বিভিন্ন ভাষা সম্পর্কিত কিছু তথ্য
❖ পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা – হিব্রু।
❖ ইসরায়েলের রাষ্ট্রভাষার নাম – হিব্রু।
❖ বিশ্বে সবচেয়ে বেশি মানুষ কথা বলে – মান্দারিন ভাষায়।
❖ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ – স্যার জন বোয়িং (ইংল্যান্ড)।
❖ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ – ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
❖ ‘বিশ্বের জাতিবহুল দেশ’ নামে খ্যাত – ভারত।
❖ বিশ্বে সর্বোচ্চ সরকারি ভাষা আছে – ভারতে (২২টি)।
❖ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অবস্থিত – সেগুনবাগিচায়।
❖ ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় – ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
❖ জাতিসংঘ ২১শে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় – ৫ ডিসেম্বর ২০০৮।
❖ বিশ্বের মোট ভাষার সংখ্যা – সাত হাজারের উপর।
❖ পৃথিবীতে একমাত্র জাতি যারা ভাষার জন্য যুদ্ধ করেছিল – বাঙ্গালি।
❖ ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের ১৮৮টি দেশে প্রথম পালন করা হয় – ২০০০ সালে।
❖ ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান – ৬ষ্ঠ।
❖ ইউনেস্কোর মতে বিশ্বে বিলুপ্ত প্রায় ভাষার সংখ্যা – ২৪৯৮টি।
❖ আন্তর্জাতিক ভাষাবর্ষ – ২০০৮ সাল।
❖ এসপ্যারান্তো ভাষা হল কৃত্রিম ভাষা যার উদ্ভাবক – পোল্যান্ডের ভাষাবিজ্ঞানী লুডউইগ জামেহফ।
❖ সর্বপ্রথম লিখন পদ্ধতি আবিষ্কৃত হয় – মিশরে।
❖ বিশ্বের প্রথম লিখন পদ্ধতির নাম – হায়ারোগ্লিফিকস।
❖ বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক রচিত – পালি ভাষায়।
❖ ইহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ওল্ড টেস্টামেন্ট – হিব্রু ভাষায় রচিত।
❖ মানব শিশুর প্রথম ভাষার নাম – বাবলিং।
❖ পৃথিবীর ভাষা নিয়ে গবেষণা ও অনুসন্ধানকারী প্রতিষ্ঠান – ইথনোলগ (ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড)।
❖ ইথনোলগ প্রথম ভাষাবিষয়ক তথ্য প্রকাশ করে – ১৯৫১ সালে।
❖ বিশ্বের সর্বাধিক ভাষার দেশ – পাপুয়া নিউগিনি (৮৪০টি)।
❖ বিশ্বের সবচেয়ে কম ভাষার দেশ – উত্তর কোরিয়া।
❖ ক্যাটালন যে দেশের ভাষা – স্পেন।
❖ আক্ষরিক অর্থে আন্তর্জাতিক ভাষা – এসপারেনটো।
❖ বিশ্বের স্বীকৃত দ্বিতীয় ভাষা – স্প্যানিশ।
❖ জ্যামাইকার ভাষা – ইংরেজি।
❖ কানাডার ফরাসীবাসী জনগোষ্ঠী যে অঙ্গরাজ্যে সর্বাধিক বসবাস করে – কুইবেক।
❖ সেনেগালের রাষ্ট্রভাষা – ফ্রেঞ্চ।
❖ ঘানার প্রধান ভাষা – ইংরেজি।
❖ ভ্যাটিকান সিটির ভাষা – ল্যাটিন।
❖ আকান যে দেশের ভাষা – ঘানা।
❖ সেমীয় ভাষা – আরবি।
❖ মোনাকোর প্রাদেশিক ভাষা – ফ্রেঞ্চ।
❖ কিউবার প্রধান ভাষা – স্প্যানিশ।
❖ হিন্দি ভাষার কবি তুলসী দাশ যে দেশের – ভারত।
❖ ফার্সি কবি শেখ সাদী, ফেরদৌসী ও ওমর খৈয়াম ছিলেন – ইরানের।
❖ ইংরেজি ভাষার কবি শেক্সপিয়র ছিলেন – ইংল্যান্ডের।
❖ ইংরেজি ভাষার কবি জর্জ বার্নাড শ্ ছিলেন – আয়ারল্যান্ডের।
❖ সংস্কৃত ভাষার কবি কালিদাস ছিলেন – ভারতের।
❖ উর্দু ভাষার কবি মুহাম্মদ ইকবাল ছিলেন – পাকিস্তানের।
❖ গ্রিক কবি হোমার ছিলেন – গ্রীসের।
❖ আরবি ভাষার কবি ইমরুল কায়েস ছিলেন – সৌদি আরবের।
❖ রোমান ভাষার কবি দান্তে ছিলেন – ইতালির।
❖ ল্যাটিন ভাষার কবি ভার্জিল ছিলেন – ইতালির।
❖ জার্মান ভাষার কবি গ্যাটে ছিলেন – জার্মানির।
❖ রুশ ভাষার কবি আলেকজান্ডার পুশকিন ছিলেন – রাশিয়ার।
সংগৃহীত