বাংলাদেশের জাতীয় বিষয়গুলো মনে রাখার মত করে
তৈরি একটা গুরুত্বপূর্ণ হ্যান্ডনোট
১. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি অবস্থিত –
রাজশাহী বিশ্ববিদ্যালয়
২. ECNEC-এর সভাপতি –
প্রধানমন্ত্রী
৩. বাংলাদেশের প্রথম চা যাদুঘর অবস্থিত –
শ্রীমঙ্গল
৪. ঢাকার চকবাজারে বিখ্যাত ‘বড় কাটরা নির্মাণ করেন –
শাহ সুজা
৫. বাংলাদেশে যে তারিখ থেকে অর্থ বছর শুরু হয় –
১ জুলাই
৬. বাংলাদেশের প্রথম আর্সেনিক ট্রিটম্যান্ট প্লান্ট অবস্থিত –
টুঙ্গিপাড়া
৭. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা –
রবীন্দ্রনাথ ঠাকুর
৮. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা –
সৈয়দপুর
৯. বাংলাদেশের White gold –
চিংড়ি
১০. বাংলাদেশে জাতীয় সংসদের আসন –
৩৫০টি
১১. বাংলাদেশের জাতীয় দিবস –
২৬ মার্চ
১২. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় –
১৯৭১ সালের ১০ এপ্রিল
১৩. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে –
১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
১৪. মুজিবনগরে ১৯৭১ সালের যে তারিখে স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল –
১৭ এপ্রিল
১৫. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
১৭ এপ্রিল, ১৯৭১ সালে
১৬. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর যে সেক্টরের অন্তর্ভূক্ত ছিল –
৮ নং সেক্টরের।
১৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন –
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৮. স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন –
শেখ মুজিবুর রহমান
১৯. বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী –
তাজউদ্দিন আহমেদ
২০. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন –
ক্যাপ্টেন এম মনসুর আলী
২১. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি –
বীরশ্রেষ্ঠ
১৬. স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ’ খেতাব প্রাপ্তির সংখ্যা –
৭ জন
২২. বরতমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে –
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে
২৩. শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে যে চেতনায়—
দেশাত্ত্ববোধ সৃষ্টীর লক্ষ্যে
২৪. পার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে –
মহাস্থানগড়কে
২৫. বাংলাদেশ মক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ অবস্থিত –
কৃষি বিশ্ববিদ্যালয়
২৬. জগদ্দল বিহার অবস্থিত –
নওগাঁ জেলায়।
২৭. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস –
১৭ মে।
২৮. ‘বিজয় কেতন’ –
মুক্তিযুদ্ধ জাদুঘর।
২৯. মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল –
১০ এপ্রিল, ১৯৭১
৩০. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় –
১০ এপ্রিল ১৯৭১
৩১. স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ’ খেতাব প্রাপ্তির সংখ্যা –
৭ জন
৩২. মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য বীরউত্তম খেতাবে ভূষিত করা হয় –
৬৮ জন
৩৩. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক’ উপাধি লাভ করে –
৪২৬ জন
৩৪. বীরবিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংখ্যা –
১৭৫ জন।
৩৫. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়েছে –
৬৭৬জন
৩৬. বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা –
এ. এস, ওডারল্যান্ড (অস্ট্রেলিয়া)
৩৭. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ –
ভারত
৩৮. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী ১ম আফ্রিকান দেশ –
সেনেগাল
৩৯. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার –
কামরুল হাসান
৪০. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি –
হামিদুর রহমান।
৪১. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি –
সৈয়দ মাঈনুল হোসেন
৪২. বিখ্যাত চিত্রকর্ম তিন কন্যা’ এর চিত্রকর –
কামরুল হাসান
৪৩. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় –
১৯৭৪ সালে
৪৪. বাংলাদেশ ও.আই.সি’র সদস্য হয় –
১৯৭৪ সালে
৪৫. বাংলাদেশ যে সনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে –
১৯৭৪ সালে
৪৬. পৌরসভা, পল্লী বিদ্যুৎ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এগুলোর কোনটি স্থানীয় সরকার নয় –
পল্লী বিদ্যুৎ
৪৭. সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়াযায় যে গ্রন্থে –
ঐতরেয় আরণ্যক
৪৮. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে –
৬ ডিসেম্বর, ১৯৭১
৪৯. যে ইউরোপীয় দেশ বাংলাদেশেকে প্রথম স্বীকৃতি প্রদান করে –
পূর্ব জার্মানি
৫০. চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় –
বিজু।
PDF Detail
Title | বাংলাদেশ বিষয়াবলি |
Author | মোহানা ইসলাম |
Translator | |
Publisher | |
Edition | |
Size | 1.9 MB |
Number of Pages | 14 |
Categories | PDF Download |
Downloading status | FREE | Buy This Full Book |
সাইজঃ- 1.9 MB
পৃষ্ঠা সংখ্যাঃ 14
বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।
Download From Google Drive
Download
Download From Yandex
Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।