সুদকষা থেকে বাছাই করা সকল
প্রশ্ন সমাধান
1. বার্ষিক শতকরা ৫.৫০ টাকা হার সুদে ৮০০ টাকার ৩ বছরের সুদ-আসল কত হবে?
ক. ৯৩২ টাকা
খ. ১৫০০ টাকা
গ. ১০০০ টাকা
ঘ. ১২৪৫ টাকা
উত্তরঃ ক
2. শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
ক. ১৫%
খ. ১৪%
গ. ১২%
ঘ. ১০%
উত্তরঃ খ
3. শতকরা বার্ষিক কত হার সুদের ৪৫০ টাকার ১৭ বছরের সুদ ৪৫৯ টাকা হবে?
ক. ৩%
খ. ৪%
গ. ৫%
ঘ. ৬%
উত্তরঃ ঘ
4. শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ক. ৩%
খ. ৫%
গ. ৭%
ঘ. ১০%
উত্তরঃ ক
5. বার্ষিক শতকরা মুনাফার হার ৬ টাকা হলে, ৮৫০ টাকার কত বছরে মুনাফা ২৫৫ টাকা হবে?
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ গ
6. এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ঐ ব্যাংকে বছরে সুদের হার কত?
ক. ৮%
খ. ৮.২৫%
গ. ৮.৭৫%
ঘ. ৮.৫০%
উত্তরঃ ঘ
7. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১২.৫০ টাকা
খ. ২০ টাকা
গ. ২৫ টাকা
ঘ. ১৫ টাকা
উত্তরঃ গ
8. x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরে মুনাফা x টাকা হলে x =কত
ক. 75 টাকা
খ. 25.50 টাকা
গ. 25 টাকা
ঘ. 50 টাকা
উত্তরঃ গ
9. শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বৎসরের সুদ ২১৬ টাকা হবে?
ক. ৩%
খ. ৪%
গ. ৫%
ঘ. ৬%
উত্তরঃ ঘ
10. বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
ক. ২০০০০ টাকা
খ. ২২০০০ টাকা
গ. ২৪০০০ টাকা
ঘ. ৩০০০০ টাকা
উত্তরঃ গ
11. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৩২০ টাকা কমে গেল। তার মূলধন কত ছিল?
ক. ৩২০০ টাকা
খ. ৩২০০০ টাকা
গ. ২৪০০০ টাকা
ঘ. ৩৬০০০ টাকা
উত্তরঃ খ
12. বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার ওপর সুদ কত হবে?
ক. ৫০০ টাকা
খ. ৪৫০ টাকা
গ. ৬০০ টাকা
ঘ. ৬৫০ টাকা
উত্তরঃ খ
13. শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত হবে?
ক. ২৪ টাকা
খ. ৩৬ টাকা
গ. ৪৮ টাকা
ঘ. ৬০ টাকা
উত্তরঃ খ
14. সুদের হার ৬ টাকা থেকে কমে ৩ টাকা হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় ১৫ টাকা কমে গেল। তার মূলধন কত?
ক. ৩০০ টাকা
খ. ৫০০ টাকা
গ. ৬০০ টাকা
ঘ. ৯০০ টাকা
উত্তরঃ খ
15. শতকরা বার্ষিক ১৫ টাকা হার মুনাফায় ৮০০০ টাকার ৬ মাসের মুনাফা কত?
ক. ৫০০ টাকা
খ. ৬০০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৮০০ টাকা
উত্তরঃ খ
16. আবু ব্যাংকে ৯০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা মুনাফা পেল। বার্ষিক সুদের হার কত ছিল?
ক. ১৫%
খ. ২৫%
গ. ২০%
ঘ. ১০%
উত্তরঃ ঘ
17. আরিফ বার্ষিক ৬.৫% হার সুদে ৯০০০ টাকা ব্যাংকে জমা রাখল। সুদের হার বেড়ে ১২% হলে আরিফ ১ বছরে সুদ হিসেবে কত টাকা বেশি পাবে?
ক. ৫৮৫ টাকা
খ. ৪৯৫ টাকা
গ. ৫০০ টাকা
ঘ. ১৮০০ টাকা
উত্তরঃ খ
18. সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
ক. ৬০০ টাকা
খ. ৮০০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ১,০০০ টাকা
উত্তরঃ গ
19. শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?
ক. ১৩৫
খ. ১৩৭.৫
গ. ১৩৮
ঘ. ১৪৮
উত্তরঃ গ
20. শতকরা কত হার লাভে কোন আসল ১০ বছরে লাভে আসলের দ্বিগুণ হবে?
ক. ১০ টাকা
খ. ১২ টাকা
গ. ১৫ টাকা
ঘ. ২০ টাকা
উত্তরঃ ক
21. শতকরা সুদের হার ৮ টাকা থেকে বেড়ে ১২ টাকা হওয়ায় জলিল সাহেবের আয় ৪ বছরে ২৫৬ টাকা বেড়ে গেল। তার মূলধন কত?
ক. ১২০০ টাকা
খ. ১৪০০ টাকা
গ. ১৬০০ টাকা
ঘ. ১৮০০ টাকা
উত্তরঃ গ
22. শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ১০ বছরে সুদেমূলে তিনগুণ হবে?
ক. ১০ টাকা
খ. ২০ টাকা
গ. ৩০ টাকা
ঘ. ৪০ টাকা
উত্তরঃ খ
23. শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল সুদে ৬৪০ টাকার ২ বছর ৬ মাসের সুদ কত?
ক. ৬০ টাকা
খ. ১৬০ টাকা
গ. ৬৪ টাকা
ঘ. ৮০ টাকা
উত্তরঃ ঘ
24. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে আসলের তিনগুণ হবে?
ক. ১০ বছর
খ. ২০ বছর
গ. ১৫ বছর
ঘ. ১২ বছর
উত্তরঃ খ
25. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদ-আসলে ৫০,০০০ টাকা হলে, মূলধন কত?
ক. ২০,০০০ টাকা
খ. ২৫,০০০ টাকা
গ. ৩০,০০০ টাকা
ঘ. ৩৫,০০০ টাকা
উত্তরঃ খ
26. প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১,০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?
ক. ১১৯০ টাকা
খ. ১১৯০.৫০ টাকা
গ. ১১৯৫ টাকা
ঘ. ১১৯৫.৫০ টাকা
উত্তরঃ ক
27. শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মুলধন ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়?
ক. ১০.০০ টাকা
খ. ১২.০০ টাকা
গ. ৭.৫০ টাকা
ঘ. ৫.০০ টাকা
উত্তরঃ ক
28. P টাকার P% হার সরল মুনাফায় 4 বছরের মুনাফা P টাকা হলে, P এর মান কত?
ক. 15
খ. 20
গ. 25
ঘ. 50
উত্তরঃ গ
29. ৫% হার সুদে ৬০০ টাকা ৫ বছরে সুদে-আসলে কত টাকা হবে?
ক. ৭০০ টাকা
খ. ৭৫০ টাকা
গ. ৭৭৫ টাকা
ঘ. ৮০০ টাকা
উত্তরঃ খ
30. কোনো আসল ২০ বছরে সুদ-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ৩০ বছর
খ. ৪০ বছর
গ. ৬০ বছর
ঘ. ২৫ বছর
উত্তরঃ খ
31. সরল সুদের হার শতকরা কত হলে, কোন মূলধন সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১৫%
খ. ২০০%
গ. ২৫%
ঘ. ১২.৫%
উত্তরঃ খ
32. ৪% হার সুদে ১০০০ টাকা ৮ বছরে সুদ আসলে কত হবে?
ক. ১২০০ টাকা
খ. ৯০০ টাকা
গ. ১৩২০ টাকা
ঘ. ১৯২০ টাকা
উত্তরঃ গ
33. শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?
ক. ৫৫০
খ. ৬০০
গ. ৬৫০
ঘ. ৭০০
উত্তরঃ গ
34. বার্ষিক ৬% সরল মুনাফায় কত টাকা ৪ বছরে সবৃদ্ধিমূল ৮০৬০ টাকা হবে?
ক. ৬০০০ টাকা
খ. ৬৫০০ টাকা
গ. ৬৭৫০ টাকা
ঘ. ৭০০০ টাকা
উত্তরঃ খ
35. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৭৫০ টাকা হলে সুদের হার কত হবে?
ক. ১০%
খ. ১২%
গ. ১৪%
ঘ. ১৫%
উত্তরঃ ক
36. এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক. ১৫০ টাকা
খ. ১৯০ টাকা
গ. ২২৫ টাকা
ঘ. ২৯০ টাকা
উত্তরঃ খ
37. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে, সুদের হার বার্ষিক কত টাকা হবে?
ক. ১০%
খ. ৫%
গ. ৮%
ঘ. ১২%
উত্তরঃ খ
38. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১৫ টাকা
খ. ২৫ টাকা
গ. ২০ টাকা
ঘ. ১২.৫০ টাকা
উত্তরঃ খ
39. সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১৫ টাকা
খ. ২৫ টাকা
গ. ২০ টাকা
ঘ. ১২.৫০ টাকা
উত্তরঃ খ
40. ৫% হারে ৩০০ টাকার ৫ বছরে সুদাসল কত হয়?
ক. ৩২৫
খ. ৩৪৫
গ. ৩৬০
ঘ. ৩৭৫
উত্তরঃ ঘ
41. বার্ষিক ৬.৫% সরল সুদে ১,৬০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা?
ক. ৫১০ টাকা
খ. ৫২০ টাকা
গ. ৫২৫ টাকা
ঘ. ৫৩০ টাকা
উত্তরঃ খ
42. রহিমা ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করল। এক বছর পর তিনি কত সুদ পাবেন?
ক. ২০৫ টাকা
খ. ২৫০ টাকা
গ. ২২৫ টাকা
ঘ. ২৯০ টাকা
উত্তরঃ খ
43. বার্ষিক ৭% সরল সুদে ১,২০০ টাকার কত বছরের সুদ ২৫২ টাকা?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
উত্তরঃ খ
44. M টাকার M% সরল সুদে ৪ বছরের সুদ M টাকা হলে M=?
ক. ২০
খ. ২৫
গ. ৫০
ঘ. ৫৫
উত্তরঃ খ
45. শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে?
ক. ১ বছরে
খ. ২০ বছরে
গ. ৫ বছরে
ঘ. ১০০ বছরে
উত্তরঃ খ
46. মুনাফার হার ৮% হলে ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
ক. ৪০ টাকা
খ. ৩২ টাকা
গ. ১৬০ টাকা
ঘ. ২০ টাকা
উত্তরঃ গ
47. সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
ক. ১২.৫০ টাকা
খ. ২৫ টাকা
গ. ২০ টাকা
ঘ. ১৫ টাকা
উত্তরঃ খ
48. ৪২৫ টাকার ৪ বছরের সুদ ৮৫ টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
ক. ৫%
খ. ৯%
গ. ৪%
ঘ. ৭%
উত্তরঃ ক