DPEO Sir বললেন আমি একটা প্রশ্ন করি- who is the father of modern poetry?
Me: Geoffrey Chaucer.
DPEO Sir: ওকে, আপনি আসুন।
সালাম দিয়ে বিদায় হলাম।
Experienceঃ পুরা ১০ মিনিটের মতো আমারে ইচ্ছামতো কোপাইসে
সবার জন্য সাজেশন (বিশেষ করে লালমনিরহাট জেলার পাব্লিকের জন্য) আপনারা নিজের সাবজেক্ট+ ক্লাস ফাইভের ইংরেজি বইয়ের Preface, এটা ভালো করে অর্থসহকারে পড়ে যাবেনই যাবেন। এটা পড়তে দিবেই। কারণ আজকে কমবেশি সবাইকেই এটা পড়তে লাগায় দিসে। এখানে Pronunciation দেখে। আর ক্লাস ফাইভের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটা ভালো করে দেখে যাবেন।
বি.দ্র. আমাকে সাংস্কৃতিক কর্মকান্ড সম্পর্কে কিছু জিজ্ঞেস করে নি।(এটা নিয়ে খুব টেনশনে ছিলাম )
✪ প্রাইমারি ভাইভা অভিজ্ঞতা ২০২২ ✪
☞ জেলা:ধোবাউড়া, ময়মনসিংহ
☞ সাবজেক্ট: রাষ্ট্রবিজ্ঞান
☞ প্রার্থী: মোবাসসিরা দিনা
ডি.সি স্যারঃ কোথায় পড়াশোনা করেছেন?
আমিঃ Chittagong University
ডি.সি স্যার: কোন subject?
আমিঃ political science
ডি.সি স্যার: বলেন তো GDP আর GNP কি?
Answered.
ডি.সি স্যার: বর্ণনা করেন?
….
ডি.সি স্যার: বৈদেশিক মুদ্রা রিজার্ভ বলতে কি বুঝেন? এই মুদ্রা কি কাজে লাগে? বিদেশ থেকে টাকা পাঠালে gdp না gnp?
….
ডি.সি স্যার:একটি দেশের কি পরিমাণ মুদ্রা রিজার্ভ থাকা প্রয়োজন হয়?
আমিঃ সরি স্যার,আমার জানা নেই
ডি.সি স্যারঃ আপনি তো political science এ পড়েছেন এটা জানা উচিত ছিল।
আমিঃ সরি স্যার( মন চাইছিল বলি এটা তো Economics এর ব্যাপার )
ডি.সি স্যার; আচ্ছা বলেন শ্রীলঙ্কার বর্তমানে কি পরিস্থিতি? এবং এই অবস্থার কারণ কি?
আমি; answered…
DPEO sir: Tell something about yourself?
আমি; Thanks for giving me such an opportunity,..৭-৮ লাইন বলতেই থামিয়ে দিলেন।
Superintendent sir: গান পারেন? একটি গেয়ে শোনান..
আমিঃ স্যার রবীন্দ্র সঙ্গিত গাইতে পারি?
স্যার; এটা তো কঠিন,পারবেন?
আমিঃ জ্বি স্যার, আমার পরাণ যাহা চায়.. ৩ লাইন গাইতেই ডি.সি স্যার বললেন,ওকে,আপনার গলা ভাল। আপনার ভাইভা ভালো হয়েছে,আপনি এবার যেতে পারেন…
- ভাইভা নং -১৩
প্রার্থীর নাম : নাম প্রকাশে অনিচ্ছুক
☞ ভাইবার স্হানঃ জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা
☞ তারিখঃ ২০জুন ২০২২
☞ সময়ঃ সকাল, ১১.৪৫
প্রার্থীঃ সালাম দিয়ে বললাম আসতে পারি, স্যার।
বোর্ডঃ আসেন, বসতে বললেন।
প্রার্থীঃধন্যবাদ, স্যার।
বসলাম
বোর্ডঃকোথায় পড়াশোনা করেছেন?
প্রার্থীঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
বোর্ডঃ কোন বিষয়ে?
প্রার্থীঃউদ্ভিদবিদ্যা
বোর্ডঃবাংলাদেশ বানান ইংরেজিতে এবং বাংলায় লিখুন, এবং স্বাক্ষর করুন আবেদন ফর্ম অনুযায়ী।
প্রার্থীঃবাংলাদেশ, Bangladesh এবং স্বাক্ষর করলাম
বোর্ডঃমানুষের বৈজ্ঞানিক নাম কি?
প্রার্থীঃহোমো সেপিয়েন্স
বোর্ডঃ বৈজ্ঞানিক নামটা লিখতে পারবেন?
প্রার্থীঃ,জ্বি স্যার পারবো, লিখলাম Homo sapiens
বোর্ডঃপ্লাস্টিডের কাজ কি?
প্রার্থীঃউদ্ভিদ দেহকে বর্নময় করা….
বোর্ডঃপ্রাণিকোষ ও উদ্ভিদকোষের মধ্যে পার্থক্য বলুন?
প্রার্থীঃউদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণিকোষে প্লাস্টিড থাকে না, স্যার।
বোর্ডঃ কয়েকটা একবীজপত্রী উদ্ভিদের নাম বলুন?
প্রার্থীঃধান, গম
বোর্ডঃ গম কেনো?
এখানে তো অনেকগুলো বীজ একসাথে থাকে…
প্রার্থীঃহাঁসি দিয়ে, মুখের দিকে তাকালাম…
বোর্ডঃ ও আচ্ছা সমস্যা নাই, অনেক আগে পড়েছেন!
বলুন একবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস না জালিকা শিরাবিন্যাস?
প্রার্থীঃ স্যার, সমান্তরাল শিরাবিন্যাস
বোর্ডঃ দ্বি বীজপত্রী উদ্ভিদের নাম বলুন?
প্রার্থীঃকুমড়া, সরিষা…
বোর্ডঃরুপান্তরিত কান্ড কোনগুলি?
গোলআলু,……স্যার বললেন কা