প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
Primary Assistant Teacher Exam Question Solution PDF Download |DPE Job Exam Question Solution
Tista set 2010
এখানের সবগুলো প্রশ্ন ও উত্তর পোস্টের নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন
Primary Question Solution 2010 – Tista set PDF Download
১) কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে —
হার্ডওয়্যার ও সফটওয়্যার
কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
২) কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে —
অককুটসল
দশমিক
হেকসা ডেসিমেল
বাইনারি
৩) ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ অংশগ্রহণ করেছে?
২০৪
৯৪
৯৬
৯৮
৪) যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় —
অপুষ্পক উদ্ভিদ
সসুষ্পক উদ্ভিদ
মিথোজীবী উদ্ভিদ
স্বভোজী উদ্ভিদ
৫) উদ্ভিস কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে —
বাষ্পীভবন
শ্বসন
প্রস্বেদন
ব্যাপন
৬) জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে —
ক্রোমোজোম
নিউক্লিওলাস
নিউক্লিওপ্লাজম
প্লাস্টিড
৭) বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় —
২ মার্চ, ১৯৭১
৭ মার্চ, ১৯৭১
২৬ মার্চ, ১৯৭১
১৭ এপ্রিল, ১৯৭১
৮) স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট —
সৈয়দ নজরুল ইসলাম
মুহম্মদ উল্লাহ
আবু সাঈদ চৌধুরী
শেখ মুজিবুর রহমান
৯) টেস্টিং সল্ট –এর রাসায়িনিক নাম কি?
সোডিয়াম বাইকার্বনেট
পটাসিয়াম বাইকার্বনেট
সোডিয়াম মনোগ্লুটামেট
মনোসোডিয়াম গ্লুটামেট
১০) দেশলাই কাঠিতে কোনটি থাকে না?
জিঙ্ক ও বেরিয়াম লবণ
ক্যালসিয়াম সিলিকেট
পটাসিয়াম সিলিকেট
সবকটিই
১১) কোন বানানটি শুদ্ধ ?
Assesment
Asessment
Asesment
Assessment
১২) কোনটি শুদ্ধ বানান?
Aleviation
Alleviation
Allviation
Aliviation
১৩) কোন বানানটি শুদ্ধ ?
Colaboration
Colaboretion
Collaboration
Colleboration
১৪) কোনটি শুদ্ধ বানান?
Exhilaration
Exilaration
Exhilaretion
Exilaretion
১৫) ‘We ought to obey our parents’— বাক্যেটির সঠিক পরিবর্তিত voice হবে—-
Our parents ought to be obeyed by us
Our parents may be obeyed by us
Your parents is to be obeyed by you
Our parents are to be obeyed by us
১৬) 3(3x-4)=2(4x-3) কে সমাধান করলে x-এর মান হবে —
6
-4
-6
3
১৭) তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে —
১২
১৪
১৬
১৮
১৮)একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?
৬ দিন
৮দিন
১০দিন
১২দিন
১৯) ৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?
৮,০০০ টাকা
৯,০০০ টাকা
৯,৫০০ টাকা
১০,০০০ টাকা
২০) একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যে মূল্য তিনি জিনিস বিক্রি করলেন, তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর তাঁর ২৫% লাভ হত। জিনিসটির ক্রয় মূল্য কত?
৭৫ টাকা
৮০ টাকা
৮৫ টাকা
৯০ টাকা
২১)এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক। —পংক্তিটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
কবি জসীমউদ্দীন
আবদুল কাদির
সুফিয়া কামাল
২২) গাহি তাহাদের গান — ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। —পংক্তিটি কোন কবির রচনা?
কাজী নজরুল ইসলাম
কায়কোবাদ
গোলাম মোস্তফা
সত্যেন্দ্রনাথ দত্ত
২৩) ‘বরফগলা নদী‘ উপন্যাসটির রচয়িতা কে?
আবু ইসহাক
শওকত ওসমান
জহির রায়হান
শহীদুল্লা কায়সার
২৪) ‘সঞ্চিতা‘ কোন কবির কাব্য সংকলন?
রবীন্দ্রনাথ ঠাকুর
এয়াকুব আলী
কাজী নজরুল ইসলাম
সিকান্দার আবু জাফর
২৫) ‘ডাকঘর‘ নাটকটির রচয়িতা কে?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
মমতাজ উদ্দিন আহমদ
ওবায়েদ উল হক
রবীন্দ্রনাথ ঠাকুর
২৬) ‘কিত্তনখোলা‘ নাটকটির রচয়িতা কে?
জিয়া হায়দার
সেলিম আল দীন
দীনবন্ধু মিত্র
ইব্রাহিম খলিল
২৭) “অহঙ্কার” পতনের মূল —বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্মে শূন্য
করণে শূন্য
অপাদানে শূন্য
অধিকরণে শূন্য
২৮) কি “সাহসে” ওখানে গেলে? —বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ৭মী
কর্মে ৭মী
করণে ৭মী
অপাদানে ৭মী
২৯) কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
অন্যায়
অনাসক্ত
আমরণ
অহি নকুল
৩০) কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
ওলকপি
কবিগুরু
আটঘাট
ঊনপাঁজুরে
৩১) দক্ষিণ গোলার্ধে উত্তর– আয়নান্ত ঘটে কখন?
২৩ জুন
২২ ডিসেম্বর
২৩ জুলাই
২১ মে
৩২) সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
শনি
বুধ
বৃহস্পতি
মঙ্গল
৩৩) কোন গ্রহের কোন চাঁদ নেই?
মঙ্গল
বুধ
বৃহস্পতি
শনি
৩৪) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ছেড়া দ্বীপ
নিঝুম দ্বীপ
মহেশখালী
সেন্টমার্টিনস
৩৫) বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
হাইল
পাথরচাওলি
চলনবিল
হাকালুকি
৩৬) বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
১৬ ডিসেম্বর, ১৯৭২
১২ অক্টোবর, ১৯৭২
১৬ ডিসেম্বর, ১৯৭৩
১২ অক্টোবর, ১৯৭৩
৩৭) ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা —
৩টি
৪টি
৬টি
৭টি
৩৮) মহামুনি বিহার কোথায় অবস্থিত?
দিনাজপুরের ফুলবাড়িতে
চট্ট্রগ্রামের রাউজানে
জামালপুরের দেওয়ানগঞ্জে
সিলেটের হবিগঞ্জে
৩৯) আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?
১৭ এপ্রিল ১৯৭১
২৫ মার্চ ১৯৭১
৭ মার্চ ১৯৭১
১০ এপ্রিল ১৯৭১
৪০)সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
৮
৭(১)
৬(১)
৬(২)
৪১) মেঘলা রাতে—
শিশির উৎপন্ন হয় না
শিশির উৎপন্ন হয়
উভয়টিই ঠিক
কোনোটিই নয়
৪২) সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে —
লোহা
তামা
সীসা
ব্রোঞ্জ
৪৩) জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে?
১৯৪৫ সালে
১৯৪৩ সালে
১৯৪৬ সালে
১৯৪৪ সালে
৪৪) ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি?
ব্যারোমিটার
সিসমোমিটার
ল্যাকটোমিটার
থার্মোমিটার
৪৫) Rafiq said to me, “I was ill ?” বাক্যটির সঠিক Indirect speech হবে—-
Rafiq told me that he has been ill
Rafiq told me that he had been ill
Rafiq told me that I had been ill
Rafiq said to me that he was ill
৪৬) He said to me,”What are you doing ?” বাক্যটির সঠিক Indirect speech হবে—-
He asked me what I was doing
He asked me what I am doing
He asks me what I am doing
He asks me what I was doing
৪৭) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Credit this amount against his name
Every girls is at her desk
We made a fun of it
A little number of boys were present
৪৮) নিচের কোন বাক্যটি শুদ্ধ?
I found his pulse
I felt his pulse
I examined his pulse
I saw his pulse
৪৯) Man aspires—–riches. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
on
in
at
after
৫০) The lady is not amenable—reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
on
to
for
of
৫১) Reza died —-over eating. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
by
of
from
for
৫২) ‘Benevolent’–এর সমার্থক শব্দ কোনটি?
Kind
Donor
Patron
Generous
৫৩) ‘Illicit’ —এর সমার্থক শব্দ কোনটি?
Fake
Unlawful
Legal
Compatible
৫৪) To meet trouble half-way phrase —টির অর্থ কি?
To get nervous
To be puzzled
To gearup
To be disappointed
৫৫) To see red —-phrase –টির অর্থ
To be very angry
To criticise others
To find fault with
To see the colour red
৫৬) Dhaka is a big City, এখানে ‘City’ শব্দটি কোন প্রকারের Noun?
Proper
Common
Collective
Material
৫৭) ‘King’ শব্দটির Abstract form হবে—
Kingship
King
Kinghood
উপরের কোনোটিই নয়
৫৮) After the storm comes the calm এখানে ‘ after’ শব্দটি—
Pronoun
Adverb
Preposition
Conjunction
৫৯) Suddenly one of the wheels came off, এখানে ‘off’ শব্দটি—
Adjective
Adverb
Preposition
Pronoun
৬০) একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন ১৫০ টাকা দরে কিছু আম এবং প্রতি ডজন ১০০ টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন প্রতি ১৪০ টাকা দরে সব ফল বিক্রি করলে, তার কত লাভ হবে?
৮%
১০%
১২%
১৫%
৬১) ৩, ৬, ৪, ৯, ৫, ১২, ৬ ——-ধারাটির দশম পদ হবে —
১৪
১৬
১৮
২০
৬২) ২, ৫, ৭, ৮, ——–ধারাটির অষ্টম পদ হবে —
১১
১২
১৩
১৪
৬৩) নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
৩/৫
৪/৭
৫/৮
৬/১১
৬৪) কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যাতে ক–এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ–এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?
৮ঃ ৪ঃ ১
১ঃ ২ঃ ৪
৮ঃ ২ঃ ৪
২ঃ ৪ঃ ২
৬৫) ‘ইতি‘ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
অবসান
বরেণ্য
শেষ
বিরাম
৬৬) ‘নদী‘ শব্দের সমার্থক শব্দ কোনটি?
সরিৎ
বারিধি
উদক
অম্বু
৬৭) ‘উত্তপ্ত‘ শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
শৈত
শীত
বরফ
শীতল
৬৮) ‘নন্দিত‘ শব্দটির বিপরীতার্থক শব্দ কি?
বিষণ্ন
বিষাদ
প্রচ্ছন্ন
এর কোনোটিই নয়
৬৯) ‘মোড়ক‘ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে —
মোড় + অক
মুড়ি + অক
মুড় + অক
মোড় + ক
৭০) ‘কাঁদুনি‘শব্দের সন্ধি বিচ্ছেদ হবে —
কাঁদ + নি
কঁদো + উনি
কাঁদ + ঊনি
কাঁদ + উনি
৭১) কোনটি শুদ্ধ বানান?
শুশ্রূষা
সুশ্রুষা
শূশ্রুষা
শুশ্রুসা
৭২) কোন বানানটি শুদ্ধ?
বিভিষীকা
বীভিষিকা
বিভীষিকা
বীভিষীকা
৭৩) কোনটি শুদ্ধ বানান?
প্রতিদ্বন্দী
প্রতিদ্ন্দ্বী
প্রতিদ্বন্দ্বী
প্রতিদন্দি
৭৪) কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ —
অসীম
তেলেভাজা
মুখচন্দ্র
ঘর-বাড়ি
৭৫)এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
৩ঃ ৫
৫ঃ ৭
৭ঃ ৩
৮ঃ ৫
৭৬) এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?
৩০ টাকা
৩৫ টাকা
৪০ টাকা
৫৫ টাকা
৭৭)একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে —
১২০ ডিগ্রী
৩০ ডিগ্রী
৬০ ডিগ্রী
১৮০ ডিগ্রী
৭৮) 2×2-xy-6y2 এর উৎপাদক –
(2x+3y)(2x-3y)
2x-3yx+2y
x+3y2x-2y
2x-3y2x+2y
৭৯) a+1a=3 হলে, a3+1a3 = কত ?
33
23
9
৮০) ০.১×০.০১×০.০০১০.২০×০.০২ এর মান কত ?
০.২৫
০.০২৫
০.০০২৫
০.০০০২৫
📝 সাইজঃ- 537 KB
📝 পৃষ্ঠা সংখ্যাঃ 10
বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ 🕮 দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।