কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও প্রকৃত
নাম ও প্রশ্নোত্তর
1. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম-
ক. বনফুল
খ. যাযাবর
গ. অবধূত
ঘ. বীরবল
উত্তরঃ খ
2. ‘যাযাবর’ ছদ্মনামের অন্তরালে আত্মগোপন করে আছেন-
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. বিনয়কৃষ্ণ
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ খ
3. জরাসন্ধ কার ছদ্মনাম?
ক. চারুচন্দ্র চক্রবর্তী
খ. সমরেশ বসু
গ. বিমল ঘোষ
ঘ. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
উত্তরঃ ক
4. বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কোনটি?
ক. যাযাবর
খ. পরশুরাম
গ. জরাসন্ধ
ঘ. বনফুল
উত্তরঃ ঘ
5. Banaful is the assumed name of which writer?
ক. Shirshendu Mukhopaddhay
খ. Balaichand Mukhopaddhay
গ. Tarashankar Bandopaddhay
ঘ. Abu Jafar Obaidulah
উত্তরঃ খ
6. ‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মধুসূদন দত্ত
গ. মধুসূদন মজুমদার
ঘ. বিহারীলাল চক্রবর্তী
উত্তরঃ গ
7. ‘কালকুট’ কোন লেখকের ছদ্মনাম?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. সমরেশ বসু
গ. প্রথম চৌধুরী
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ
8. ছদ্মনামসহ মূল নাম কোনটি সঠিক?
ক. প্রথম চৌধুরী- পরশুরাম
খ. রাজশেখর বসু- বীরবল
গ. সমরেশ বসু- কালকূট
ঘ. মীর মশাররফ হোসেন- কয়েকোবাদ
উত্তরঃ গ
9. ‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
ক. সমরেশ মজুমদার
খ. রাজশেখর বসু
গ. সুনীল গঙ্গোপাধ্যায়
ঘ. সমর সেন
উত্তরঃ গ
10. ‘পাঠকের মৃত্যু’র রচয়িতা বনফুলের প্রকৃত নাম-
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
ঘ. বুদ্ধদেব বসু
উত্তরঃ খ
11. ’সুনন্দ’ কার ছদ্মনাম ছিল?
ক. নারায়ণ গঙ্গোপাধ্যায়
খ. মোজাম্মেল হক
গ. রাজশেখর বসু
ঘ. বিমল ঘোষ
উত্তরঃ ক
12. ‘দাদা ভাই’র আসল নাম কি?
ক. আল মুতী শরফুদ্দীন
খ. শওকত ওসমান
গ. কাজী মোতাহার হোসেন
ঘ. রোকনুজ্জামান খান
উত্তরঃ ঘ
13. ‘পরশুরাম’ কার ছদ্মনাম?
ক. মালাধর বসু
খ. সমরেশ বসু
গ. মুকুন্দদাশ
ঘ. রাজশেখর বসু
উত্তরঃ ঘ
14. ‘অশোক সৈয়দ’ কার ছদ্মনাম?
ক. আবদুল মান্নান সৈয়দ
খ. সৈয়দ আজিজুল হক
গ. আবু সয়ীদ আইয়ুব
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ ক
15. সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম-
ক. চেনাকণ্ঠ
খ. নীল লোহিত
গ. কালকূট
ঘ. কালপেঁচা
উত্তরঃ খ