পাটিগণিত হচ্ছে গণিতের অন্যতম পুরাতন একটি শাখা। যেখানে বস্তুর গণনা সংক্রান্ত হিসাব নিকাশ যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সরাসরি করা হয়। Arithmetic(পাঠিগণিত) শব্দটির অর্থ সংখ্যার কলাকৌশল যা গ্রিক শব্দ ‘arithmetike’ থেকে এসেছে। গণিতের যে শাখায় সংখ্যা, বিশেষ করে ধনাত্মক সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে পাঠিগণিত বলে।
পাঠিগণিতে ১০টি প্রতিক বা অঙ্ক দ্বারা সব সংখ্যা লেখা যায়। যেগুলো হলো- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০। এদের মধ্যে প্রথম নয়টি সংখ্যা কে সার্থক সংখা এবং শেষেটিকে শূন্য বলা হয়। আমাদের প্রাত্যহিক জীবনে সংখ্যার সাথে সাথে পাঠিগণিতের বিভিন্ন বিষয় ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় গণিতবিদ ও জ্যোতির্বিদ আর্য্যভট্রকে (৪৭৬ খ্রি – ৫৫০ খ্রি) পাঠিগণিতের জনক বলা হয়। উল্লেখ্য আর্য্যভট্রই অঙ্ক (০) শূন্যেরও জনক।

বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত তথ্য ও সফল ব্যাক্তিদের পরামর্শ পেতে এখনই Join করুন আমাদের Official ফেসবুক Group “বিসিএস বুলেটিন” এ।
আরো পড়ুনঃ বিসিএস গণিত লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান পিডিএফ ডাউনলোড
এখন আসি কাজের কথায়, আমরা খুব ভাল করে জানি যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গণিত অংশে ভাল মার্কস তোলার জন্য পাটিগণিত বিরাট ভূমিকা পালন করে। কিন্তু সমস্যা হলো পাটিগণিতের অংকগুলো বড় বড় হওয়ার কারণে অল্প সময়ে সমাধান করতে পারিনা। আবার অনেকে বড় বা কঠিন মনে করে পাটিগণিতের অংক করতেও ভয় পায় আর সেজন্যই আমরা এই অংশটিতে বঞ্চিত হই।
আজ আপনাদের জন্য এসেছি পাটিগণিতের কতিপয় গুরত্বপূর্ণ অধ্যায়ের অংক করার সহজ পদ্ধতি, যার মাধ্যমে আপনি উপরের সকল সমস্যার সমাধান করতে পারবেন। এই পিডিএফটিতে গণিতের সকল অধ্যায়ের কঠিন অংকগুলো কিভাবে শর্টকাটে সমাধান করবেন তার সমাধান সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনাদের উপকারে আসবে।
🗊 সাইজঃ- ১.২ এমবি
📝 পৃষ্ঠা সংখ্যাঃ ৮
বই সম্পর্কে বিস্তারিত জানতে অনলাইন লাইভ প্রিভিউ 🕮 দেখে নিন তারপর সিদ্ধান্ত নিন ডাউনলোড করবেন কিনা।
Live Preview এখান থেকে Scroll করে দেখতে পারেন।
Download From Google Drive
Direct Download
👀 প্রয়োজনীয় মূর্হুতে 🔍খুঁজে পেতে শেয়ার করে রাখুন.! আপনার প্রিয় মানুষটিকে “send as message”এর মাধ্যমে শেয়ার করুন। হয়তো এই মডেল টেস্ট গুলো তার অনেক কাজে লাগবে এবং উপকারে আসবে।
এরকম আরো পোস্ট পেতে আমাদের ফেসবুক পেইজে Like দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।
বিসিএস এর জন্য নিচের পোস্টগুলোও পড়ে নিনঃ–
📌 Zakirs BCS Special এর ১-২০ মডেল টেস্ট উত্তরসহ PDF ডাউনলোড করুন | বিসিএস প্রস্তুতি
📌 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা কী, কেন, কিভাবে | BCS সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর একসাথে
📌 ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে বিস্তারিত + MCQ
📌 ইংরেজি সাহিত্যের বাছাই করা ৫২৫ টি গুরুত্বপূর্ন MCQ এর PDF ডাউনলোড করুন | English Literature Note
📌 নবম/দশম শ্রেণির,বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই থেকে ৪০০+টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
📌 সুশান্ত পালের 1-10 ইংরেজি Hand Note Pdf Download করুন
📌 শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সম্পর্কে A to Z জেনে নিন।
📌 বিরাম চিহ্নের বিরতিকাল মনে রাখুন কৌশলে | যতি বা ছেদ চিহ্ন নিয়ে যত তথ্য | বাংলা ২য় পত্র টিপস
📌 সবচেয়ে বেশি বার বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় আগত প্রশ্নগুলোর Pdf Download